Published Date : 20-05-13
276 Views
- নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘের প্রথম সভাপতি ছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুর
- আজাদ হিন্দ বাহিনীর পূর্বের নাম কি ছিল – ভারতীয় জাতীয় বাহিনী
- সুভাষচন্দ্র বসু কবে ঝাঁসি রানী বাহিনী গঠন করেছিলেন – ১৯৪৩ সালে
- জনগণমন অধিনায়ক গানটি কবে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল – ১৯৪৩ সালে
- ত্রিপুরায় অধিবাসী রিয়াং বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল – ১৯৪২ সালে
- পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ও ডায়ারকে কে হত্যা করেছিলেন – উধম সিং
- র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গড়েন – মানবেন্দ্রনাথ রায়
- মুসলিম লিগের কোন অধিবেশনে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের প্রস্তাব গৃহীত হয়েছিল – লাহোর অধিবেশন
- মহাত্মা গান্ধী কবে আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয়েছিল – ১৯২২ সালে
- বাঘা যতীনের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল – ১৯১৫ সালে
- প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল – ১৯১৫ সালে
- উধম সিংহের ফাঁসি কবে হয়েছিল – ১৯৪০ সালে
- মনিপুরের মৈরাংয়ে কবে প্রথম তেরঙ্গা পতাকা তোলা হয় – ১৯৪৪ সালে
- মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের নতুন ভারত শাসন আইন কবে চালু করা হয় – ১৯২১ সালে
- সর্দার বল্লভভাই প্যাটেল কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন – ১৯৩১ সালে
- মহাত্মা গান্ধী কবে থেকে জওহরলাল নেহেরু কে তার উত্তরাধিকারী করেন – ১৯৪২ সালে
- ভারতে মহাবিদ্রোহ কবে থেকে শুরু হয় – ১৮৫৭ সালে
- সিপাই বিদ্রোহে সময় সিপাইরা কাকে হিন্দুস্থানের সম্রাট বলে থাকতেন – দ্বিতীয় বাহাদুর শাহ
- পলিগার বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল – ১৭৮৩ সালে
- পাইক বিদ্রোহ কবে সংঘঠিত হয় – ১৮১৭ সালে
- কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় – ১৮৫৭ সালে
- ওয়াহাবি শব্দের অর্থ কি – নবজাগরণ
- কবে শোলপুর বিদ্রোহ শুরু হয়েছিল – ১৮৫২ সালে
- কত সালে লার্ক বিদ্রোহ শুরু হয় – ১৮৬৩ সালে
- ইন্ডিয়া হাউস সংগঠন কবে তৈরী হয়েছিল – ১৯০৫ সালে
- কলকাতা প্রথম ছাত্র ধর্মঘট কবে হয়েছিল – ১৯২১ সালে
- সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার মেয়র পদে নিযুক্ত হয়েছিলেন – ১৯৩০ সালে