২০২০ তে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের তালিকা
Published Date : 21-01-22
155 Views
  • ২০২০ তে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের তালিকা :-
নাম দেশ বিভাগ কৃতিত্ব
লুইস গ্লাক আমেরিকা যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তা।
হার্ভে জে আল্টার মার্কিন যুক্তরাষ্ট্র চিকিৎসা বিজ্ঞানে নোবেল হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার।
চার্লস এম রাইস মার্কিন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার।
মাইকেল হাউটন ব্রিটিশ বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার।
পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থনীতিতে নোবেল নতুন নিলাম তত্ত্ব এবং উন্নত পদ্ধতি আবিষ্কারের জন্য।
রেনহার্ড গেঞ্জেল জার্মান পদার্থবিজ্ঞানে নোবেল মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য মহাকাশে ছায়াপথের কেন্দ্রে সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য।
আন্দ্রেয়া ঘেজ মার্কিনবিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য মহাকাশে ছায়াপথের কেন্দ্রে সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য।
রজার পেনরোজ ব্রিটেন পদার্থবিজ্ঞানে নোবেল মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য মহাকাশে ছায়াপথের কেন্দ্রে সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য।
বিশ্ব খাদ্য কর্মসূচির (World Food Programme ) ———- শান্তি নোবেল বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে ,যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়ার বাধা দেওয়ার জন্য।
এমানুয়েল কার্পেন্তিয়ের ফ্রান্স রসায়ন বিজ্ঞানে নোবেল জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী প্রযুক্তিটি তৈরী করেছেন :-তার নাম ক্রিসপার বা ক্যাস নাইন জেনেটিক ছুরি।
জেনিফার এ .দোদনা আমেরিকা যুক্তরাষ্ট্র রসায়ন বিজ্ঞানে নোবেল জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী প্রযুক্তিটি তৈরী করেছেন :-তার নাম ক্রিসপার বা ক্যাস নাইন জেনেটিক ছুরি।

 

 

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments