Published Date : 21-02-26
168 Views
পশ্চিমবঙ্গের জলবায়ু
বিষয় | বিবরণ |
পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হল | উষ্ণও আর্দ্র ক্রান্তিয় মৌসুমী প্রকৃতি। |
পশ্চিমবঙ্গের উষ্ণও আর্দ্র ক্রান্তিয় মৌসুমী প্রকৃতির অন্তর্গত নয় | দার্জিলিং,জলপাইগুড়িও কালিম্পং। |
পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের সময়সীমা | মার্চ থেকে মে মাস পর্যন্ত। |
পশ্চিমবঙ্গের বর্ষাকালের সময়সীমা | জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। |
পশ্চিমবঙ্গের শরৎকালের সময়সীমা | অক্টোবর-নভেম্বর মাস। |
পশ্চিমবঙ্গের শীতকালের সময়সীমা | ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস। |
পশ্চিমবঙ্গের উষ্ণতা সর্বাধিক থাকে যে মাসে | মে মাসে। |
পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উত্তাপ হল | ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস। |
স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয় | ১৫ই জুনের মধ্যে। |
পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমান | ১৭৫-১৮০ সেমি:। |
পশ্চিমবঙ্গের বর্ষার বিদায়ীকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বলে | শরৎকাল কে। |
পশ্চিমবঙ্গে শীতকালীন গড় তাপমাত্রা | ১৩-১৯ ডিগ্রি সেলসিয়াস। |
পশ্চিমবঙ্গের যে অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় | জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (৫০০সেমি:)। |
পশ্চিমবঙ্গের যে অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয় | বীরভূম জেলার ময়ূরেশ্বরে (৯৫ সেমি:)। |
পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের বন্টনের প্রকৃতি | দক্ষিণ থেকে উত্তরে ক্রমবর্ধমান। |
পশ্চিমবঙ্গে পশ্চিমিঝঞ্ঝা পরিলক্ষিত হয় | শীতকালে। |
পশ্চিমবঙ্গের জলবায়ুতে অপ্রধান ঋতুগুলি হল | হেমন্ত ও বসন্ত কাল। |
পশ্চিমবঙ্গের যে অংশে শীতকালে তুষারপাত হয় | দার্জিলিংএ। |