জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন (Nationalism and Reform Movements)
Published Date : 19-12-16
228 Views
  • এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত – ১৭৮৪ সালে
  • এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন – উইলিয়াম জোন্স
  • শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কে প্রতিষ্ঠা করেন – উইলিয়াম কেরি
  • কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি – সঞ্জীবনী
  • মিত্রমেলা কে প্রবর্তন করেন – বিনায়ক দামোদর সাভাকর
  • ক্যালকাটা মেডিকেল কলেজ কত সালে ১৮৩৫ সালে
  • কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল – ১৮৫৭ সালে
  • আধুনিক ভারতের জনক কাকে বলা হয় – রাজা রামমোহন রায়
  • সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাস্ হয় – ১৮২৯ সালে
  • নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন – কেশবচন্দ্র সেন
  • বর্তমান ভারত কে রচনা করেন – স্বামী বিবেকানন্দ
  • উনিশ শতকে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন – স্বামী দয়ানন্দ সরস্বতী
  • ‘সত্যার্থ প্রকাশ’ কে রচনা করেন -স্বামী দয়ানন্দ সরস্বতী
  • দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয়েছিল – ১৮৭৮ সালে
  • ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল – ১৮৮৫ সালে
  • বিধবাবিবাহ আইন কত পাস্ করা হয় – ১৮৫৬ সালে
  • উনিশ শতকের শেষ দিকে প্রকাশিত একটি স্বদেশী সংবাদপত্রের নাম কি – প্রভাকর
  • কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা রদ করেছিলেন – উইলিয়াম বেন্টিংক
  • হিন্দু কলেজের বর্তমান নাম কি – প্রেসিডেন্সী কলেজ
  • ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি – কলকাতা বিশ্ববিদ্যালয়

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments