ভৌত বিজ্ঞান(Physical Science) Part-2
Published Date : 20-08-31
223 Views
  • হাইড্রজেন মৌলটির আবিষ্কার সর্বপ্রথম কোন দেশ করেছিল – বিট্রেন
  • কার্বনের পারমাণবিক সংখ্যা কত – ৬
  • ব্যস্ত রাস্তার শব্দের মাত্রা কত – ৬০-৯০ ডেসিবেল
  • আয়োডিন মৌলের চিহ্ন কী – I
  • ১ পাউন্ড সমান কত কিলোগ্রাম – ০.৪৫৩৬ কিলোগ্রাম
  • এক নটিক্যাল মাইল মানে কত ফুট – ৬,০৮০ ফুট
  • কত সালে প্রথম তরল জ্বালানী চালিত রকেট উৎক্ষিপ্ত করা হয় – ১৯২৬ সালে
  • ডি. এন. এস বলতে আমরা কী বুঝি – ডোমেইন নেম সিস্টেম
  • বেরিয়াম নামক মৌলটির পারমানবিক গুরুত্ব কত – ১৩৭.৩
  • কোবাল্ট কে আবিষ্কার করেন – জর্জ ব্র্যান্ড
  • আর্গনের চিহ্ন কী – Ar
  • তাপীয় আয়ন তত্ত্ব কে আবিষ্কার করেন – মেঘনাথ সাহা
  • পারদের গলনাঙ্ক কত – ৩৯℃
  • পদার্থের ভাসনশীলতার সূত্র কে আবিষ্কার করেন – আর্কিমিডিস
  • সেকেন্ড কীসের একক – সময়ের একক
  • লিটমাস নির্দেশকটির স্বাভাবিক বর্ণটি কি হয়ে থাকে – বেগুনি
  • অ্যাম্ফিয়ার কীসের একক – তড়িৎ প্রবাহের মাত্রা
  • ফ্লুরিনের সংকেত কী – F
  • পোড়া চুনের রাসায়নিক নাম কী – ক্যালসিয়াম অক্সাইড
  • সাইক্লোনাইট কী কাজে ব্যবহার করা হয় – বিস্ফোরক হিসেবে

Quiz

4 1 vote
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments