অলিম্পিকের কিছু তথ্য
Published Date : 21-03-05
396 Views

অলিম্পিকের কিছু তথ্য

 বিষয় বিবরণ
প্রথম অলিম্পিক শুরু হয় ৭৭৬ খ্রীঃ ।
আধুনিক অলিম্পিক শুরু হয় ১৮৯৬খ্রীঃ ।
আধুনিক অলিম্পিকের প্রধান রূপকার হলেন ব্যরন পিয়েন দ্য কুবাঁতিন ।
অলিম্পকে ফুটবল শুরু হয় ১৯০০ খ্রীঃ ( প্যারিস ) ।
অলিম্পিকে ক্রিকেট শুরু ও শেষ হয় ১৯০০ খ্রীঃ ( প্যারিস ) ।
অলিম্পিকে হকি শুরু হয় ১৯০৮ খ্রীঃ , লন্ডন ।
অলিম্পিকে সোনার পদক দেওয়া শুরু হয় ১৯০৮ খ্রীঃ , লন্ডন ।
অলিম্পিক মেয়েরা যোগদান করে ১৯২৮ খ্রীঃ , আমস্টারডাম ।
অলিম্পিক পূতাগ্নি (মশাল) শুরু হয় ১৯২৮ খ্রীঃ , আমস্টারডাম ।
অলিম্পিকে ভলিবল শুরু হয় ১৯৬৪ খ্রীঃ ।
এশিয়াতে প্রথম অলিম্পিকের আসর বসে ১৯৬৪ খ্রীঃ ।
অলিম্পিকের ৫ টি বৃত্ত হলো নীল – ইউরোপ , হলুদ – এশিয়া , কালো – আফ্রিকা , সবুজ – অস্ট্রেলিয়া , লাল – আমেরিকা ।
২০১৬ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় রিও, ব্রাজিল ।
অঙ্কিত শর্মা ২০১৬ সালের রিও অলিম্পিকে খেলার জন্য মনোনীত হয় লং জাম্প খেলার জন্য মনোনীত হয়।
দ্যুতি চাঁদ ২০১৬ সালে রিও অলিম্পিকে যে খেলার জন্য ছাড়পত্র পান স্প্রিন্টর (দৌড়) ।
২০১৬ সালের রিও অলিম্পিকের ভারতীয় অফিসিয়াল স্পনসর হলেন আমূল ।
২০২০ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিও, জাপান ।
প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় ফ্রান্সে ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments