Published Date : 21-02-26
314 Views
ভারতের কৃষি
বিষয় | বিবরণ |
ভারতের শতকরা কৃষিজীবী মানুষ হলো | শতকরা ৬৫ জন। |
ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম হলো | ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। |
ধান উৎপাদনে ভারতের স্থান হলো | দ্বিতীয়। |
ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে | ওড়িশার-কটক,দিল্লির পুসা,পশ্চিমবঙ্গের চুঁচুড়া। |
ভারতে গম চাষ করা হয় | দু-রকমের। |
গম উৎপাদনে ভারতে যে রাজ্য প্রথম | উত্তরপ্রদেশ। |
গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান | তৃতীয়। |
হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো | পাঞ্জাব। |
ভারতের হেক্টর প্রতি কফির উৎপাদন হলো | প্রায় ৮০০ কেজি। |
সোনালী তন্তু বলা হয় | পাটকে। |
পাট ও পাট সামগ্রী উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো | প্রথম। |
ভারতে হেক্টর প্রতি পাটের উৎপাদন হলো | ১,৯৮৩ কেজি। |
ভারতে যে রাজ্যে সর্বাধিক বাজরা উৎপন্ন হয় | গুজরাট রাজ্যে। |
চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে যে রাজ্য | অসম। |
ভারতের যেখানকার চা স্বাদেও গন্ধে পৃথিবী বিখ্যাত তা হলো | পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা। |
হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের রাজ্য প্রথম হলো | তামিলনাড়ু। |
ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যে রাজ্য | কর্ণাটক। |
ভারতের হেক্টর প্রতি কার্পাস উৎপাদন সর্বাধিক অঞ্চল হলো | পাঞ্জাব ও হরিয়ানা। |
কার্পাস উৎপাদনে ভারতের রাজ্য প্রথম হলো | পাঞ্জাব। |
ভারতের সর্বাধিক আখ উৎপন্ন হয় যে রাজ্যে | উত্তরপ্রদেশ। |
তিল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো | প্রথম। |
তিসি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো | তৃতীয়। |
ভারতের সর্বাধিক সরিষা উৎপন্ন হয় যে রাজ্যে | উত্তরপ্রদেশ। |
সরিষা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো | দ্বিতীয়। |