ভারতের খনিজ সম্পদ ও লৌহ ইস্পাত শিল্প
Published Date : 21-02-26
159 Views

 ভারতের খনিজ সম্পদ ও লৌহ ইস্পাত শিল্প

বিষয় বিবরণ
কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো ঝাড়খন্ড।
কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো তৃতীয়।
উৎকৃষ্ট শ্রেণীর কয়লা বলা হয় অ্যান্থ্রাসাইড।
সর্বশ্রেষ্ট আকরিত লোহা হলো হেমাটাইট।
কয়লা থেকে উপজাত দ্রব্যের নাম হলো কোল গ্যাস,পিচ্ ও আলকাতরা।
ভারতের প্রাচীনতম খনিজতেল উৎপাদক রাজ্য হলো অসম।
ভারতের বেশি অভ্র পাওয়া যায় যে রাজ্যে ঝাড়খন্ড ও বিহারে।
ভারতের সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায় যে রাজ্যে ওড়িশা।
ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলের নাম হলো বোম্বে হাই অঞ্চল।
ম্যাঙ্গানিজ অত্যন্ত প্রয়োজন যে শিল্পে ইস্পাত শিল্পে।
ভারতের বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন হয় যে রাজ্যে ওড়িশা।
ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো ভিলাই।
ভারতের রুঢ় বলা হয় দুর্গাপুরকে।
বোকারো লৌহ ইস্পাত কারখানা অবস্থিত যে রাজ্যে ঝাড়খন্ড।
ভিলাই অবস্থিত যে রাজ্যে ছত্রিশগড়।
জিন্ডাল স্টিলঅ্যান্ড পাওয়ার লিমিটেড অবস্থিত রায়গড়।
ওড়িশার লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত রাউরকেল্লা।
TISCO -এর পুরো নাম হলো টাটা আইরন অ্যান্ড স্টিল কোম্পানি।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments