বিখ্যাত কবি ও লেখকদের প্রকৃত নাম ও ছদ্মনাম (Part – 1)
Published Date : 21-02-24
128 Views

বিখ্যাত কবি ও লেখকদের প্রকৃত নাম ও ছদ্মনাম

লেখক / কবি ছদ্মনাম
রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ,আন্নাকালী পাকড়াশী ,ভট্টাচার্য্য,দিকশূন্য,অপ্রকটচন্দ্র ভাস্কর।
সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার কবিরত্ন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দর্পনারায়ণ পতিতুন্ড,কমলাকান্ত।
শরৎচন্দ্র পন্ডিত দাদাঠাকুর।
সৈয়দ মুজতবা আলি ওমরখৈয়াম ,সত্যপীর।
কালীপ্রসন্ন সিংহ শ্রীযুক্ত মুলুকচাঁদ শর্মা ,হুতোম পেঁচা।
প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর।
দীপ্তেন্দ্রনাথ সান্যাল নীলকণ্ঠ।
মধুসূদন দত্ত তিমোথি পেন পোয়েম।
বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ।
বিনয় মুখোপাধ্যায় যাযাবর।
প্রমথনাথ বিসী প্ৰ .না .বি ।
নারায়ণ সান্যাল বিকর্ণ।
সমরেশ বসু ভ্রমর ,কালকূট।
তরুণ রায় ধনঞ্জয় বৈরাগী।
মণিশঙ্কর মুখোপাধ্যায় শংকর।
নিখিল সরকার শ্রীপান্থ।
বিনয় ঘোষ কালপেঁচা।
সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত।
ভবানী সেনগুপ্ত চাণক্য সেন।
প্রানুতোষ ঘটক উদয়ভানু।
নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ।
মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম।
গৌরকিশোর ঘোষ রূপদর্শী।
সুজিত নাগ দিলদার।
মনীশ ঘটক যুবনাসব।
বিমল ঘোষ মৌমাছি।
মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস।
নীহাররঞ্জন গুপ্ত বাণভট্ট।
কালিকানন্দ মুখোপাধ্যায় অবধূত।
হরিপদ ঘোষ নচিকেতা ঘোষ।
সতীনাথ ভাদুড়ী চিত্রগুপ্ত।
মধুসূদন মুজমদার দৃষ্টিহীন।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দ্রহাস।
ভবানী মজুমদার অভয়ঙ্কর।
শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষ্মী।
অখিল নিয়োগী স্বপনবুড়ো।
মুজফ্ফর আহমেদ দৈপায়ন।
ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু।
মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী।
পূর্ণেন্দু পত্রী সুমদ্ৰগুপ্ত।
প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস ভদ্র।
প্রমথ চৌধুরি বীরবল।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা।
অমিতাভ চৌধুরী চাণক্য ,নিরপেক্ষ।
তারাপদ রায় নক্ষত্র রায় ,গ্রন্থকিট।
প্রফুল্ল চন্দ্র লাহিড়ী কাফি খাঁ।
অশোক গুপ্ত বিক্রমাদিত্য।
বীরেন ঘোষ শঙ্কু মহারাজ।
অন্নদাশঙ্কর রায় লীলাময় রায়।
দেবেশ রায় বেদুইন।
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় র ল ব।
সুবোধ ঘোষ সুপান্থ।
চিত্ত ঘোষাল চিরঞ্জীব।
ডিরোজিও জুভেনিস।
বিমল কর অভিনন্দ।
চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ।
শংকর চট্টোপাধ্যায় জনমেজয়।
গিরিশ ঘোষ সেবক।
প্রবোধচন্দ্র বসু প্রবুদ্ধ।
রাজশেখর বসু পরশুরাম।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রসিমুল্লা।
কালিদাস রায় বেতালভট্ট।
রবীন্দ্রনাথ মৈত্র দিবাকর শর্মা।
ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সড়ানোন।
সচ্চিদানন্দ সরকার নিগুরহানন্দ।
অচিন্তকুমার সেনগুপ্ত নীহারিকা দেবী।
অহিদুর রেজা হাসন রাজা।
অনুরূপা দেবী অনুপমা দেবী।
আবুল ফজল শমসের উল আজাদ।
কাজেম আল কোরেশী কায়কোবাদ।
আবুল হোসেন মিয়া আবুল হাসান।
বিমল মিত্র জাবালি।

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments