ভৌত বিজ্ঞান(Physical Science) Part-5
Published Date : 20-09-13
288 Views
  • কপার কোন ধাতুকে বলা হয় – তামা
  • সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত – ২৩.০
  • আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত – ৫৩
  • আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন – চার্লস
  • পদার্থের অভ্যন্তীর ধর্মের সূত্র কে অবিকার করেন – গ্যালিলিও গ্যালিলি
  • কত সালে ডালটন তার পারমাণবিক তত্ত্বটি প্রকাশ করেন – ১৮০৩ সালে
  • হর্সপাওয়ার কিসের একক – ক্ষমতার
  • কেলভিন স্কেল অনুসারে ঢালাই লোহার গলনাঙ্ক কত – প্রায় ১৪৭৩ K
  • ড্ৰাই অক্সিজেন সবচেয়ে কোন শিল্পে বেশি ব্যবহার করা হয়ে থাকে – লৌহ ইস্পাত শিল্পে
  • শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র – মাইক্রোফোন
  • ফিটকিরির রাসায়নিক নাম কী – অ্যালুমিনিয়াম সালফেট
  • নিকেলের সংকেত কী – Ni
  • ডয়টেয়ামের নিউট্রন ও প্রোটনের অনুপাত কত – ১ : ১
  • প্রতি বর্গইঞ্চিতে বায়ূর চাপের পরিমান গড়ে প্রায় কত – ১৪.৭ পাউন্ড
  • সোডিয়াম বাই কার্বোনের সংকেত কী – NaHCO3
  • কোন সালে মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয় – ১৯৬৩ সালে
  • কম্পিউটারের আই. সি. চিপস সাধারণত কী দিয়ে তৈরী হয়ে থাকে – সিলিকন
  • কোন মৌলের আইসোটোপ নেই – সোডিয়াম
  • ব্যায়োমিটার যন্ত্রের আবিস্কারক কে – টেরিসেলি

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments