ভৌত বিজ্ঞান(Physical Science) Part-4
Published Date : 20-09-09
171 Views
  • নোভার অর্গানম তত্ত্ব কে আবিষ্কার করেন – ফ্রান্সিস বেকন
  • ব্রোমিনের চিহ্ন কী – Br
  • লেড নামক মৌলটির পারমানিক সংখ্যা কত – ৮২
  • কিউরিয়াম মৌলটি কবে আবিষ্কৃত হয়ে ছিল – ১৯৪৪ সালে
  • গোল্ড মৌলটিকে সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করেন – জার্মানি
  • বেকিং পউডারের রাসায়নিক নাম কী – সোডিয়াম বাই কার্বনেট
  • মিথাইল ওরেঞ্চের ক্ষার দ্রবনটি কিরুপ হয়ে থাকে – হলুদ
  • কত সালে পৃথিবী ব্যাপী নিউক্লিয়ার পাওয়ার স্টেশন চালানোর ক্ষেত্রে ভারত এগারো তম স্থান অধিকার করে – ১৯৯৫ সালে
  • কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে বেশি থাকে – রড আয়রণ
  • লোহার রাসায়নিক সংকেত কী – Fe
  • বলের উৎপত্তিগত একক কোনটি – নিউটন
  • বার কিসের একক – বায়ুমণ্ডলীয় চাপের একক
  • বেরিয়াম নামক মৌলটির পারমানবিক গুরুত্ব কত – ১৩৭.৩
  • ড্ৰাই অক্সিজেন সবচেয়ে কোন শিল্পে বেশি ব্যবহার করা হয়ে থাকে – লৌহ ইস্পাত শিল্পে
  • শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র – মাইক্রোফোন
  • ফিটকিরির রাসায়নিক নাম কী – অ্যালুমিনিয়াম সালফেট
  • ১ ইঞ্চি বলতে কত ফুট বোঝানো হয়ে থাকে – ২.৫৪ সেন্টিমিটার
  • পটাসিয়ামের চিহ্ন কী – k
  • ফসফরাস কে আবিষ্কার করেন – হেনিং ব্র্যান্ড

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments