Published Date : 19-11-11
498 Views
- সালোকসংশ্লেষের প্রধান স্থান – পাতার ফেসেফিল কলা
- সালোকসংশ্লেষকারী একক – ক্লোরোফিল অণুর সংগঠন
- সালোকসংশ্লেষকারী ব্যাটেরিয়া – রোডো সিউডোমোনাস, রোডো স্পেরিলাম
- সালোকসংশ্লেষের অঙ্গ – পাতা
- সালোকসংশ্লেষকারী কান্ড – লাউ, কুমড়ো, পুঁই, ফণিমনসা ইত্যাদির সবুজ কান্ড
- সালোকসংশ্লেষকারী রঞ্জক – ক্লোরোফিল
- সালোকসংশ্লেষকারী অঙ্গাণু – ক্লোরোপ্লাস
- সালোকসংশ্লেষকারী প্রাণী – ইউগ্লিনা ও ক্রাইসমিবা
- সালোকসংশ্লেষকারী মূল – গুলঞ্চের আত্তীকরণমূলক এবং সিরিয়াস নামক ক্যাকটাসের অস্থানিক মূল
- সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাস্থল – ক্লোরোপ্লাস্টের গ্রানা
- সালোকসংশ্লের অন্ধকার বিক্রিয়ার ঘটনাস্থল – ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
- সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় – ক্লোরেলা
- সূর্যালোকের থেকে কত তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষ হয় – ৪০০ মিলি-৭০০মিলি
- সালোকসংশ্লেষ বেশিমাত্রায় কার্যকর হয় – লাল ও নীল বর্ণে
- উদ্ভিদের খাদ্যের উৎস – সালোকসংশ্লেষ
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দশা – আলোক দশা ও অন্ধকার দশা
- সালোকসংশ্লেষকারী মূল – রাস্না, পানিফল, ও অর্কিডের সবুজ মুলে
- সালোকসংশ্লেষকারী পাতা – সবুজ পাতা
- সালোকসংশ্লেষকারী বৃত্তি – শালুক, চালতা, সমস্ত প্রকার সবুজ ফুলের বৃত্তিতে
- সালোকসংশ্লেষকারী দলমন্ডল – আতা, কাঁঠাল, চাপা, প্রভৃতি সবুজ দলমন্ডল
- সালোকসংশ্লেষকারী ত্বক – কাঁচা ফলের ত্বকে