Published Date : 21-03-03
156 Views
ভারতের ইতিহাস সম্পর্কিত তথ্য
বিষয় | বিবরণ |
‘ডান্ডী অভিযান’ হয়েছিল | ১২ ই মার্চ, ১৯৩০ খ্রি: । |
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল | ১৩ ই এপ্রিল, ১৯১৯ খ্রি: । |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন | উইলিয়াম কলভিল । |
খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন | মহম্মদ আলি ও সৌকত আলি । |
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন | উমেশচন্দ্র ব্যানার্জি । |
জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড হয়েছিল | ১৯১৯ খ্রি:, অমৃতসর । |
ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন | রাজা রামমোহন রায় । |
নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন | লালা লাজপত রায় । |
বঙ্গভঙ্গ রদ করেন | লর্ড হার্ডিঞ্জ । |
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন | অ্যানি বেসান্ত । |
নীলদর্পণ’ এর রচয়িতা হলেন | দীনবন্ধু মিত্র । |
নব্য বঙ্গ (Young Bengal Movement) আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন | ডেভিড হেয়ার । |
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন | মহম্মদ আলি জিন্না । |
পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ বইটির লেখক হলেন | দাদাভাই নওরোজি । |
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা ছিল | সমাচার দর্পন । |
বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল | ১৮৫৯ খ্রি: । |
বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করছিলেন | এ কে ফজলুল হক । |
বাঘা যতীন’ নামে পরিচিত ছিলেন | যতীন্দ্রনাথ মুখার্জী । |
বিখ্যাত পাকিস্তান প্রস্তাব পাশ হয় | লাহোরে । |
ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি ছিলেন | জে বি কৃপালনী। |
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন | এ. ও. হিউম । |
ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল | বোম্বাই । |
ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন | মাদাম কামা । |
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন | বদ্রুদ্দিন তৈয়াবজি । |
ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল | বেঙ্গল গেজেট । |
ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন ঘটান | লর্ড ডালহৌসী । |
ভারতে রেলওয়ে ও টেলিগ্রাফ চালু করেছিলেন | লর্ড ডালহৌসি । |
ভারতের ‘সিভিল সার্ভিস’ শুরু করেন | লর্ড ডালহৌসী । |
ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয় | ১৮৮৫ খ্রিস্টাব্দে । |
ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন | দাদাভাই নৌরজী । |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন | উমেশ চন্দ্র ব্যানার্জি । |
ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে পরিচিত হয়েছিলেন | এ.ও. হিউম । |
ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল | জুলাই, ১৯৪৭ খ্রি: । |
“মারাঠা” পত্রিকা প্রকাশিত করেছিল | বি জি তিলক। |
লক্ষ্ণৌ চুক্তি (১৯১৬) স্বাক্ষরিত হয় | ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ । |
লাইফ ডিভাইন লিখেছেন | আরবীন্দ ঘোষ । |
সংবাদপত্রের মুক্তি দাতা রূপে পরিচিত ছিলেন | মেটকাফ । |
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন | লর্ড মাউন্টব্যাটেন । |
স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন | জে. বি. কৃপালিনী । |
স্বরাজ আমাদের জন্মগত অধিকার’— উক্তিটি হলো | বালগঙ্গাধর তিলক । |
সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল | ফরওয়ার্ড ব্লক । |
হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় | ১৮৫৬ খ্রি: । |
হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন | এম. কে গান্ধি । |
কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় | ১৮১৭ খ্রি: । |
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় | ১৭৯৩ খ্রি: । |
বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন | ওয়ারেন হেস্টিংস । |
বর্ণপরিচয় গ্রন্থটি লেখেন | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । |
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন | লালা লাজপৎ রায় । |
সূর্যাস্ত আইন প্রবর্তন করেন | লর্ড কর্ণওয়ালিশ । |
সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় | ১৯১৮ খ্রি: । |
যুক্ত সার্বভৌম বাংলা’ র একজন প্রবক্তা হলেন | এইচ.এস. সুরাওয়ার্দি । |
দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন | ত্রিপুরাতে । |
ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন | চক্রবর্তী রাজা গোপালাচারী । |
মুন্ডা বিদ্রোহ ঘটেছিল | ১৮৯৯ – ১৯০০ খ্রি: । |
স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন | লিয়াকৎ আলি খান । |
খুদা-ই-খিদমদগারের নেতা হলেন | এম.এ. জিন্নাহ । |
বাংলার তারিকা আন্দোলনের নেতা হলেন | সঈদ আহমেদ । |
মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম | মজুর মহাজন । |
‘Back to Vedas’ এই স্লোগান প্রবর্তন করেন | স্বামী দয়ানন্দ সরস্বতী । |
‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ’ প্রতিষ্ঠা করেন | রাসবিহারী বোস । |
১৮৫৩ সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় | বোম্বে ও থানের মধ্যে । |
১৮৫৭ -র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন | নানাসাহেব । |
১৯ শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম শুরু করেছিলেন | সৈয়দ আহমেদ খান । |
১৯২১-এর মোপালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল | কেরলে । |
১৯৩২ সালে ‘অল ইন্ডিয়া হরিজন সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন | এম. কে. গান্ধি । |
১৯৪২ -এর ভারতছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন | লিনলিথগো । |
অভিনব ভারত’ নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল | ভি. ডি. সাভারকর দ্বারা । |