Published Date : 20-05-07
308 Views
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল – ১৬০০ সালে
- প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় – ১৯১৪ সালে
- কত সালে সতীদাহ প্রথার রদের আইন পাস্ করা হয়েছিল – ১৮২৯ সালে
- হর্ষচরিত কে রচনা করেন – বাণভট্ট
- বুদ্ধচরিত কে রচনা করেন – অশ্বঘোষ
- রামচরিত কে রচনা করেন – সন্ধ্যাকর নন্দী
- কাদম্বরী নাটকটি কে রচনা করেন – হর্ষবর্ধন
- পথের দাবীকে রচনা করেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- আনন্দ মঠ কার লেখা – বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
- বর্তমান ভারত কে রচনা করেন – স্বামী বিবেকানন্দ
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন – লর্ড ক্যানিং
- কোন বছর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল – ১৯৪৮ সালে
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন – উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
- বাঘাযতীন নাম কে পরিচিতি লাভ করেছিলেন – যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
- কবে দ্বৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটে – ১৭৭২ সালে
- বিধবা বিবাহ আইন কবে চালু করা হয়েছিল – ১৮৫৬ সালে
- রেগুলেটিং আইন কবে পাস্ হয়েছিল – ১৭৭৩ সালে
- মিউনিখ চুক্তি কত সালে স্বাক্ষরিত করা হয় – ১৯৩৮ সালে
- মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল – ১৯০৬ সালে
- কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল – ১৭৮৪ সালে
- কে সিদ্ধার্থ নামে পরিচিত – গৌতম বুদ্ধ
- গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন – সারনাথ
- কে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন – লর্ড বেন্টিংক
- জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল – ১৯৪৫ সালে
- গদর দলের প্রতিষ্ঠাতার নাম কি – লালা হরদয়াল
- ব্রিটিশ পার্লামেন্ট কত সালে ভারত শাসন আইন পাস্ কয়েছিল – ১৭৭৩ সালে
- কবে বঙ্গভঙ্গ রড করা হয়েছিল – ১৯১১ সালে
- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয় – ১৯১১ সালে
- ময়ূর সিংহাসন কার জন্য নির্মান করে হয় – শাহাজান
- কে লোকনায়ক নামে পরিচিত – জয়প্রকাশ নারায়ণ
- বিক্ষমাদিত্য নামে কে পরিচিতি ছিলেন – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- শেরশাহের আমলে প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি – মোহর
- আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু কি নামকরণ করেছিলেন – শহীদ দ্বীপ
- কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্টিত করা হয়েছিল – ১৮৩৫ সালে
- কোন দেশের লোকেদের ওলন্দাজ বলা হয় – হল্যান্ড
- কে বল্লভভাইপ্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন – মহাত্মা গান্ধি
- পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন – রহমত আলি
- সংগ্রামই জীবন সংগ্রামহীনতা মৃত্যু এটি কার উক্তি – স্বামী বিবেকানন্দ
- অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য – গুপ্ত
- হান্টার কমিশন এর রিপোর্ট কত সালে প্রকাশিত করা হয়েছিল – ১৯১৯ সালে
- রাওলাট কমিটি কত সালে গড়ে উঠেছিল – ১৯১৭ সালে
- রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক বলে আখ্যা দিয়েছিল – রাজা রামমোহন রায়
- তৈমুর লং কবে ভারতে আসেন – ১৩৯৮ সালে
- গীতগোবিন্দ কাব্য কে রচনা করেন – বল্লাল সেন
- মুঘল সাম্রাজ্যে পতনের জন্য কাকে দায়ী করা হয়েছিল – ঔরঙ্গজেব