ভারতের নদনদী
Published Date : 21-02-26
142 Views

ভারতের নদনদী

বিষয় বিবরণ
উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা বলে বিন্ধ্য পর্বতকে।
ভারতের প্রধান নদীর নাম হলো গঙ্গা।
গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো ২৫১০ কিমি।
গঙ্গার গতিপথকে  ভাগে ভাগ করা যায তিন ভাগে।
গঙ্গা নদীর উচ্চগতি  বিস্তৃত গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত।
গঙ্গানদীর  মধ্যগতি  বিস্তৃত হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত।
গঙ্গানদীর  নিম্নগতি  বিস্তৃত বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত।
দেবপ্রয়াগের কাছে যে নদী গঙ্গায় এসে মিশেছে অলকানন্দা।
ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম হলো গঙ্গা।
গঙ্গার প্রধান উপনদীর নাম হলো যমুনা।
যমুনা নদীর উৎপত্তি হলো কুমায়ুন হিমালয়ের  যমুনেত্রী হিমবাহ থেকে।
যমুনা নদীর তিনটি উপনদীর নাম হলো চম্বল , বেতোয়া, কেন।
গঙ্গার বামতীরের উপনদী গুলির নাম হলো রামগঙ্গা , গোমতী, ঘর্ঘরা , গণ্ডক , কোশী।
গঙ্গার ডানতীরের উপনদী গুলির নাম হলো যমুনা , শোন্ ।
গঙ্গানদীর তীরে অবস্থিত চারটি শহরের নাম হলো কোলকাতা,পাটনা,এলাহাবাদ,কানপুর।
উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম হলো সিন্ধু নদ।
সিন্ধুনদীর  উৎপত্তি হলো তিব্বতের সিন – খা – বাদ হিমবাহ থেকে।
সিন্ধুর পাঁচটি উপনদীর নাম হলো শতদ্রু,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী।
কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে ঝিলাম নদী।
 হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে।
উত্তর – পূর্ব ভারতের প্রধান নদীর নাম হলো ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্রের উৎপত্তি হলো তিব্বতের রাক্ষসতাল মানস সরােবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে।
তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হলো সাংপো।
যে যে নদীর মিলিত ধারার নাম ব্ৰহ্মপুত্র ডিবং , ডিহং ও লোহিত  নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম হলো সুবর্ণশিরি ও ভরলী।
লুনি যে অঞ্চলে পড়েছে কচ্ছের রাণ অঞ্চলে।
রাজস্থানের প্রধান নদীর নাম হলো লুনি।
প্রবাহের দিক অনুসার দক্ষিণ ভারতের নদী গুলিকে প্রধান যে ভাগে ভাগ করা যায় পূর্ববাহিনী নদী ও পশ্চিমবাহিনী নদী।
ভারতের বিখ্যাত হুড্র জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর গতিপথে।
দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হলো গোদাবরী।
সবরমতী নদী উৎপন্ন হয়ে যে উপসাগরে পড়েছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে।
গঙ্গানদীর অববাহিকার আয়তন হলো ৮.৩৮ লক্ষ বর্গ কিমি।
ভারতের দুটি হ্রদের নাম হলো রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল।
গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নদীর নাম হলো যাদের      ব – দ্বীপ আছে মহানদী , গদাবরী , কৃষ্ণা , কাবেরী নদীর মোহনায়  ব – দ্বীপ আছে।
ব্রহ্মপুত্র নদ সাংপো  নামে পরিচিত তিব্বতে।
ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি।
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী।
ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম হলো গেরসোপ্পা।
নর্মদা নদীর উৎস হলো মধ্যপ্রদেশের মহাকাল  পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments