কিছু ইতিহাসখ্যাত চরিত্র তাদের উপাধি
Published Date : 21-03-04
167 Views

কিছু ইতিহাসখ্যাত চরিত্র তাদের উপাধি

উপাধি চরিত্র
প্রিয়দর্শী অশোক
অমিত্রাঘাত বিন্দুসার
পরাক্রমাংক সমুদ্র গুপ্ত
ভারতের নেপোলিয়ন সমুদ্র গুপ্ত
লিচ্ছবি দোহিত্র সমুদ্র গুপ্ত
ফরিদ খাঁ শেরশাহ
নিজাম খাঁ সিকান্দার শাহ লোদী
মোহম্মদ হাদি মুর্শিদ কুলি খাঁ
জালালউদ্দিন মহম্মদ আকবর
মির্জা মহম্মদ সিরাজউদ্দৌলা
সেলিম জাহাঙ্গীর
যুয়ান চোয়াঙ হিউয়েন  সাঙ
গাজী মলিক গিয়াসউদ্দিন তুঘলক
রামতনু মিশ্র তানসেন
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডিরোজিও
নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ
আদিনাথ চন্দ্রগর্ভ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
আবু রিহান অলবিরুনি
মীর নিসার আলী তিতুমীর
মূল শংকর দয়ানন্দ সরস্বতী
ফিরোজ বিন রজব ফিরোজশাহ তুঘলক
মহেশ দাস বীরবল
নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায়
বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত
বাবর জহিরউদ্দিন মোহম্মদ
প্রিন্স  অব বিল্ডারস শাহজাহান
জিন্দাপীর  ঔরঙ্গজেব
গিয়াউ  উদ্দিন তুঘলক গাজিক মালিক
শাহজাহান খুররম
গো -ব্রাহ্মণ পালক শিবাজী
শের-ই – পাঞ্জাবি লালা লাজপত  রায়
বাংলার রূপকার বিধানচন্দ্র রায়
দেশনায়ক সুরেন্দ্রনাথ
মেহেরুন্নেসা বেগম নুরজাহান
আর্জুমান  বানু বেগম মমতাজ
ভলদিমির ইলিচ   উলিয়ানভ লেনিন
মুইজউদ্দিন মহম্মদ  মহম্মদ ঘুরী
বিনায়ক দামোদর সাভারকর বীর সাভারকার
জুনা খাঁ মহম্মদ- বিন -তুঘলক
মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা
বিষ্ণু গুপ্ত চানক্য
যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় বাঘাযতীন
ড.  ভীমরাও রামজী  আম্বেদকর ড . বি. আর . আম্বেদকর
লোকহিতবাদী গোপালহারি দেশমুখ
লোকমান্য বাল গঙ্গাধর তিলক
মহামতী গোপালকৃষ্ণ গোখলে
দ্বিতীয় আলেকজান্ডার আলাউদ্দিন খলজী
লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল
বিক্রমশীল ধর্মপাল
পরমেশ্বর দ্বিতীয় পুলকেশী
সিকন্দর লোদি নিজাম   খাঁ
ছত্রপতি  শিবাজী
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments