কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য (Notable Architecture in Kolkata)
Published Date : 19-03-16
218 Views
স্থাপত্য নক্সা- পরিকল্পনা অন্যান্য তথ্য
কোলকাতা যাদুঘর (১৯৩৭) ওয়াল্টার বি গ্রানভিল স্তম্ভগুলির করাস্থিয়ান রীতিতে নির্মিত।
বসু বিঙ্গান মন্দির (১৯১৭) জগদীশ চন্দ্র বসু (পরিকল্পনা) রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন।
এশিয়াটিক সোসাইটি (১৭৮৪) ক্যাপ্টেন লক (নক্সা) উইলিয়াম জোনস (সভাপতি, প্রতিষ্ঠাতা ) এই প্রতিস্থানে১৯১৪ সালে ভারতের কংগ্রেসের  গোড়া পত্তন করে।
জি.পি.ও (১৮৬৪) ওয়াল্টার গ্রানভিল (স্থাপিত) নব্য ক্লাসিক্যাল স্থাপত্য নিদর্শন।
জব চার্ণকের সমাধি (১৬৯৫) চার্লস আয়ার (নির্মাতা) রোমান ভাস্করের অনুকরনে নির্মিত
অ্যামিনিয়ান গির্জা পারস্যর গ্যাভস্তের স্থাপতি) কোলকাতা প্রাচীনতম গির্জা।
শহীদ মিনার (১৮৮৪) চার্লস নয়েল রবিনসন (নক্সা) উচ্চতা ১৫২ ফুট এবং সিঁড়ির ধাপ ১২৮টি মিশরীয় শিল্প রীতিতে নির্মিত।
রাজভবন (১৮০৩) রবার্ট অ্যাডাম(নির্মিতা) বর্তমানে রাজ্যপালের রাজভবন।
সেন্টএন্ড্র্র্রুজ গির্জা ড. ব্রাইস(পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা) ভিত্তিপ্রস্তর করেন লর্ড হেস্টিংস।স্তম্ভগুলি গ্রীসের ডোরিষ প্রদেশের শিল্পরীতিতে তৈরি।
অ্যালবার্ট হল কেশবচন্দ্র সেন উদ্যোক্তা ব্রিটিশ যুবরাজের কোলকাতাতে স্মরণীয় করার জন্য তৈরি করা হয়।
মহাজতি সদন (১৯৩৯) সুভাষচন্দ্র বসু (উদ্যোক্তা) ভিত্তিপ্রস্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

“জাতীয় নিকেতন ” বলে ।

cloudquiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments