পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ
Published Date : 21-02-26
317 Views

পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ

বিষয় বিবরণ
পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে ভাগ করা যায় চার ভাগে।
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায়  নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় ১০০০-২৫০০ মি: উচ্চতা পর্যন্ত।
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় ১০০০মি: উচ্চতা পর্যন্ত।
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় ২৫০০ -৪০০০মি: উচ্চতায়।
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় আল্পীয় উদ্ভিদ দেখা যায় ৪,০০০মি:এর অধিক উচ্চতায়।
পশ্চিমবঙ্গের মালভুমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল পর্ণমোচী প্রকৃতির।
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হিসেবে তরাই ও ডুয়ার্স অঞ্চলে যে উদ্ভিদের প্রাধান্য রয়েছে চিরহরিৎ উদ্ভিদ।
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ।
নারকেল জাতীয় উদ্ভিদ পশ্চিমবঙ্গের যে অংশে দেখা যায় উপকুলীয় সমভূমি অঞ্চলে।
পশ্চিমবঙ্গে যে উদ্ভিদের প্রাধান্য সর্বাধিক সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের।
পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলকে ভাগ করা যায় তিন ভাগে।
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা হল সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৪মিটার।
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম পূর্বাশা বা নিউমুর।
একটি সরলবর্গীয়উদ্ভিদ হল পাইন।
পশ্চিমবঙ্গের বনভূমির পরিমান সর্বাধিক যে জেলায় দার্জিলিং জেলায়।
পশ্চিমবঙ্গের একটি পর্ণমোচী বৃক্ষের নাম শাল।
পশ্চিমবঙ্গের বনভুমির পরিমান সবথেকে কম মুর্শিদাবাদ।
পশ্চিমবঙ্গের সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে।
পশ্চিমবঙ্গের লবনাক্ত মৃত্তিকায় গড়ে ওঠে যে উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য।
পশ্চিমবঙ্গের জোয়ার-ভাটায় প্লাবিত হয় যে অরণ্য ম্যানগ্রোভ অরণ্য।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments