পশ্চিমবঙ্গের জলবায়ু
Published Date : 21-02-26
154 Views

পশ্চিমবঙ্গের জলবায়ু

বিষয় বিবরণ
পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হল উষ্ণও আর্দ্র ক্রান্তিয় মৌসুমী প্রকৃতি।
পশ্চিমবঙ্গের উষ্ণও আর্দ্র ক্রান্তিয় মৌসুমী প্রকৃতির অন্তর্গত নয় দার্জিলিং,জলপাইগুড়িও কালিম্পং।
পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের সময়সীমা মার্চ থেকে মে মাস পর্যন্ত।
পশ্চিমবঙ্গের বর্ষাকালের সময়সীমা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
পশ্চিমবঙ্গের শরৎকালের সময়সীমা অক্টোবর-নভেম্বর মাস।
পশ্চিমবঙ্গের শীতকালের সময়সীমা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস।
পশ্চিমবঙ্গের উষ্ণতা সর্বাধিক থাকে যে মাসে মে মাসে।
পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উত্তাপ হল ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয় ১৫ই জুনের মধ্যে।
পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমান ১৭৫-১৮০ সেমি:।
পশ্চিমবঙ্গের বর্ষার বিদায়ীকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বলে শরৎকাল কে।
পশ্চিমবঙ্গে শীতকালীন গড় তাপমাত্রা ১৩-১৯ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গের যে অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (৫০০সেমি:)।
পশ্চিমবঙ্গের যে অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বরে (৯৫ সেমি:)।
পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের বন্টনের প্রকৃতি দক্ষিণ থেকে উত্তরে ক্রমবর্ধমান।
পশ্চিমবঙ্গে পশ্চিমিঝঞ্ঝা পরিলক্ষিত হয় শীতকালে।
পশ্চিমবঙ্গের জলবায়ুতে অপ্রধান ঋতুগুলি হল হেমন্ত ও বসন্ত কাল।
পশ্চিমবঙ্গের যে অংশে শীতকালে তুষারপাত হয় দার্জিলিংএ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments