Published Date : 21-02-26
159 Views
ভারতের খনিজ সম্পদ ও লৌহ ইস্পাত শিল্প
বিষয় | বিবরণ |
কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো | ঝাড়খন্ড। |
কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হলো | তৃতীয়। |
উৎকৃষ্ট শ্রেণীর কয়লা বলা হয় | অ্যান্থ্রাসাইড। |
সর্বশ্রেষ্ট আকরিত লোহা হলো | হেমাটাইট। |
কয়লা থেকে উপজাত দ্রব্যের নাম হলো | কোল গ্যাস,পিচ্ ও আলকাতরা। |
ভারতের প্রাচীনতম খনিজতেল উৎপাদক রাজ্য হলো | অসম। |
ভারতের বেশি অভ্র পাওয়া যায় যে রাজ্যে | ঝাড়খন্ড ও বিহারে। |
ভারতের সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায় যে রাজ্যে | ওড়িশা। |
ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলের নাম হলো | বোম্বে হাই অঞ্চল। |
ম্যাঙ্গানিজ অত্যন্ত প্রয়োজন যে শিল্পে | ইস্পাত শিল্পে। |
ভারতের বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন হয় যে রাজ্যে | ওড়িশা। |
ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো | ভিলাই। |
ভারতের রুঢ় বলা হয় | দুর্গাপুরকে। |
বোকারো লৌহ ইস্পাত কারখানা অবস্থিত যে রাজ্যে | ঝাড়খন্ড। |
ভিলাই অবস্থিত যে রাজ্যে | ছত্রিশগড়। |
জিন্ডাল স্টিলঅ্যান্ড পাওয়ার লিমিটেড অবস্থিত | রায়গড়। |
ওড়িশার লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত | রাউরকেল্লা। |
TISCO -এর পুরো নাম হলো | টাটা আইরন অ্যান্ড স্টিল কোম্পানি। |