বিভিন্ন স্পোর্টস কুইজ
Published Date : 21-03-05
176 Views

বিভিন্ন স্পোর্টস কুইজ

 বিষয় বিবরণ
সৌরভ গঙ্গোপাধ্যায় আই পি এল ৫ -এ যে দলের অধিনায়ক ছিলেন পুনে ওয়ারিয়ার্স ।
প্রথম কলকাতা আই এফ এ শিল্ড জয়লাভ করে যে দল মোহনবাগান ক্লাব ।
২০১৩ সালে আই এফ এ শিল্ড জয়লাভ করে যে দল প্রয়াগ ইউনাইটেড ।
পালতোলা নৌকা যে ফুটবল দলের প্রতীক মোহনবাগান ।
আই পি এল -৬ -এ মহেন্দ্র সিং ধোনি যে দলের অধিনায়ক চেন্নাই সুপার কিংস ।
রাহুল দ্রাবিড় আই পি এল -৬ -এ যে দলের অধিনায়ক রাজস্থান রয়্যালস ।
রেসিং কার ট্রাফ যে নামে পরিচিত সেটি হলো বুদ্ধ সার্কিট ।
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব ।
মারাদোনা যে দেশের খেলোয়াড় আর্জেন্টিনা ।
রিকি পন্টিং যে দেশের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়া ।
মুম্বাই-এ ক্রিকেট মাঠ যে নাম পরিচিত ওয়াংখেড়ে স্টেডিয়াম ।
লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অবস্থিত হায়দ্রাবাদ ।
ফুটবলের প্রাচীর বলা হত লেভ ইয়াসিনকে ।
সবচেয়ে বেশিবার রঞ্জি ক্রিকেট জয়লাভ করেছে মুম্বাই ।
কটকের স্টেডিয়ামের নাম হলো বারবাটি স্টেডিয়াম ।
টেস্ট ক্রিকেট খেলা হত কানপুরের কিংস পার্ক মাঠে ।
অর্জুন রণতুঙ্গা যে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন শ্রীলংকা ।
দাবা খেলার কলকে ছক কাটা ঘর থাকে চৌষট্টি টি ।
জার্মান দেশের ফুটবল লীগকে বলা হয় বুন্দেশালিগা ।
চেন্নাইয়ের ক্রিকেট খেলার মাঠকে বলা হয় চিপক ।
পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হলো কলকাতার ইডেন  গার্ডেন্স ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments