বিভিন্ন ধরণের খেলোয়াড়দের ডাকনাম (মিক্সড ইভেন )
Published Date : 21-01-23
188 Views

 

  • ক্রিকেটার
             আসল নাম                          ডাকনাম
শচীন তেন্ডুলকর (ভারত ) লিটল মাস্টার।
সৌরভ গাঙ্গুলি (ভারত ) প্রিন্স অব ক্যালকাটা ,দাদা ।
গৌতম গম্ভীর (ভারত ) গৌতি।
মহেন্দ্র সিং ধোনি(ভারত ) মাহি ,ক্যাপ্টেন কুল।
রোহিত শর্মা (ভারত ) হিটম্যান।
শচিন তেন্ডুলকর (ভারত ) দ্য গড অফ ক্রিকেট।
রণজিৎ শিঞ্জি(ভারত ) রঞ্জি ,ব্ল্যাক প্রিন্স।
সুভাষ গুপ্তে(ভারত ) ফার্গি।
দিলীপ ভেংসরকার(ভারত ) কলোনেল,ছোটে নওয়াব।
মনসুর আলী খান পতৌদি(ভারত ) টাইগার।
কুমার শ্রী দুলীপ শিঞ্জি(ভারত ) দুলীপ ,মি .স্মিথ।
অংশুমান গায়কোয়ার(ভারত ) চার্লি।
বিজয় মাঞ্জরেকার(ভারত ) দ্য ওয়ান্ডারার।
শিখর ধাওয়ান (ভারত ) গব্বর।
চেতশ্বর পূজারা (ভারত ) চিন্টু।
অজিঙ্কা রাহানে (ভারত ) জিঙ্কস।
মুরলি বিজয় (ভারত ) মঙ্ক।
সেলিম মালিক (পাকিস্তান ) ম্যান অফ ক্রাইসিস।
ইমরান খান (পাকিস্তান ) কিং খান।
মুস্তাক আহমেদ (পাকিস্তান ) মুসি।
শাহিদ আফ্রিদি (পাকিস্তান ) বুম বুম আফ্রিদি ,লালা।
শোয়েব আখতার (পাকিস্তান ) রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
উমর গুল(পাকিস্তান ) বুলডোজার।
মহম্মদ হাফিজ (পাকিস্তান ) ডি .এক্স ,প্রফেসর।
সৈয়দ আজমল (পাকিস্তান ) দ্যা ম্যাজিশিয়ান।
মুদাসসর নজর (পাকিস্তান ) ম্যান উইথ দ্যা গোল্ডেন আর্ম।
ওয়াকার ইউনিস (পাকিস্তান ) ভুরেওয়ালা এক্সপ্রেস।
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া ) পুপ।
ডন ব্যাডম্যান (অস্ট্রেলিয়া ) দ্যা ডন।
ব্রাড হগ (অস্ট্রেলিয়া ) ডজ বল।
মাইকেল জনসন (অস্ট্রেলিয়া ) মিজ,নোচ।
ডারেন লেমন (অস্ট্রেলিয়া ) বুফ।
অ্যালান বর্ডার(অস্ট্রেলিয়া ) এবি,ক্যাপ্টেন গ্রাম্পি।
গ্রেগ রিচি (অস্ট্রেলিয়া ) ফ্যাট ক্যাট।
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া ) পিজিয়ন।
ব্রুস রীড (অস্ট্রেলিয়া ) থিন বল পেনসিল।
স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া ) আইসম্যান।
জন বুকানন (অস্ট্রেলিয়া ) নেদ ফ্লান্ডার।
সাইমন ক্যাটিচ (অস্ট্রেলিয়া ) ক্যাট।
জিসেন জিলেপসি (অস্ট্রেলিয়া) ডিজি।
ব্রেট লি (অস্ট্রেলিয়া ) বিং ,দ্য স্পিডস্টার।
জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া ) অ্যালফি।
মার্ক ওয়া (অস্ট্রেলিয়া ) জুনিয়র।
মার্ভ হিউজ (অস্ট্রেলিয়া ) ফ্রুট ফ্লাই।
অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া ) গিলি।
ক্রেগ ম্যাথুজ (অস্ট্রেলিয়া ) ব্যাগেল।
মাইকেল ক্যাসপ্রোউইচ (অস্ট্রেলিয়া ) ক্যাসপার।
মাইকেল হাসি (অস্ট্রেলিয়া ) মিস্টার ক্রিকেট ,হাস।
ইয়ান বেল (ইংল্যান্ড ) বেলি ,দ্য সারমিনেটর।
বব উইলিস (ইংল্যান্ড ) সোর্ড ফিস।
ইয়ান বথাম (ইংল্যান্ড ) গাই দ্য গোরিল,বিফি।
ফিলিপ ডিফেটাস (ইংল্যান্ড ) হাফ চকোলেট।
মাইক আথারটন (ইংল্যান্ড ) আয়রন মাইক ,ককরোচ,ড্রোডি।
মাইকেল ভন(ইংল্যান্ড) ভার্জিল।
জেমস অ্যান্ডারসন(ইংল্যান্ড ) দ্য বুমলি লারা।
জিওফ্রে বয়কট (ইংল্যান্ড ) ফিয়েরি ,থ্যাচ।
নাসির হুসেন(ইংল্যান্ড ) নাসোয়ান।
ডেভিড গাওয়ার (ইংল্যান্ড ) স্টোয়াট।
অ্যাসলে জাইলস (ইংল্যান্ড ) স্প্যাশ ,জিলো ,স্কিনি।
স্টিভ ফিন (ইংল্যান্ড ) দি ওয়াটফোর্ড ওয়াল।
স্টুয়াট ব্রড (ইংল্যান্ড ) ওয়েস্ট লাইফ।
অ্যান্ড্রু ফ্লিনটফ(ইংল্যান্ড ) ফ্রেডি।
জর্জ হ্যাডলি (ওয়েস্ট ইন্ডিজ ) কালো ব্র্যাডম্যান।
ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ ) সুপার ক্যাট।
অগাস্টিন লোগি (ওয়েস্ট ইন্ডিজ ) গ্যাস।
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ ) প্রিন্স।
ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ ) সুপার ক্যাট।

