Published Date : 21-03-11
139 Views
মুঘল সাম্রাজ্যের ইতিহাস
বিষয় | বিবরণ |
ইতিহাস হল | অতীতের বাস্তবতার অনুসন্ধান । |
‘জীবনের ঝরাপাতা’প্রকাশিত হয়েছিল | দেশ পত্রিকাতে । |
বিপিনচন্দ্র পাল ছিলেন | চরমপন্থী নেতা । |
ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় | কলকাতায় । |
চিপকো আন্দোলন (ভারতে) হল | পরিবেশ আন্দোলন । |
‘অগ্নিযুগের অগ্নিকন্যা’ বলা হয় | সরলাদেবী চৌধুরানী । |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল | মাসিক পত্রিকা । |
‘যুগান্তর দল’ গঠিত হয় | ১৯০৬ খ্রিঃ । |
‘জীবনস্মৃতি’ নামক আত্মজীবনীটি রচনা করেন | রবীন্দ্রনাথ ঠাকুর । |
স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন | সরলাদেবী চৌধুরানী । |
চিকিৎসাবিদ্যায় রেডিওলজি ব্যবহার শুরু হয় | ১৮৯৫ খ্রিস্টাব্দে । |
‘সােমপ্রকাশ’ পত্রিকা প্রকাশিত হয় | ১৮৫৮ খ্রিস্টাব্দে । |
‘জীবন স্মৃতি’ নামক আত্মজীবনী | রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । |
ভারতীয় যাদুঘর প্রতিষ্ঠা হয় | ১৮১৪ খ্রিস্টাব্দে । |
বাবরের পৈতৃক ভূমি ছিল | ফরগনাতে । |
বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন | প্রথম পানিপথের যুদ্ধ জয়ের পর । |
প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় | ১৫২৬ খ্রিস্টাব্দে । |
বাবর ভারতে প্রথম অভিযান বা আক্রমণ করেন | ১৫১৯ খ্রিস্টাব্দে । |
বাবর ১৫২৪ খ্রিস্টাব্দে (চতুর্থ বার) যখন ভারত আক্রমণ করেন তখন লাহোরের শাসন কর্তা ছিলেন | দৌলত খাঁ লোদী । |
বাবর ”আফগানিস্তানের বাদশাহ”- উপাধি নেন | ১৫০৪ খ্রিস্টাব্দে । |
বাবর বাদশাহ উপাধি নেন | ১৫০৭ খ্রিস্টাব্দে । |
ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্টার আগে জহিরুদ্দিন মহম্মদ বাবর হুমায়নকে | হিসার – ফিরোজার শাসন কর্তা হিসেবে নিযুক্ত করেন । |
ফরগনাতে বাবরের প্রধান প্রতিবন্ধক ছিলেন | সাহাবনি খাঁন । |
বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন | দৌলত খাঁ লোদী । |
বাবরের পিতার নাম হল | ওমর শিখ মির্জা । |
বাবরের মায়ের নাম হল | কুতলুগ নিগার খানুম । |
বাবর প্রথম পানিপথের যুদ্ধে যে দুটি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন | তুলুঘমা ও আরাবা । |
খানুয়ারের যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিলেন | রানা সঙ্গ । |
খানুয়ার যুদ্ধ অনুষ্টিত হয় | ১৫২৭ খ্রিস্টাব্দে । |
বাবর গান্ধী উপাধি নেন | খানুয়ারের যুদ্ধের পর । |
চান্দেরীর যুদ্ধ সংঘটিত হয় | ১৫২৮ খ্রিস্টাব্দে । |
ঘর্ঘরার যুদ্ধ হয় | ১৫২৯ খ্রিস্টাব্দে । |
বাবর যখন ফরগনার শাসক হন তখন বয়স | ১২ বছর । |
সংগীত ও নৃত্যের সমজদার ব্যাক্তি ছিলেন | বাবর । |
”বাবর মধ্যে এশিয়া ও ভারতের যোগসূত্র” – বলেন | স্ট্যানলি লেনপুল । |
ঘর্ঘরার যুদ্ধের সময় বাংলার শাসন কর্তা ছিলেন | নসরৎ শাহ । |
ঘর্ঘরার যুদ্ধের সময় জৌনপুরের শাসন কর্তা ছিলেন | মামুদ লোদী । |
ঘর্ঘরার যুদ্ধের সময় বিহারের শাসন কর্তা ছিলেন | শের খাঁন । |
বাবরের পুত্র | ৪ জন । |
বাবরের তৃতীয় পুত্রের নাম | আশকরি । |
ভারতে একটি ও যুদ্ধে পরাজিত হননি | বাবর । |
”মোঙ্গল” শব্দটির অর্থ হল | নির্ভীক বা সাহসী । |
বাবরের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম হল | তুজুক – ই – বাবরী । |
”মঙ্গোলীয়” ভাষায় বাবর কথার অর্থ হল | বাঘ । |
”তুজুক – ই – বাবরী” – ফার্সিতে প্রথম অনুবাদ করেন | জৈন খাঁ । |
দৌলত খাঁন লোদী যখন বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তখন পাঞ্জাবের গভর্নর জেনারেল ছিলেন | দৌলত খান লোদী । |
ফার্সীতে নতুন কাব্যশৈলী ”মুবাইয়ান” – রচনা করেন | বাবর । |
”তারিখ – ই – রশিদী” -গ্রন্থটি রচনা করেন | মির্জা হায়দার । |
”খাত – ই – বাবরী” – চালু করেন যে মুঘল সম্রাট তিনি হলেন | বাবর । |
”কাবুলিবাগের মসজিদ” যে মুঘল সম্রাট তৈরী করেন তিনি হলেন | বাবর । |