প্লাসমিড
সংজ্ঞা (Definition ) : ব্যাক্টেরিয়ায় নিউক্লিওয়েড ব্যতীত যে এক বা একাধিক ক্ষুদ্র ,দ্বিতন্ত্রী চক্রাকার DNA স্বাধীনভাবে প্রতিলিপি গঠনে সক্ষম হয় এবং সীমিত সংখ্যক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে , তাকে প্লাসমিড (Plasmid ) বলে।
বৈশিষ্ট্য (Characteristics ) : প্লাসমিডের বৈশিষ্ট্যগুলি হল –
১. এই DNA অনু চক্রাকার ও দিতন্ত্রী কিন্তু ব্যাক্টেরিয়া জিনোমের (DNA ) তুলনায় অনেক ছোটো।
২. প্লাসমিড নিউক্লিওটাইডের সংখ্যা মূল DNA এর 1 -5 শতাংশ এর বেশি নয়। প্রকারভেদে একটি প্লাসমিডে বেস যুগমের সংখ্যা 1000 – 3000 পর্যন্ত হতে পারে।
৩. প্রতিটি ব্যাকটেরিয়া কোশে প্লাসমিডের সংখ্যাকে কপি সংখ্যা (Copy number ) বলে। ব্যাকটেরিয়াতে প্লাসমিড সংখ্যা 1 – 100 পর্যন্ত হয়। কোনো ব্যাক্টেরিয়া থেকে প্লাসমিড অপসারণের ঘটনাকে কিউরিং(Curing) বলে।
৪. প্লাসমিড প্রধান DNA অনুর সহযোগিতা ছাড়াই স্বাধীনভাবে প্রতিলিপি গঠন করে এবং কোশ বিভাজনের পর প্রতিটি অপত্য কোশে প্লাসমিডের একটি করে প্রতিলিপি চলে যায়।
বিভিন্ন প্লাসমিড ব্যাক্টেরিয়ায় পৃথক পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন –
প্লাসমিডের নাম | ব্যাক্টেরিয়া | প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য |
F প্লাসমিড | E . coli | সেক্স পিলি গঠন করে এবং সংযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে DNA অনু গ্রহীতা ব্যাক্টেরিয়ায় প্রদান করে। |
Col প্লাসমিড | E . coli ও Shigella | কলিসিন (Colicin ) নামক ব্যাক্টেরিওসিন (Bacteriocin ) উৎপন্ন করে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত প্রজাতিদের ধ্বংস করে। |
R প্লাসমিড | Pseudomonas | অ্যাম্পিসিলিন , টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। |
মেটাবলিক বা ধ্বংসাত্মক (Degradative ) প্লাসমিড | Pseudomonas | স্যালিসাইলেটকে বিনষ্ট করে। |
স্যালিসাইলেটকে বিনষ্ট করে। ভিরুলেন্স প্লাসমিড |
E .coli | এন্টারোটক্সিন উৎপন্ন করে রজার তীব্রতা বাড়ায়। |
ভারী ধাতু প্রতিরোধকারী (Heavymetal resistan ) প্লাসমিড | E . coli ও Shigella | ক্যাডমিয়াম , কোবাল্ট , পারদ প্রভৃতি ভারী ধাতুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। |
পেনিসিলিনেস প্লাসমিড | Staphylococcus | পেনিসিলিনেস উৎসেচকের মাধ্যমে পেনিসিলিন নষ্ট করে। |
Ti প্লাসমিড | Agrobacterium tumefaciens | উদ্ভিদে দ্রুত কোশ বিভাজনের মাধ্যমে টিউমার সৃষ্টি করে। (Tumorigenecity বা Tumor induction ) |
ক্রিপ্টিক প্লাসমিড | E . coli | কোনো কার্যকরী চরিত্র প্রকাশ করেনা। |