এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট রেকর্ড
Published Date : 21-02-03
149 Views

এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট রেকর্ড:-

 

খেলোয়াড়ের নাম রেকর্ড দেশ সাল রান
শচিন তেন্ডুলকর সর্বাধিক রান সংগ্রহকারী ভারত ১৯৮৯ -২০১২ ১৮ ,৪২৬
শচিন তেন্ডুলকর সর্বাধিক শতরানকারী ভারত ১৯৮৯ -২০১২ ৪৯ টি।

 

শচিন তেন্ডুলকর সর্বাধিক অর্ধশতরানকারী ভারত ১৯৮৯ -২০১২ ৯৬ টি।

 

শচিন তেন্ডুলকর সর্বাধিক ম্যাচ খেলার অধিকারী ভারত ১৯৮৯ -২০১২ ৪৩৬ টি।

 

শচিন তেন্ডুলকর সর্বাধিক চার ভারত ২০১৬ টি।
মুথাইয়া মুরলিথরণ সর্বাধিক উইকেট সংগ্রহকারী শ্রীলংকা ১৯৯৩ -২০১১ ৫৩৪ টি।

 

চামিন্ডা ব্যাস এক ম্যাচে সর্বাধিক উইকেট সংগ্রহকারী শ্রীলংকা ২০০১ ৮ উইকেট।

 

রায়ান টেন ডোসচেট সর্বাধিক গড় রান নেদারল্যান্ড ২০০৬-২০১১ ৬৭ .০০ %
রোহিত শর্মা এক ম্যাচে সর্বাধিক ছয় ভারত ২০১৪ ১৬ টি।

 

রোহিত শর্মা এক ম্যাচে সর্বাধিক চার ভারত ২০১৪ ৩৩ টি।

 

ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলস জুটিতে সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ ২০১৪ ৩৭২ রান।

 

ক্রিস গেইল এক ম্যাচে সর্বাধিক ছয় ওয়েস্ট ইন্ডিজ ২০১৫ ১৬ টি।

 

ডিভিলিয়ার্স এক ম্যাচে সর্বাধিক ছয় দক্ষিণ আফ্রিকা ২০১৫ ১৬ টি।

 

শাহিদ আফ্রিদি সর্বাধিক ছক্কা পাকিস্তান ৩৫১ টি।
মাহেলা জয়বর্ধনে সর্বাধিক ক্যাচ সংগ্রহকারী শ্রীলংকা ২১৮ টি ।

 

ডিভিলিয়ার্স দ্রুততম শতরান দক্ষিণ আফ্রিকা ২০১৫ ৩১ বল
ডিভিলিয়ার্স দ্রুততম অর্ধশতরান দক্ষিণ আফ্রিকা ২০১৫ ১৬ বল
ক্রিস গেইল দ্রুততম দ্বিশতরান ওয়েস্ট ইন্ডিজ ২০১৫ ১৩৮ বল

 

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments