Published Date : 20-09-07
231 Views
- 1গজ বলতে কত ফুট বোঝানো হয়ে থাকে – 3ফুট
- কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী – সোডিয়াম কার্বনেট
- কাকে শুষ্ক বরফ বলা হয় – কঠিন কার্বন ডাই অক্সাইডকে
- চিলি সল্ডাপিটারের রাসায়নিক নাম কী – সোডিয়াম নাইট্রেট
- বলের উৎপত্তিগত একক কোনটি – নিউটন
- বার কিসের একক – বায়ুমণ্ডলীয় চাপের
- জেট বিমানের সর্বোচ্চ শব্দের মাত্রা কত – 140ডেসিবেল
- লিথিয়াম মৌলটি কবে আবিষ্কৃত হয় – 1817 সালে
- বৈদ্যুতিক রোধের একক কী – ওহম
- ভিট্রওসিল এর রাসায়নিক নাম কী – সিলিকন ডাই অক্সাইড
- নিকেলের সংকেত কী – Ni
- ডয়টেয়ামের নিউট্রন ও প্রোটনের অনুপাত কত – 1 : 1
- প্রতি বর্গ ইঞ্চিতে বাবুর চাপের পরিমান গড়ে প্রায় কত – 14.7 পাউন্ট
- সোডিয়াম বাইকার্বোনের সংকেত কী – NaHCO3
- কোন সালে মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয় – 1963 সালে
- কম্পিউটারের আই. সি. চিপস সাধারণত কী দিয়ে তৈরী হয়ে থাকে – সিলিকন
- হীরকের ওজন কী এককে প্রকাশ করা হয় – ক্যারেট
- কমন সল্ড কী – সোডিয়াম ক্লোরাইড
- কোন উষ্ণতায় জলের ঘনত্ব বেশি হয় – 4℃
- মিথাইল রেড নাম নির্দেশকটির অ্যাসিড বর্ণ কিরূপ প্রকৃতির হয়ে থাকে – লাল
- ১ মাইল বলতে কত গজকে বোঝানো হয় – 1760 গজ