Published Date : 20-05-13
251 Views
- “লোকহিতবাদী” আখ্যা কাকে দেওয়া হয়েছিল – গোপাল হরি দেশমুখ
- কত জন বিদেশী বিভিন্ন সময়ে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন – ৬ জন
- “স্বদেশ বান্ধব” সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন – অশিনী কুমার দত্ত
- ব্রিটিশ সরকারের কাছে কে প্রথম ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন – রাম গোপাল ঘোষ
- ফরিদফুরের কাজী শরিয়ত উল্লাহ প্রতিষ্ঠিত ওয়াহাবি সম্প্রদায়ে কবে প্রথম সশস্ত্র বিদ্রোহ করেছিল – ১৮৩১ সালে
- “পাগলা পন্থী বিদ্রোহ” কোন বছর হয়েছিল – ১৮৩২ সালে
- ওড়িশায় “পাইক বিদ্রোহ” কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল – বক্সি জগবন্ধু
- দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন – গোবর্ধন দিকপতি
- ব্রিটিশের বিরুদ্ধে খাসি অদিবাসি বিদ্রোহের নেতা কে ছিলেন – বাবু ভাঙ্গরে
- কত সালে নবাব মিরকাশিমের মৃত্যু ঘটে – ১৭৭৭ সালে
- ভারতে প্রথম সত্যাগ্রহের আন্দোলন কোন বছর ঘটেছিলো – ১৯০৯ সালে
- অশিনী কুমার দত্ত কোন বছর প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির অধিবেশনের সভাপতিত্ব করেন – ১৯১৩ সালে
- বাংলা ভাষার সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ইতিহাস আলোচনার প্রবর্তক কে – অক্ষয় কুমার মৈত্র
- জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির একজন সদস্যের নাম হল – মতিলাল নেহেরু
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট কবে জমা দেওয়া হয়েছিল – ১৯২০ সালে
- জাতীয় বিশ্ববিদ্যলয় এর প্রথম উপাচার্য কে ছিলেন – কিরণশঙ্কর রায়
- উত্তরপাড়া শিল্প সমিতি কে গঠন করেছিলেন – অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
- সভাষচন্দ্র বসুকে কোন বছর গ্রেপ্তার করে মান্দালয় জেলে পাঠানো হয়েছিল – ১৯২৪ সালে
- কোন বিদ্রোহের অপর নাম প্রথম স্বাধীনতা যুদ্ধ – মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ
- লেবার স্বরাজ পার্টি কোন বছর গঠন করা হয়েছিল – ১৯২৫ সালে
- কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন তৈরিতে কে প্রথম উদ্যেগ নেন – মহাত্মা গান্ধী
- নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯২৭ সালে
- ঐতিহাসিক চটকল ধর্মঘট কোন বছর হয়েছিল – ১৯২৯ সালে
- লবন আইন ভঙ্গের জাতীয় সপ্তাহ কবে পালন হয় – ৬-১৩ এ এপ্রিল
- “নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯৩৬ সালে
- ভারত ছাড়ো আন্দোলনের সময় বঙ্গ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন – শ্যামা প্রসাদ মুখার্জ্জী