বিভিন্ন মহাদেশের সম্পর্কিত তথ্য (Information about Different Continents)
Published Date : 19-11-25
322 Views

এশিয়া :

  • আয়তন – ৪,৪০,০৮,০০০ বর্গ কিমি।
  • সর্বাধিক দূরত্ব – পূর্ব ও পশিমে ৯,৭০০ কিমি, উত্তর ও দক্ষিণে ৮,৬৯০ কিমি।
  • উপকূলরেখা – ১২৯,০৭৭ কিমি।
  • দেশের সংখ্যা – ৪৭ টি।
  • উচ্চতম শৃঙ্গ – মাউন্ট এভারেস্ট (৮,৮৫০ মিটার)।
  • গভীরতম অঞ্চল – লোহিত সাগরের তলদেশ।
  • প্রধান প্রধান পর্বত শ্রেণী – আলতাই, এলবুর্জ, হিমালয়, হিন্দু কুশ, কারাকোমার, কুনকুল, কুইলিয়ান, কুইন লিং, তিয়ান শান।
  • প্রধান প্রধান নদী – আমুর, ব্রহ্মপুত্র, ইউফ্রেটিস, গঙ্গা, সিন্ধু, ইরাবতী, লিনা, টাইগ্রিস।
  • প্রধান প্রধান মুরুভুমি – গোবি, কারাকুম, কিজিলকুম, তাকলিমাকান।

ইউরোপ :

  • আয়তন – ১০৩,৯৮,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ৪৩ টি ।
  • সর্বাধিক দূরত্ব – পূর্ব ও পশ্চিমে ৬,৪০০ কিমি, উত্তর ও দক্ষিণে ৪,৮০০ কিমি।
  • উপকূলরেখা – ৬০,৯৭৩ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – মাউন্ট এলব্রুস  ( ৫,৬৪২ মিটার )।
  • গভীতম অঞ্চল – কাস্পিয়ান সাগরের তলদেশ।
  • প্রধান পর্বতশ্রেণী – আল্পস, অ্যাপেনিনেস, বলকান্স, কারপাথিয়ান্স, সিয়েরা, নেভাদা।
  • প্রধান নদী – দানুব, ডন, এলবে, রাইনে, রোনে, ভলগা, সিয়েনে।
  • প্রধান হ্রদ – কাস্পিয়ান সাগর, লাডোগা।
  • প্রধান দ্বীপপুঞ্জ – গ্রেট ব্রিটেন, আইসল্যান্ড, মাল্টা, সিসিলি আয়ারল্যান্ড ।

আফ্রিকা :

  • আয়তন – ৩,০১,৯০,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ৫৪ টি।
  • সর্বাধিক দূরত্ব – ৭,৫৬৪ কিমি, উত্তর দক্ষিণে ৮,০৪৭ কিমি।
  • উপকূলরেখা – ৩৩,৮৮৮ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – কিলিমাঞ্জারো (৫,৮৯২ মিটার)
  • গভীরতম অঞ্চল – লেক আসাল
  • প্রধান পর্বতশ্রেণী – আহ্গার, টিবেসটি, রুয়েনজুরি।
  • প্রধান নদী – কঙ্গো, লিমপোপো, নাইজের, নীল।
  • প্রধান হ্রদ – আলবার্ট, চাঁদ, নায়াসা, টুরকানা, ভিক্টোরিয়া।
  • প্রধান মুরুভুমি – কালাহারি, সাহারা, নামিব।

দক্ষিণ আমেরিকা :

  • আয়তন – ১,৭৮,৬৮,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ১২ টি।
  • সর্বাধিক দুরত্ব – পুর্ব ও পশ্চিমে ৫,১৫০ কিমি, উত্তর ও দক্ষিণে ৭,৬৪৫ কিমি।
  • উপকূলরেখা – ৩২,০০০ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – অ্যাকোনকাগুয়া (৬,৯৫৯ কিমি)।
  • গভীতম অঞ্চল – ভালদেস পেনিনসুলা।
  • প্রধান পর্বতশ্রেণী – আন্দেজ, ব্রাজিলিয়ান হাইল্যান্ড।
  • প্রধান নদী – আমাজন, মাদেইরা, ম্যাগদালিনা,ওরিনোক, প্যারাগুয়ে, পারানা, পুরুস, সাও ফ্রান্সিসকো, উরুগুরে।
  • প্রধান উপসাগর – দারিয়েন, গুয়াকুইল, সান জর্জ, সান মাটিয়ান, ভেনেজুয়েলা।
  • প্রধান দ্বীপপুঞ্জ – ফকল্যান্ড, গালাপাগোস, মারাজো, তিয়েরা ডেল ফুয়েগো।
  • প্রধান হ্রদ – মারাকাইবো, মিরিম, পোপো, টিটিকাকা।
  • প্রধান মুরুভুমি – আটাকামা, পাটাগোনিয়া।
  • প্রধান জলপ্রপাত – অ্যাঞ্জেল, ক্যুকুয়েন।

উত্তর আমেরিকা :

  • আয়তন – ২,৪২,০৮,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ২৩ টি।
  • সরবাধিক দুরত্ব – পূর্ব ও পশ্চিম ৬,৪০০ কিমি, উত্তর ও দক্ষিণ ৭,২০০ কিমি।
  • উপকূলরেখা – ৩,০০,০০০ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – ম্যাকিনলে (৬,১৯৪ মিটার)।
  • গভীরতম অঞ্চল – ডেথ ভ্যালি।
  • প্রধান পর্বতশ্রেণী – আলাষ্কা,ক্যাশকেড, রকি, সিয়েরা মাদ্রি, সিয়েরা নেভাদা।
  • প্রধান নদী – কলোড়ার, কলম্বিয়া, পিসিসিপি, মিসৌরি, লেনসন, ওহিয়ো, সেন্ট লরেন্স ইউকোন।
  • প্রধান হ্রদ – এরি, গ্রেট সল্ট, গ্রেট বিয়ার, হুরন, অন্টারিও, সুপিরিয়র।
  • প্রধান মুরুভুমি – গ্রেট বেসিন, মোজাভে পেন্টেড, জুমা।
  • প্রধান জলপ্রপাত – নায়াগ্রা, রিববন, সিলভার, স্ট্র্যান্ড,ইয়োসেমিটো।

ওশিয়ানিয়া :

  • আয়তন – ৭৬,৯২,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ১৪ টি।
  • সর্বাধিক দূরত্ব – পূর্ব-পশ্চিমে ৩,৯৮৩ কিমি, উত্তর-দক্ষিণ ৩,১৩৮ কিমি।
  • উপকূলরেখা – ৫৯,৭৩৬ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – মাউন্ট কসিউসকো (২,২২৮ মিটার)
  • গভীরতম অঞ্চল – লেক আয়ার।
  • প্রধান পর্বতশ্রেণী – অস্ট্রেলিয়ান আল্পস, ম্যাকডোলেন, মাসগ্রেভ আয়েরস।
  • প্রধান নদী – মারে ডার্লিং।
  • প্রধান হ্রদ – আয়ের, টোরেন্স, গার্ডিয়ার, ফ্রোম।

আন্টার্কটিকা :

  • আয়তন – ১,৪০,০০,০০০ বর্গ কিমি।
  • দেশের সংখ্যা – ৫৪ টি।
  • সর্বোচ্চ দুরত্ব – ৫,৫৫০ কিমি।
  • উপকূল রেখা ৩১,৯০০ কিমি।
  • উচ্চতম শৃঙ্গ – ভিনসন ম্যাসিফ।
  • গভীরতম অঞ্চল – সমুদ্রপৃষ্ঠ।
  • প্রধান পর্বতশ্রেণী – আন্টার্কটিক পেনিনসুলা, প্রিন্স চার্লস, হুইট্টম।
  • প্রধান হিমবাহ – ল্যাম্বার্ট,বেনিক,সাপোর্ট,ফোর্স বেডমোর।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments