Published Date : 21-02-26
317 Views
পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ
বিষয় | বিবরণ |
পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে ভাগ করা যায় | চার ভাগে। |
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় | ১০০০-২৫০০ মি: উচ্চতা পর্যন্ত। |
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় | ১০০০মি: উচ্চতা পর্যন্ত। |
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় | ২৫০০ -৪০০০মি: উচ্চতায়। |
পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলে যে উচ্চতায় আল্পীয় উদ্ভিদ দেখা যায় | ৪,০০০মি:এর অধিক উচ্চতায়। |
পশ্চিমবঙ্গের মালভুমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল | পর্ণমোচী প্রকৃতির। |
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হিসেবে তরাই ও ডুয়ার্স অঞ্চলে যে উদ্ভিদের প্রাধান্য রয়েছে | চিরহরিৎ উদ্ভিদ। |
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে বলা হয় | ম্যানগ্রোভ উদ্ভিদ। |
নারকেল জাতীয় উদ্ভিদ পশ্চিমবঙ্গের যে অংশে দেখা যায় | উপকুলীয় সমভূমি অঞ্চলে। |
পশ্চিমবঙ্গে যে উদ্ভিদের প্রাধান্য সর্বাধিক | সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের। |
পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলকে ভাগ করা যায় | তিন ভাগে। |
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা হল | সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৪মিটার। |
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম | পূর্বাশা বা নিউমুর। |
একটি সরলবর্গীয়উদ্ভিদ হল | পাইন। |
পশ্চিমবঙ্গের বনভূমির পরিমান সর্বাধিক যে জেলায় | দার্জিলিং জেলায়। |
পশ্চিমবঙ্গের একটি পর্ণমোচী বৃক্ষের নাম | শাল। |
পশ্চিমবঙ্গের বনভুমির পরিমান সবথেকে কম | মুর্শিদাবাদ। |
পশ্চিমবঙ্গের সরলবর্গীয় অরণ্য দেখা যায় | পার্বত্য অঞ্চলে। |
পশ্চিমবঙ্গের লবনাক্ত মৃত্তিকায় গড়ে ওঠে যে উদ্ভিদ | ম্যানগ্রোভ অরণ্য। |
পশ্চিমবঙ্গের জোয়ার-ভাটায় প্লাবিত হয় যে অরণ্য | ম্যানগ্রোভ অরণ্য। |