ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান
Published Date : 21-02-26
167 Views

ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

নাম অবস্থান
জালদাপাড়া অভ্যয়ারন্য জলপাইগুড়ি ,পশ্চিমবঙ্গ।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান জোরহাট , আসাম।
সোনাই রুপাই অভয়ারণ্য আসাম।
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান গ্যাংটক ,সিকিম।
চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশ।
ঘানা পাখিরালয় অভয়ারণ্য ভরতপুর , রাজস্থান।
দাচিগ্রাম অভয়ারণ্য জম্নু ও কাশ্মীর।
জম্নু ও কাশ্মীর ছত্রিশগড়।
গৌতমবুদ্ধ অভয়ারণ্য বিহার।
ভিতরকনিকা অভয়ারণ্য উড়িষ্যা।
মালাবার অভয়ারণ্য কেরল।
নলবন পক্ষী অভয়ারণ্য উড়িষ্যা।
ভাল্ভাডোর জাতীয় উদ্যান গুজরাট।
গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গুজরাট।
মেরিন জাতীয় উদ্যান গুজরাট।
নাগারহোল জাতীয় উদ্যান কর্ণাটক।
রানারঘাট জাতীয় উদ্যান কর্ণাটক।
ভদ্রা অভয়ারণ্য কর্ণাটক।
দান্দেলি অভয়ারণ্য কর্ণাটক।
তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কর্ণাটক।
ভেদান্থাঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু।
গান্ধি সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশ।
পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশ।
বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ।
করবেট ন্যাশানাল উদ্যান উত্তরাখণ্ড।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments