বিজ্ঞানের ব্যবহৃত যন্ত্র ও তার ব্যবহার (Instruments Used In Science and Their Utilities)
Published Date : 18-12-30
379 Views
যন্ত্র ব্যবহার
অ্যাবসপশমিটার তরলের মধ্যে গ্যসের দ্রাব্যতা পরিমানের যন্ত্র।
অ্যাক্সলেরোমিটার ত্বরন বা কম্পন পরিমাপের যন্ত্র।
অ্যাসিডিমিটার অম্লরে ঘনত্ব পরিমাপের যন্ত্র।
অ্যাকটিনোমিটার আপতিত বিকিরন পরিমাপের যন্ত্র।
এরোমিটার গ্যাসের ওজন বা ঘনত্ব পরিমাপের যন্ত্র।
অ্যালকহলোমিটার দ্রবনের অ্যালকহলের অনুপাত পরিমাপের যন্ত্র।
অলটিমিটার   উচ্চতা পরিমাপের যন্ত্র।
অ্যামিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপেরে যন্ত্র।
অ্যানেমোগ্রাফ বায়ু প্রবাহের চাপ ও গতিবেগ পরিমাপের যন্ত্র।
অ্যারিওমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র।
আর্থস্কোপ অভ্যন্তরীণ হাড়ের সন্ধি পরীক্ষা করার যন্ত্র।
অ্যাটমিটার বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপের যন্ত্র।
অডিওমিটার কর্ণদ্বারা উপলব্ধির তীক্ষ্ণতা পরিমাপের যন্ত্র।
অক্সেমিটার বিবর্ধন ক্ষমতা পরিমাপের যন্ত্র।
ব্যারোগ্রাফ বায়ুরচাপ লিপিবদ্ধ করার যন্ত্র।
ব্যারোস্কপ আবহ কাঁচ ।
ব্যারোমিটার বায়ুরচাপ পরিমাপের যন্ত্র।
বোলোমিটার   বিকীর্ণ শক্তি বা অবলোহিত আলোর পরিমাপের যন্ত্র
ব্রঙ্কোস্কোপ শ্বাসনালীর পরীক্ষার যন্ত্র
ক্যালোরিমিটার শোষিত বা উদ্ভুদ তাপ পরিমানের যন্ত্র
কার্ডিওগ্রাফ   হৎৃপিণ্ডের গতিপ্রকৃতি লিপিবদ্ধ করার যন্ত্র
ক্যাথেটোমিটার ক্ষুদ্র উল্লম্ব দূরত্ব পরিমাপের যন্ত্র
সিলোমিটার পৃথিবি উপরে মেঘের উচ্চতা নির্ণয়ের যন্ত্র
সেরাউনোমিটার   বজ্রপাত এবং বিদ্যুৎ লিপিবদ্ধ করার যন্ত্র
ক্লোরোমিটার একটি দ্রবণের ক্লোরিনের পরিমাণ যন্ত্র
ক্লোনোগ্রাফ কোনও ঘটনার মুহূর্ত লিপিবদ্ধ করার যন্ত্র
ক্রোনোমিটার সময় পরিমাপের যন্ত্র
ক্রোনোস্কোপ খুব ছোটো সময়রে ব্যবধানের পরিমানের যন্ত্র
ক্লিনোমিটার ঢাল ও উচ্চতা পরিমাপের যন্ত্র
কলরিমিটার রঙ নির্ধারণ এবং পরিমাপের যন্ত্র
কুলম্বমিটার তড়িতাধান পরিমাপের যন্ত্র
ক্র্যানিওমিটার করোটি পরিমানের যন্ত্র
ক্র্যাটোমিটার বিবর্ধন ক্ষমতা পরিমাপের যন্ত্র      
ক্রাইওমিটার নিম্ন তাপমাত্রা পরিমাপের যন্ত্র
ক্লাইওস্কোপ পদার্থের হিমাঙ্ক নির্ণয়ের যন্ত্র
সায়ানোমিটার আকাশ ও মহাসাগরের আসমানি রঙের গাঢ়ত্ব পরিমাপের যন্ত্র
সাইক্লোমিটার   চাকার আবর্তন পরিমাপের যন্ত্র
সাইক্লোগ্রাফ কম্পাস ছাড়া বৃত্তের চাপ বর্ণনা করার যন্ত্র
সাইমোমিটার বৈদ্যুতিক তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপের যন্ত্র
সাইটোমিটার কোষ গণনার যন্ত্র
ডেসিলেরোমিটার মন্দীভবন (deceleration) পরিমাপের যন্ত্র
ডেক্লিনোমিটার চৌম্বক বিনতি পরিমাপের যন্ত্র
ডেনড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র
ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমানের যন্ত্র
ডেনসিটোমিটার আলোকীয় বা ফটোগ্রাফিক ঘনত্ব পরিমাপের যন্ত্র
ডায়াগোমিটার তড়িৎ পরিবাহিতা পরিমাপের যন্ত্র
ডায়াপটমিটার     চোখের ফোকাস বা প্রতিসরন পরিমাপের যন্ত্র
ড্রোমোমিটার দ্রুতি (speed) পরিমাপের যন্ত্র
এফিশিওমিটার গ্যাস সমূহের আণবিক ওজন তুলনা কারার যন্ত্র
এলাট্রোমিটার গ্যাসীয় চাপ পরিমানের যন্ত্র
ইলেক্ট্রো কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার যন্ত্র
ইলেক্ট্রোএনসেফালোগ্রাফ মস্তিষ্কের তড়িৎ স্পন্দন পরিপামের যন্ত্র
ইলেক্ট্রোমিটার তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র
ইলেক্ট্রোমায়োগ্রাফ স্নায়ু ও পেশি সম্পর্কিত অসঙ্গতি নির্ণয় করার যন্ত্র  
ইলেক্ট্রোরেটিনোগ্রাফ রেটিনার মধ্যে তড়িৎ ক্রিয়াকলাপ পরিমাপের যন্ত্র
ইলেক্ট্রোস্কোপ শরীরের মধ্যে তডিতাধান উদঘাটন করার যন্ত্র
এনসেফালোগ্রাফ মস্তিষ্কের ছবি লিপিবদ্ধ করার যন্ত্র
এন্ডোস্কোপ ফাঁকা অরগ্যানের অভ্যন্তরীণ দেখার যন্ত্র
এরগোমিটার কার্য সম্পাদন পরিমাপের যন্ত্র
এরিওমিটার অতিক্ষুদ্র ব্যাসার্ধগুলি পরিমাপের যন্ত্র
ইউডিওমিটার বায়ুর শুদ্ধতা পরিমানের যন্ত্র
এভাপোরিমিটার বাষ্পীভবনের মাত্রা পরিমাপের যন্ত্র
ফ্যাদোমিটার শব্দের সাহায্য জলের নিচের গভীরতা পরিমাপের যন্ত্র
ফ্লোমিটার প্রবাহী তরলের ধর্ম পরিমাপের যন্ত্র
ফোসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র
গ্যলভানোমিটার তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র
গ্যাসোমিটার গ্যাস সুমহ্যকে ধরে রাখার ও পরিমাপের যন্ত্র
গ্যাস্টোমিটার পাকস্থলী অভ্যন্তরীণ পরীক্ষার যন্ত্র
গাইরোগ্রাফ চাকার আবর্তন সংখ্যা গণনার যন্ত্র
হ্যাপটোমিটার স্পর্শের সংবেদন মাত্রা পরিমাপের যন্ত্র
হেলিওগ্রাফ সূর্যরশ্মির তীব্রতা পরিমাপের যন্ত্র
হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপের যন্ত্র
হেলিওস্কোপ চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র
হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র
হাইড্রোস্কোপ জলের নীচ দেখার যন্ত্র
হাইড্রোটিমিটার জলের ক্ষরতা পরিমাপের যন্ত্র
হাইটোমিটার ব্রিস্তিপাত পরিমাপের যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র
হাইগ্রোস্কোপ বায়ুর আর্দ্রতা পরিবর্তন প্রদর্শনের যন্ত্র
ইন্টারফেরোমিটার আলোর বর্ণালি বিশ্লেষণের যন্ত্র
আইরিস্কোপ প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুতির বর্ণালি প্রদর্শনের  
কেরাটোমিটার কর্নিয়ার (Cornea) বক্রতা পরিমাপের যন্ত্র
কোনিমিটার বায়ুতে ধূলিকণার পরিমাপের যন্ত্র
কিমোগ্রাফ প্রবাহী তরলের চাপ লিপিবদ্ধ করার যন্ত্র
ল্যাকটোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের যন্ত্র
ল্যাকটোস্কোপ দুধের শুদ্ধতা এবং গাঢ়তা পরিমাপের যন্ত্র
ল্যানামিটার পশমের গুণমান পরিমাপের যন্ত্র
ল্যারিঙ্গোস্কোপ স্বর যন্ত্রের অভ্যন্তর পরীক্ষার যন্ত্র
লুসিমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র
লাক্সমিটার দীপন (illumination) পরিমাপের যন্ত্র
ম্যাগনেটোমিটার চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিমাপের যন্ত্র
ম্যানোমিটার চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিমাপের যন্ত্র
মেটিওরোগ্রাফ বিভিন্ন প্রকার আবহ পর্যবেক্ষণ করার যন্ত্র
মাইক্রোমিটার ক্ষুদ্র দূরত্ব পরিমাপের যন্ত্র
মাইক্রোনোমিটার স্বল্প সময়ের ব্যবধানের পরিমাপের যন্ত্র
মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র
মিলিঅ্যামিটার অতি স্বল্প তড়িৎ প্রবাহ লিপিবদ্ধ করার যন্ত্র
মাইওগ্রাফ পেশীর সংকোচন লিপিবদ্ধ করার যন্ত্র
নেফেলেমিটার মেঘাচ্ছতা পরিমাপের যন্ত্র
নেফোস্কোপ মেঘের দিক এবং গতিবেগ পর্যবেক্ষণের যন্ত্র
ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র
ওমহমিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র
অলফ্যাকটোমিটার বস্তুর গন্ধের তীব্রতা পরিমাপের যন্ত্র
ওমব্রমিটার বৃষ্টিমাপক যন্ত্র
ওঙ্কমিটার আভ্যন্তরীণ অঙ্গ সমূহের আকার পরিবর্তনের পরিমাপের যন্ত্র
উমিটার ডিম্বক পরিমাপের যন্ত্র
অপথ্যালমোস্কোপ চক্ষু পরিমাপের যন্ত্র
অপটোমিটার দৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র
অরকিডোমিটার অণ্ডকোষের আয়তন পরিমাপের যন্ত্র

cloudquiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments