গুরুত্বপূর্ণ যন্ত্র ও তার ব্যবহার (Part -2)
Published Date : 21-03-29
151 Views

গুরুত্বপূর্ণ যন্ত্র ও তার ব্যবহার

যন্ত্রপাতির নাম ব্যবহার
এফিশিওমিটার গ্যাসসমূহের আণবিক ওজন তুলনা করার যন্ত্র
এভাপরিমিটার বাষ্পীভবনের মাত্রা পরিমাপের যন্ত্র
এল্যাট্রোমিটার গ্যাসীয় চাপ পরিমাপের যন্ত্র
এরিওমিটার অতিক্ষুদ্র ব্যাসার্ধ গুলি পরিমাপের যন্ত্র
এলিপসোগ্রাফ উপবৃত্ত বর্ণনা করার যন্ত্র
এরগোমিটার কার্য সম্পাদন পরিমাপের যন্ত্র
এনসেফালোগ্রাফ মস্তিষ্কের ছবি লিপিবদ্ধ করার যন্ত্র
এন্ডোস্কোপ ফাঁপা অরগ্যানের অভ্যন্তর দেখার যন্ত্র
ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ হৃৎপিন্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার যন্ত্র
ইলেক্ট্রোমিটার তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র
ইলেক্ট্রোএনসেফালোগ্রাফ মস্তিষ্কের তড়িৎ স্পন্দন পরিমাপের যন্ত্র
ইলেক্ট্রোমায়োগ্রাফ স্নায়ু ও পেশি সম্পর্কিত অসঙ্গতি নির্ণয় করার যন্ত্র
ইলেকট্রোস্কোপ শরীরের মধ্যে তড়িতাধান উদ্ঘাটন করার যন্ত্র
ইলেক্ট্ররেটিনোগ্রাফ রেটিনার মধ্যে তড়িৎ ক্রিয়াকলাপ পরিমাপের যন্ত্র
ইউডিওমিটার বায়ুর শুদ্ধতা পরিমাপের যন্ত্র
ইন্টারফেরোমিটার আলোর বর্ণালী বিশ্লেষণের যন্ত্র
ফ্যাদোমিটার শব্দের সাহায্যে জলের নিচের গভীরতা পরিতাপের যন্ত্র
ফোসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র
ফাইবারস্কোপ ফাইবার অপটিক্স এর সাহায্যে নাগালের বাইরের এলাকা পরীক্ষা করার যন্ত্র
ফ্লোমিটার প্রবাহী তরলের ধর্ম পরিমাপের যন্ত্র
গ্যালভানোমিটার তড়িৎপ্রবাহ পরিমাপের যন্ত্র
গাইরোগ্রাফ চাকার আবর্তন সংখ্যা গণনার যন্ত্র
গ্যাসমিটার গ্যাস সমূহকে ধরে রাখার ও পরিমাপের যন্ত্র
গ্যাস্ট্রোস্কোপ পাকস্থলীর অভ্যন্তর পরীক্ষার যন্ত্র
হ্যাপটোমিটার স্পর্শের সংবেদনমাত্রা পরিমাপের যন্ত্র
হাইগ্রোস্কোপ বায়ুর আদ্রতা পরিবর্তন পদর্শন করার যন্ত্র
হেলিকোগ্রাফ একটা তলে প্যাচাঁনো রেখা অঙ্কনের যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আদ্রতা পরিমাপের যন্ত্র
হেলিও গ্রাফ সূর্য রশ্মির তীব্রতা পরিমাপের যন্ত্র
হাইটোমিটার বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র
হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপের যন্ত্র
হাইড্রোটিমিটার জলের খরতা পরিমাপের যন্ত্র
হেলিওস্কোপ চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র
হাইড্রোস্কোপ জলের নিচ দেখার যন্ত্র
হাইড্রোমিটার জলের খরতা পরিমাপের যন্ত্র
আইরিস্কোপ প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরিত বর্ণালী প্রদর্শনের যন্ত্র
কিমোগ্রাফ প্রবাহী তরলের চাপ লিপিবদ্ধ করার যন্ত্র
কেরাটোমিটার কর্নিয়ার বক্রতা পরিমাপের যন্ত্র
কোনিমিটার বায়ুতে ধূলিকণার পরিমান পরিমাপের যন্ত্র
মাইক্রোনোমিটার স্বল্প সময়ের ব্যাবধান পরিমাপের যন্ত্র
ম্যাগনেটোমিটার চুম্বক ক্ষেত্রেরতীব্রতা পরিমাপের যন্ত্র
মাইক্রোমিটার ক্ষুদ্র দূরত্ব পরিমাপের যন্ত্র
ম্যানোমিটার চৌম্বক ক্ষেত্রেরতীব্রতা পরিমাপের যন্ত্র
মেটিওরোগ্রাফ বিভিন্ন প্রকার আবহ পর্যবেক্ষন লিপিবদ্ধ করার যন্ত্র
ল্যাকটোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের যন্ত্র
লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র
ল্যাকটোস্কোপ দুধের শুদ্ধতা ও গাঢ়তা পরিমাপের যন্ত্র
লুসিমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র
ল্যানামিটার পশমের গুণমান পরিমাপের যন্ত্র
ল্যারিংওস্কোপ স্বরযন্ত্রের অভ্যন্তর পরীক্ষার যন্ত্র
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments