Published Date : 21-03-03
150 Views
ভারতীয় সংবিধান
বিষয় | বিবরণ |
ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় | ১৯৪৭ সালের ২২ শে জুলাই । |
গণপরিষদ সভা গঠিত হয় | ১৯৪৬ খ্রিস্টাব্দে । |
ভারতের স্বাধীনতা আইন পাস হয় | ১৯৪৭ খ্রিস্টাব্দে । |
গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল | ৩৮৯ জন । |
ভারতের গণপরিষদ গঠনের কথা প্রথম বলেছিলেন | মানবেন্দ্রনাথ রায় (১৯৩৪ খ্রিস্টাব্দে)। |
ভারতের সংবিধান তৈরি হতে সময় লেগেছিলো | ২ বছর ১১ মাস ১৮ দিন । |
গণপরিষদের স্থায়ী সভাপতি হলেন | রাজেন্দ্র প্রসাদ । |
ভারতের সংবিধান গৃহিতহয় | ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ শা নভেম্বর । |
ভারতের সংবিধান কার্যকরী হয় | ১৯৫০খ্রিস্টাব্দে ২৬ শা জানুয়ারী । |
ভারতের সংবিধান জনক ছিলেন | বি. আর. আম্বেদকর । |
ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি | বি. আর. আম্বেদকর । |
গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল | হাতি । |
ভারতের মূল সংবিধানের মোট ধারা ছিল | ৩৯৫ টি । |
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো | ভারতবর্ষের সংবিধান । |
ভারতের সংবিধান সংশোধন করা হয় | ৩৬৮ নম্বর ধারা । |
ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা হলো | ১১ টি । |
ভারতের পার্লামেন্টের অংশগুলি হলো | রাষ্ট্রপতি,রাজ্যসভা ও লোকসভা । |
ভারতে জনগনের রাষ্ট্রপতি ছিলেন | A.P.J.আব্দুল কালাম । |
ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন হয়েছিল | ১৯৫১ সালে । |
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন | ডা. এস রাধাকৃষ্ণন । |
গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল | ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর । |
গন পরিষদের প্রথম অধিবেশন বসে ছিল | ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি । |
ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় | ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি । |
গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন | ড: সচিবানন্দ সিনহা । |
গনপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন | ড: রাজেন্দ্র প্রসাদ ( ১১ ডিসেম্বর ১৯৪৬)। |
স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন | ডঃ বি আর আম্বেদকর । |
জন-গন-মন প্রথমবার গাওয়া হয়েছিল | ১৯১১ সালের ২৭ শে ডিসেম্বর । |
জাতীয় সংগীত গাওয়ার সময় ছিল | ৫২ সেকেন্ড । |
জাতীয় সংগীত সংক্ষিপ্ত ভাবে গাওয়ার সময় ছিল | ২০ সেকেন্ড । |
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার আছে | ৬ টি । |
ভারতের রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ছিলেন | ডক্টর নিলম সঞ্জীব রেড্ডি । |
ভারতে জরুরি শাসন প্রয়োগ করা যায় | তিন প্রকার । |
রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য পরিচালিত হয় | রাজ্যপাল । |
আর্থিক কারণে জরুরি অবস্থা ঘোষিত হয় | ৩৬০ ধারায় । |
ভাষার ভিত্তিতে রাজ্য গুলি পুনর্গঠিত হয়েছিল | ১৯৫৬ সালে । |
ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো | অন্ধ্রপ্রদেশ । |
বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান হলো | ভারতের । |
ভারতের সংবিধানের অভিভাবক | সুপ্রিম কোর্ট । |
প্রথমে ভারতের সংবিধানে অনুচ্ছেদ ছিল | ৩৯৫ টি । |
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন | সুকুমার সেন । |
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি | মীরা সাহেব ফতিমা বিবি । |
বর্তমানে ভারতে হাইকোর্ট আছে | ২৪ টি । |
ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় | লোকসভা , রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি । |
রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা | ২৫০ টি । |
ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার রয়েছে | ভারতীয় পার্লামেন্টের । |
সংবিধান হলো | রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন । |
ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রবর্তন করেছে সংবিধানের | ১৪নং ধারা । |
অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন | স্পিকার । |
লোকসভায় গিলেটিন পদ্ধতি প্রয়োগ করেন | স্পিকার । |
সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে | পার্লামেন্টে । |
লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে যে রাজ্য | উত্তরপ্রদেশ । |
লোকসভা ও রাজসভা যুগ্ম অধিবেশন আহ্বান করেন | রাষ্ট্রপতি । |
বর্তমানে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা হলো | ১৭ টি । |
সংবিধান অনুযায়ী Discretionary Power ভোগকরেন | রাজ্যপাল । |
উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন | রাষ্ট্রপতি । |
ভারতের সংবিধানে সীকৃতি প্রাপ্ত ভাষার সংখ্যা হলো | ২২ টি । |
সংবিধানে হিন্দীকে | রাষ্ট্ৰীয়ভাষার মর্যাদা দেওয়া হয়েছে । |
ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো | প্রাপ্ত বয়স্কদের সার্বজনীন ভোটাধিকার । |
সর্বশেষ রাজ্য হিসেবে গঠিত হয়েছে | ঝাড়খন্ড । |
সংবিধানের প্রাধান্য | যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থার বৈশিষ্ট্য । |
সংসদ ভবনের পূর্ব নাম ছিল | চেম্বার অফ প্রিন্সেস । |
মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ | পাঁচ বছর । |
কোনো বিল অর্থবিল কিনা সে সম্পর্কে সিদ্বান্ত নেন | লোকসভার স্পিকার । |
লোকসভা মুলতুবি রাখার ক্ষমতা আছে | রাষ্ট্রপতি । |
বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন | রাষ্ট্রপতি দ্বারা । |
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের নাম হলো | লেফটেন্যান্ট গভর্নর । |
লোকসভার স্পিকারের বেতন ও ভাতা নির্দেশ করেন | সংসদ । |