 

ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ ) স্মোকিং জো।
জোয়েল গার্নার(ওয়েস্ট ইন্ডিজ ) বিগ বার্ড।
মাইকেল হোল্ডিং (ওয়েস্ট ইন্ডিজ ) হুইস্পারিং ডেথ।
ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা ) জুলু।
গ্রেম পোলক(দক্ষিণ আফ্রিকা ) লিটল ডগ।
পল অ্যাডামস(দক্ষিণ আফ্রিকা ) ফ্রগ /ব্র্যান্ড।
মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা ) বুচ।
কলিন ব্ল্যান্ড (দক্ষিণ আফ্রিকা ) গোল্ডেন ঈগল।
অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা ) সাদা বিদ্যুৎ।
হার্সেল গিবস (দক্ষিণ আফ্রিকা ) স্কুটার।
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা ) কিলার মিলার।
গ্রেম হিক (দক্ষিণ আফ্রিকা ) আর্নি।
অ্যালান ডোলান্ড (দক্ষিণ আফ্রিকা ) হোয়াইট লাইটিং।
অন্ড্রু হাডসন(দক্ষিণ আফ্রিকা ) মুনি।
জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা ) ম্যারিটসবার্গ মাম্বা।
ব্রায়ান ম্যাকমিলান (দক্ষিণ আফ্রিকা ) বার্ট।
ন্যাথান অ্যাসলে (নিউজিল্যান্ড ) স্কুইরেল /পিস্তল।
ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড ) বাজ।
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড ) প্যাডেলস।

 

  •  ফুটবলার

 

             আসল নাম              ডাকনাম
গার্ড মূলার(জার্মানি ) ডার বম্বার।
অলিভার কান (জার্মানি ) ডার টাইটান
বরিস বেকার (জার্মানি ) বুম বুম।
লুকাস পোডোলস্কি (জার্মানি ) পোলডি।
ম্যানুয়েল ন্যুয়ের (জার্মানি ) স্ক্যানাপার।
ফ্রেঞ্চ বেকেনবাওয়ার (জার্মানি ) ডার কেইজার্।
লোথার ম্যাথাউস(জার্মানি ) ডালমেশিয়ান ম্যান।
গোস্ট পাল (ভারত ) চীনের প্রাচীর।
বিজয়ন (ভারত ) কালো হরিণ।
বাইচুং ভুটিয়া (ভারত ) পাহাড়ি বিছে।
সালভাদোর স্কিলাচি (ইতালি ) টোটো।
জিওভান্নি ত্রাপাত্তোনি (ইতালি ) দ্যা ট্র্যাপ।
পাওলো রোসি (ইতালি ) ড্রিবলিং ম্যানিয়াক।
ডেভিড ব্যাকহ্যাম(ইংল্যান্ড ) ফুটবলের আইনস্টাইন।
গর্ডন ব্যাঙ্কস (ইংল্যান্ড ) ব্যাঙ্কস অফ ইংল্যান্ড।
ভালদোরামা(কলম্বিয়া ) হোয়াইট গুলিট।
অ্যাসাপ্রিয়া (কলম্বিয়া ) সলসিটা।
রিনি হিগুইতা (কলম্বিয়া )- এল স্করপিয়ান।
জিকো (ব্রাজিল ) হোয়াইট পেলে।
পেলে (ব্রাজিল ) ফুটবল সম্রাট।
রোনাল্ডো(ব্রাজিল ) ফেনোমেনা।
গ্যারিঞ্চা (ব্রাজিল ) লিটল বার্ড ,ম্যানোয়েল।
লুইস ফিলিপ স্কোলারি(ব্রাজিল ) বিগ ফিল।
বেবেতো (ব্রাজিল ) ক্রাইং বেবি।
ক্রিশ্চিয়ান রোনাল্ডো (পর্তুগাল ) দ্যা কমান্ডার।
ইওসোবিও (পর্তুগাল) কালো চিতা/প্যান্থার।
গ্র্যাব্রিয়েল ব্যাতিস্তুতা (আর্জেন্টিনা ) বাতিগোল।
ওর্তেগা (আর্জেন্টিনা ) ছোট্ট মারাদোনা।
অ্যাঞ্জেল দি মারিও (আর্জেন্টিনা ) ফিদিও।
মহ: আলি (মার্কিন যুক্তরাষ্ট্র ) দ্য গ্রেটেস্ট।
ফেরেল পুসকাস (হাঙ্গেরী) গোল মেশিন।
ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরী ) দ্য গ্যালোপিন মেজর।
লেভ ইয়াসিন (রাশিয়া ) ব্ল্যাক স্পাইডার /ব্ল্যাক অক্টপাস।
ক্যাম্পোজ (ম্যাক্সিকো ) ফ্লুরোসেন্ট গোলকিপার।
জার্জে হাজি (রোমানিয়া ) মারাদোনা অব  কার্পেথিয়ান।
জাস্ট ফনটেন (ফ্রান্স ) জাস্টো।
লুইস সুয়ারেজ (উরুগুয়ে ) এল পিস্টোলেরো।
জাভিয়ের জেনেত্তি এল ট্রাক্টর বা দ্যা ট্রাক্টর।
ফার্নান্দো তোরেস এল নিনো বা দ্যা কিড।
পল স্কোলস ‘দ্যা জিনগার কিং ‘এছাড়াও একে ‘জিনগার নিঞ্জা ‘নাম ডাকা হত।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments