ভারতের কৃষি
Published Date : 21-02-26
314 Views

ভারতের কৃষি

বিষয় বিবরণ
ভারতের শতকরা কৃষিজীবী মানুষ হলো শতকরা ৬৫ জন।
ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা।
ধান উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয়।
ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে ওড়িশার-কটক,দিল্লির পুসা,পশ্চিমবঙ্গের চুঁচুড়া।
ভারতে গম চাষ করা হয় দু-রকমের।
গম উৎপাদনে ভারতে যে রাজ্য প্রথম উত্তরপ্রদেশ।
গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয়।
হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো পাঞ্জাব।
ভারতের হেক্টর প্রতি কফির উৎপাদন হলো প্রায় ৮০০ কেজি।
সোনালী তন্তু বলা হয় পাটকে।
পাট ও পাট সামগ্রী উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো প্রথম।
ভারতে হেক্টর প্রতি পাটের উৎপাদন হলো ১,৯৮৩ কেজি।
ভারতে যে রাজ্যে সর্বাধিক বাজরা উৎপন্ন হয় গুজরাট রাজ্যে।
চা উৎপাদনে ভারতে  প্রথম স্থান অধিকার করেছে যে রাজ্য অসম।
ভারতের যেখানকার চা স্বাদেও গন্ধে পৃথিবী বিখ্যাত তা হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা।
হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের  রাজ্য প্রথম হলো তামিলনাড়ু।
ভারতের  কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যে রাজ্য কর্ণাটক।
ভারতের হেক্টর প্রতি কার্পাস উৎপাদন সর্বাধিক অঞ্চল হলো পাঞ্জাব ও হরিয়ানা।
কার্পাস উৎপাদনে ভারতের রাজ্য প্রথম হলো পাঞ্জাব।
ভারতের সর্বাধিক আখ উৎপন্ন হয় যে রাজ্যে উত্তরপ্রদেশ।
তিল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো প্রথম।
তিসি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো তৃতীয়।
ভারতের সর্বাধিক সরিষা উৎপন্ন হয় যে রাজ্যে উত্তরপ্রদেশ।
সরিষা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো দ্বিতীয়।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments