Published Date : 19-03-16
218 Views
স্থাপত্য | নক্সা- পরিকল্পনা | অন্যান্য তথ্য |
কোলকাতা যাদুঘর (১৯৩৭) | ওয়াল্টার বি গ্রানভিল | স্তম্ভগুলির করাস্থিয়ান রীতিতে নির্মিত। |
বসু বিঙ্গান মন্দির (১৯১৭) | জগদীশ চন্দ্র বসু (পরিকল্পনা) | রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন। |
এশিয়াটিক সোসাইটি (১৭৮৪) | ক্যাপ্টেন লক (নক্সা) উইলিয়াম জোনস (সভাপতি, প্রতিষ্ঠাতা ) | এই প্রতিস্থানে১৯১৪ সালে ভারতের কংগ্রেসের গোড়া পত্তন করে। |
জি.পি.ও (১৮৬৪) | ওয়াল্টার গ্রানভিল (স্থাপিত) | নব্য ক্লাসিক্যাল স্থাপত্য নিদর্শন। |
জব চার্ণকের সমাধি (১৬৯৫) | চার্লস আয়ার (নির্মাতা) | রোমান ভাস্করের অনুকরনে নির্মিত |
অ্যামিনিয়ান গির্জা | পারস্যর গ্যাভস্তের স্থাপতি) | কোলকাতা প্রাচীনতম গির্জা। |
শহীদ মিনার (১৮৮৪) | চার্লস নয়েল রবিনসন (নক্সা) | উচ্চতা ১৫২ ফুট এবং সিঁড়ির ধাপ ১২৮টি মিশরীয় শিল্প রীতিতে নির্মিত। |
রাজভবন (১৮০৩) | রবার্ট অ্যাডাম(নির্মিতা) | বর্তমানে রাজ্যপালের রাজভবন। |
সেন্টএন্ড্র্র্রুজ গির্জা | ড. ব্রাইস(পরিকল্পনা ও প্রতিষ্ঠাতা) | ভিত্তিপ্রস্তর করেন লর্ড হেস্টিংস।স্তম্ভগুলি গ্রীসের ডোরিষ প্রদেশের শিল্পরীতিতে তৈরি। |
অ্যালবার্ট হল | কেশবচন্দ্র সেন উদ্যোক্তা | ব্রিটিশ যুবরাজের কোলকাতাতে স্মরণীয় করার জন্য তৈরি করা হয়। |
মহাজতি সদন (১৯৩৯) | সুভাষচন্দ্র বসু (উদ্যোক্তা) | ভিত্তিপ্রস্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
“জাতীয় নিকেতন ” বলে । |