Published Date : 21-03-03
148 Views
ভারতের ইতিহাস
বিষয় | বিবরণ |
সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল | কৃষিকাজ । |
সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে অজানা ছিল | লোহার ব্যবহার ছিল অজানা । |
সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলো নির্মিত হয়েছিল | পোড়া ইট দিয়ে । |
মহেঞ্জোদারো কথার অর্থ হলো | মৃতের স্তুপ । |
প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্টিত হয়েছিল | রাজগৃহে । |
ঋকবেদে শ্লোক আছে | ১০২৮ টি শ্লোক আছে । |
আর্যদের ব্যবহৃত মুদ্রার নাম হলো | নিষ্ক ও মনা । |
বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন | বল্লাল সেন । |
যে সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি তিনি হলেন | সমুদ্র গুপ্ত । |
মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম হলো | বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ । |
মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় | ১৯৭৪ সালে । |
মেহেরগড় সভ্যতা অবস্থিত | বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থিত । |
ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো | মেহেরগড় সভ্যতা । |
মেহেরগড় সভ্যতা হলো | নতুন প্রস্তর যুগের সভ্যতা । |
মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল | বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল । |
নিগম কথার অর্থ হলো | নিগম কথার অর্থ বণিকসংঘ । |
১৯১৯ সালের আইন পরিচিত ছিল | মন্ট-ফোর্ড অ্যাক্ট নামে । |
আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন | স্বামী দয়ানন্দ সরস্বতী । |
‘আলিগড় আন্দোলন’ শুরু করেছিলেন | সৈয়দ আহমেদ খান । |
ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা বলা হয় | রাজা রামমোহন রায়কে । |
সুভাষ বোসের ‘আজাদ হিন্দ ফৌজের’ সদস্য ছিলেন না | শাহনাওয়াজ খান । |
কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল | ১৮৫৭ খ্রী: । |
মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল | ১৯৪০ খ্রী: । |
গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল | চম্পারণে । |
চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন | লর্ড কর্ণওয়ালিশ । |
‘বিপ্লব দীর্ঘজীবি হোক’ দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে ধ্বনি তুলেছিলেন | ভগৎ সিং । |
পথের দাবি’ -র লেখক হলেন | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । |
প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন | আত্মারাম পান্ডুরঙ । |
বাংলাদেশ রাষ্ট্র’ তৈরী হয় | ১৯৭১ খ্রী: । |
বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন | মুজাফফর আহমেদ । |
বাংলায় ‘নীল বিদ্রোহ’ ঘটেছিল | ১৮৫৯ খ্রি: । |
বিখ্যাত ছবি ‘ভারত মাতা’ এঁকেছিলেন | যামিনী রায় । |
বোম্বাইতে ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল | ১৯৪৬খ্রি: । |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় | বম্বে । |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন | বদরুদ্দিন তায়েবজি । |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন | ডব্ল্যু. সি. ব্যানার্জী । |
লৌহমানব’ বলা হয় | সর্দার বল্লভভাই প্যাটেল । |
সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কারণ | এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি । |
সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল | ১৮৫৫খ্রি: । |
আজাদ হিন্দ ফৌজ’ প্রথম স্থাপিত হয় | সিঙ্গাপুর । |
‘ইন্ডিয়া উইনস ফ্রীডম’ এই কথাটি বলেছিলেন | মৌলানা আবুল কালাম আজাদ । |
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন সর্বপ্রথম | দাদাভাই নওরোজি । |
ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন | চক্রবর্তী রাজাগোপালাচারী । |
ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন | জে.বি. কৃপালিনি । |
ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন | ক্লেমেন্ট এ্যাটলি । |
মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয়গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন | লালা হরদয়াল । |
‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি দিয়েছিলেন | ভগৎ সিং । |
‘তিতুমির’ ছিলেন | ওয়াহাবী আন্দোলন । |
১৮৫৭ -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন | বাহাদুর শাহ জাফর । |
১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের একজন সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিল | দ্বিতীয় বাহাদুর শাহ । |
১৯০৬ সালে যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় | মুসলিম লিগ । |
১৯২৭ সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল | কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না । |
১৯৪৭ সালে ভারতে আসে | ক্যাবিনেট মিশন |
Drain of wealth’ বইয়ের লেখক হলেন | দাদাভাই নওরোজি । |
Father of Modern India হিসাবে পরিচিত ছিলেন | রামমোহন রায় । |
Rowlatt আইন প্রণীত হয় | ১৯১৯ খ্রি: । |
অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল | সিঙ্গাপুর -এ । |
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’—প্রতিষ্ঠা করেন | রাসবিহারী বসু । |
ইন্ডিয়া’ উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা হলেন | মৌলানা আবুল কালাম আজাদ । |
কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে সমালোচনা করেছিলেন | লর্ড ডাফরিন । |
‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন | জ্যোতিবা ফুলে । |
অভিনব ভারত প্রতিষ্ঠা করেন | বিনায়ক দামোদর সাভারকর । |
প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন | ওয়ারেন হেস্টিংস । |
‘হিন্দু প্যাট্রিয়ট’ -এর সম্পাদক | হরিশচন্দ্র মুখার্জী । |
‘Black-Bill’ বলা হত | Rowlatt অ্যাক্ট -কে । |
গান্ধিজি ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ -এর ডাক দিয়েছিলেন | ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে । |
মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন | চৌরিচৌরা ঘটনার পর । |
রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল | ১৮২৯ খ্রি: । |
মুসলিম লিগ ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করেছিল | ১৯৪০ খ্রীঃ, লাহোর । |
‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল | ১ লা সেপ্টেম্বর, ১৯৪২ খ্রীঃ । |