প্রাণীদের গমনাঙ্গ ও গমন পদ্ধতি (Locomotion of Animals)
Published Date : 19-04-14
1325 Views

প্রাণীদের গমন অঙ্গ সম্পর্কে সাধারণ ধারণা:

গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে। গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ , তারা মাছের টিউব-ফীট , কেঁচোর সিটি , হাইড্রার কর্সিকা , অ্যামিবার ক্ষনপদ , ইউগ্লিনার ফ্লাজেলা , প্যারামিসিয়ামের সিলিয়া ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ।

প্রাণীদের গমন অঙ্গের সঙ্গে যুক্ত থাকা বিশেষ ধরনের পেশী।মেরুদণ্ডী প্রাণীরা সাধারণত ওই পেশীর গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। মেরুদণ্ডী প্রাণীদের অস্থি ও অস্থি সংলগ্ন পেশী গমনে বিশেষ ভুমিকা গ্রহন করে।

প্রাণী গমন অঙ্গ গমন পদ্ধতি
অ্যামিবা ক্ষণপদ অ্যামিবয়েড
পাখী পা ও ডানা উড়া,হাঁটা
মাছ পাখনা সাঁতার
টিকটিকি পা ক্রলিং
শামূক মাংসল পদ স্লিপিং
মানুষ পা এবং হাত হাঁটা,দৌড়,সাঁতার
তারামাছ কিউব ফিট লুপিং
আরশোলা পা ও ডানা হাঁটা ও উড়া
ব্যাঙ পা ক্রলিং ও সাঁতার এবং লাফিয়ে চলা
কেঁচো সিটা ক্রিপিং
হাইড্রা কর্সিকা লুপিং,সামার সল্টিং
প্যারামিসিয়াম সিলিয়া সিলিয়ারি গতি
ইউগ্লিন ফ্লাজেলা ফ্লাজেলিয় গতি

cloudquiz

2.5 2 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments