বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
Published Date : 21-03-07
172 Views

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

 বিভিন্ন ক্ষেত্র প্রথম মহিলার নাম
জাতীয় কংগ্রেসের সভাপতি সরোজিনী নাইডু
রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল
প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী
মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী
রাজ্যপাল সরোজিনী নাইডু
লোকসভার অধ্যক্ষ মীরা কুমার
সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি
হাই কোর্টের বিচারপতি আন্না চন্ডী
হাই কোর্টের প্রধান বিচারপতি লীলা শেঠ
রাষ্ট্রদূত বিজয়লক্ষী পন্ডিত
ব্যারিস্টার কর্নেলিয়া সোরাবজি
আইনজীবী রোজিনা গুহ
নির্বাচনার কমিশনার রমা দেবী
মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) অমৃত কাউর
মহিলা মন্ত্রী (রাজ্য) বিজয়লক্ষী পন্ডিত
বিমানচালক দুর্বা ব্যানার্জি
ট্রেনচালক সুরেখা যাদব
মহাকাশচারি কল্পনা চাওলা
সাম্মানিক স্নাতক কামিনী রায়
ইংরেজি ভাষার কবি তরু দত্ত
চিত্রকর সুনয়নি দেবী
চলচ্চিত্র অভিনেত্রী কমলাবাই গোখলে
মিস ইউনিভার্স সুস্মিতা সেন
মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া
নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেজা
বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী
পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত
ভারতরত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী
দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী দেবিকা রানী
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা
জিব্রাল্টার অতিক্রমকারী আরতি প্রধান
এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল
এভারেস্ট জয়ী(প্রতিবন্ধী) অরুমিনা সিনহা
আন্টার্কটিকা অভিযানকারী মেহের মুস
দাবায় গ্রান্ড মাস্টার কোনেরু হাম্পি
অলিম্পিক পদক জয়ী কর্ণম মালেশ্বরী
এশিয়াডে সোনাজয়ী কমলজিত সিং সাধু
দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার মিতালি রাজ
রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর জে.কে.উদাসী
মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি
ভাইস এয়ার মার্শাল পি.বন্দ্যোপাধ্যায়
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments