Published Date : 20-08-31
217 Views
- রেডিয়াম ধাতুটির সংকেত কী – Ra
- সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে – লেবুতে
- মোল কীসের একক – পদার্থের পরিমাণের একক
- ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কবে গঠিত হয়েছিল – ১৯৪৫ সালে
- কোন বছরে প্লুটোনিয়াম প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছিল – ১৯৬৫ সালে
- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হয়ে থাকে – শূন্য
- বয়েলের সূত্রের কটি একক থাকে – দুটি
- ডুবুরীর অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া কোন গ্যাস থাকে – নিয়ন
- কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম – বেগুনি
- প্রাচীনকালে রকেটের জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হত – বারুদ
- কোন মৌলের আইসোটোপ নেই – সোডিয়াম
- ব্যায়োমিটার যন্ত্রের আবিস্কারক কে – টেরিসেলি
- পৃথিবীর চৌম্বক ও ভৌগোলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত – ১৭°
- ড্ৰাই অক্সিজেন সবচেয়ে কোন শিল্পে বেশি ব্যবহার করা হয়ে থাকে – লৌহ ইস্পাত শিল্পে
- শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র – মাইক্রোফোন
- টেকনোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় – ঘূর্ণনের গতিবেগ
- একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতুকে ব্যবহার করা হয় – লোহা
- ইউরেনিয়াম ফিসন থিওরি কে আবিষ্কার করেন – অটো হন
- পারদের স্ফুটনাঙ্ক কত -৩৫৭℃
- বরফের প্রতিসারঙ্ক কত – ১.৩১
- বোলোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় – বিকীর্ণ তাপ