Published Date : 21-03-05
143 Views
ইতিহাসের কিছু বিদ্রোহ ও তার নেতৃত্ব
বিদ্রোহের নাম | সাল | স্থান | নেতা | |
চুয়াড় বিদ্রোহ | ১৭৬৬ -৭২ | জঙ্গলমহল | জগন্নাথ সিং, রানি শিরোমনি, দুর্জন সিং | |
ওয়াহাবি আন্দোলন | ১৮২২ | পূর্বরঙ্গ সহ ভারতে সর্বত্র | তিতুমীর, সৈয়দ আহমেদ | |
কোল বিদ্রোহ | ১৮২০ – ৩৩ | ছোটনাগপুর অঞ্চল | সুই মুন্ডা, কিন্ডরাই মানকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত | |
সাঁওতাল বিদ্রোহ | ১৮১৫ | রাজমহল থেকে মুর্শিদাবাদ | সিধু, কানু, ভৈরব, বীর সীমাংকি | |
সিপাহী বিদ্রোহ | ১৮৫৭ | বহরমপুর, ব্যারাকপুর, মিরাট | মঙ্গল পান্ডে, আজিমুল্লা, তাঁতিয়া টোপি, নানা সাহেব,কুনওয়ার সিং, রানি লক্ষীবাঈ প্রমুখ | |
নীল বিদ্রোহ | ১৮৫৯ – ৬০ | বারাসাত থেকে নদীয়া, মালদহ, যশোহর, ফরিদপুর, রাজশাহী, পাবনা | বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস | |
হোমরুল আন্দোলন | ১৯১৬ – ১৭ | কানপুর,বোম্বাই, এলাহাবাদ, মাদ্রাজ, বারাণসী | অ্যানি বেসান্ত,বাল গঙ্গাধর তিলক,সুব্রহ্মন আয়ার | |
রাওলাট সত্যাগ্রহ | ১৯১৯ | ব্রিটিশ শাসনাধীন ভারত | সৈফুদ্দিন কিচলু, সত্যপাল, মহাত্মা গান্ধী | |
খিলাফত আন্দোলন | ১৯১৯ -২২ | ভারত | মহাত্মা গান্ধী, লিয়াকত আলী,শওকত আলী, আব্দুল কালাম | |
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ | ১৭৬০ – ১৮০০ | ঢাকাতে শুরু | ভবানী পাঠক, দেবী চৌধুরানী,মজনু শাহ, চিরাগ আলী | |
রংপুর বিদ্রোহ | ১৭৮৩ | রংপুর | নুরুলউদ্দিন | |
পাইক বিদ্রোহ | ১৮১৭ – ১৮ | ওড়িশা | বিদ্যাধর মহাপাত্র |