গুরুত্বপূর্ণ যন্ত্র ও তার ব্যবহার (Part -3)
Published Date : 21-03-30
199 Views

গুরুত্বপূর্ণ যন্ত্র ও তার ব্যবহার

যন্ত্রপাতির নাম ব্যবহার
মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র
মাইওগ্রাফ পেশীয় সংকোচন লিপিবদ্ধ করার যন্ত্র
মিলিঅ্যামিটার এটি স্বল্প তড়িৎ প্রবাহ লিপিবদ্ধ করার যন্ত্র
নেফোস্কোপ মেঘের দিক এবং গতিবেগ পর্যবেক্ষণের যন্ত্র
নেফেলোমিটার মেঘাচ্ছন্নতা পরিমাপের যন্ত্র
ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র
ওম্ব্রমিটার বৃষ্টি মাপক যন্ত্র
ওহমমিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র
ওঙ্কমিটার অভ্যন্তরীণ অঙ্গসমূহের আকার পরিবর্তন পরিমাপের যন্ত্র
ওসিলোমিটার জাহাজের ঘূর্ণন পরিমাপের যন্ত্র
ওটোস্কোপ কান পরীক্ষা করার যন্ত্র
ওসিলোস্কোপ বৈদ্যুতিক বিচলন পরীক্ষা করার যন্ত্র
ওসমোমিটার অভিস্রবণ চাপ পরিমাপের যন্ত্র
অলফ্যাকটোমিটার বস্তুর গন্ধের তীব্রতা পরিমাপের যন্ত্র
অপথ্যালমোমিটার চক্ষু পরিমাপের যন্ত্র
অর্কিডোমিটার অন্তঃকোশের আয়তন পরিমাপের যন্ত্র
অপথ্যালমোস্কোপ চোখের অভ্যন্তর দেখার জন্য যন্ত্র
অপটোমিটার দৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র
উমিটার ডিম্বক পরিমাপের যন্ত্র
প্যাকাইমিটার ক্ষুদ্র ক্ষুদ্র স্থূলতা পরিমাপের যন্ত্র
পিরামিটার চাকার চলনের ফলে রাস্তার পৃষ্ঠে উদ্ভুত রোধ পরিমাপের যন্ত্র
পেডোমিটার হেঁটে অতিক্রান্ত পথের দূরত্ব পরিমাপের যন্ত্র
ফ্যাকোমিটার লেন্স সমূহ পরিমাপের যন্ত্র
ফোটোমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র
ফ্য়াওমিটার আলোর তীব্রতা পরিমাপের পুরাতন যন্ত্র
ফোরোমিটার চক্ষু পেশির মধ্যে অস্বাভাবিকতা সংশোধনের জন্য ব্যাবহৃত যন্ত্র
ফোনোমিটার শব্দের স্তর পরিমাপের যন্ত্র
প্লিজেমিটার চাপ বা পেষণ পরিমাপের যন্ত্র
প্লেটোমিটার ক্ষেত্রফল পরিমাপের যন্ত্র
প্লেনিমিটার সরল আকৃতি সমূহের ক্ষেত্রফল পরিমাপের যন্ত্র
পোলারিমিটার সমবর্তীত আলো পরিমাপের যন্ত্র
প্রোকটোস্কোপ মলাশয় পরীক্ষা করার যন্ত্র
পোরোমিটার সচ্ছিদ্রতা মাত্রা পরিমাপের যন্ত্র
প্রিসোপটোমিটার বিষম দৃষ্টির মাত্রা পরিমাপের যন্ত্র
পোটেনশিওমিটার তড়িৎ চালক ক্ষমতা পরিমাপের যন্ত্র
পোটোমিটার উদ্ভিদের জল শোষণ মাত্রা পরিমাপের যন্ত্র
পিকনোমিটার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপের যন্ত্র
পাইরোস্কোপ বিকীর্ণ তাপের তীব্রতা পরিমাপের যন্ত্র
পাইরেনোমিটার আকাশের সম্পূর্ণ ভূগোলার্ধ থেকে সৌর বিকিরণ করার যন্ত্র
পাইরোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র
পিরজিওমিটার ভূপৃষ্ঠ থেকে বিকিরণ পরিমাপের যন্ত্র
পিরেলিওমিটার সূর্যের তাপীয় প্রভাব পরিমাপের যন্ত্র
নিউমোগ্রাফ শ্বাসকার্য পরিমাপ এবং লিপিবদ্ধ করার যন্ত্র
সাইক্রোমিটার বায়ুর আদ্রতা বা তাপমাত্রা পরিমাপের যন্ত্র
কোয়ান্টোমিটার ধাতব বস্তুকে মৌলের অনুপাত পরিমাপের যন্ত্র
কোয়ান্টিমিটার এক্সরের পরিমান পরিমাপের যন্ত্র
রেডিওমিটার বিকীর্ণ শক্তি পরিমাপের যন্ত্র
রেডারস্কোপ রেডার সংকেত ধরার যন্ত্র
রিনোস্কোপ নাসিকা পরীক্ষা করার যন্ত্র
রেডিওস্কোপ এক্সরশ্মি ব্যবহার করে বস্তুকে দেখার যন্ত্র

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments