ভারতের নদনদী :-
a .যখন কোনো উচ্চভূমি অর্থাৎ পাহাড় ,পর্বত ,মালভূমি ,হিমবাহ প্রভৃতি থেকে নির্গত কোনো জলধারা সে বৃষ্টির জলে পুষ্ট বা বরফ গলা জলে পুষ্ট হোক যখন ভূমির ঢাল বেয়ে নদীর উচ্চ গতি থেকে নিম্নগতির দিকে প্রবাহিত হয় এবং নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে সমুদ্র স্রোত জলাভূমিতে প্রবাহিত হয় তখন তাকে নদী বলা হয়।
যেমন :-আমরা নদীর উৎপত্তি সম্পর্কে জানতে গেলে বলতে পারি যে গঙ্গোত্রী হিমবাহ -এর গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে।
b .নদীর তিনটি অবস্থা রয়েছে।১ . নদী যৌবন অবস্থায় তীব্র গতি সম্পন্ন হয় ও ক্ষয় করে।
২.নদী পরিণত অবস্থায় মাঝারি গতি সম্পন্ন হয় ও ক্ষয় জাত পদার্থ বহন করে।
৩.নদী বার্ধক্য অবস্থায় গতিহীন হয়ে পরে এবং বিভিন্ন ক্ষয়জাত পদার্থ সঞ্চয় করে।
বিভিন্ন নদীর সম্পর্কে প্রশ্ন উত্তর নিচে নিম্নে আলোচিত করা হলো ———
1.ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী -১.গঙ্গা ২.মহানদী ৩.গোদাবরী ৪.নর্মদা।
Ans. ১.গঙ্গা।
2.সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠছিলো? -১.রোমান সভ্যতা ২.হরপ্পা ৩.মহেঞ্জোদারো ৪.রংপুর।
Ans. ৩.মহেঞ্জোদারো।
3.কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাতটি র নাম কি ?-১.শিবসমুদ্রম ২.গার্সিয়াপ্পা ৩.গেরসাপ্পা ৪.নায়াগ্রা।
Ans. ১.শিবসমুদ্রম।
4.ভারতের দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? -১.গঙ্গা ২.মহানদী ৩.যমুনা ৪.ভাগীরথী।
Ans. ৩.যমুনা।
5.বিহারের দুঃখ ভারতের কোন নদীকে বলা হয় ?-১.নর্মদা ২.গোদাবরী ৩.কাবেরী ৪.কোশি নদীকে।
Ans. ৪.কোশি নদীকে।
6.ভারতের কানপুর শহরটি কোন নদী সংলগ্ন অবস্থিত ?-১.যমুনা ২.গঙ্গা ৩.ভাগীরথী ৪.নর্মদা।
Ans. ২.গঙ্গা।
7.ভারতের বেনারস শহরটি কোন নদীর তীরে গড়ে উঠছিলো ?-১.দামোদর ২.হলদি ৩.গঙ্গা ৪.দ্বারকা।
Ans. ৩.গঙ্গা।
8.গোদাবরী নদীর তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহরের নাম কি ?-১.কানপুর ২.নাসিক ৩.হরিদ্বার ৪.জামশেদপুর।
Ans. ২.নাসিক।
9.পাটনা শহরটি কোন নদী সংলগ্নে অবস্থিত ?-১.মহানদী ২.সুবর্ণরেখা ৩.রূপনারায়ণ ৪.গঙ্গা।
Ans. ৪.গঙ্গা।
10.কোন নদীর তীরে কটক শহর গড়ে উঠছে ?-১.কাবেরী ২.মহানদী ৩.কৃস্না ৪.গোদাবরী।
Ans. ২.মহানদী।
11.ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?-১.সিন্ধু ২.ব্রম্ভপুত্র ৩.কাবেরী ৪.পদ্মা।
Ans. ২.ব্রম্ভপুত্র।
12.কোন নদীর খাত অগভীর হওয়ায় প্রতিবছর বর্ষাকালে প্রবল বন্যার সৃষ্টি হয় ?-১.নর্মদা ২.মহানদী ৩.ব্রম্ভপুত্র ৪.গোদাবরী।
Ans. ৩.ব্রম্ভপুত্র।
13.ব্রম্ভগিরি শৃঙ্গ থেকে ভারতের কোন নদীর উৎপত্তি হয়েছে ?-১.সিন্ধু ২.কাবেরী ৩.সুবর্ণরেখা ৪.কৃস্ন।
Ans. ২.কাবেরী।
14.’দক্ষিণের গঙ্গা ‘নামে কোন নদী পরিচিত ?-১.কৃস্না ২.কাবেরী ৩.নর্মদা ৪.গোদাবরী।
Ans. ৪.গোদাবরী।
15.নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠছিলো ?-১.মিশরীয় সভ্যতা ২.চৈনিক সভ্যতা ৩.রোমান সভ্যতা ৪.রংপুর সভ্যতা।
Ans. ১.মিশরীয় সভ্যতা।
16.কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই?-১.তাপ্তি ২.নর্মদা ৩.সবরমতি ৪.কৃস্না।
Ans. ২.নর্মদা।
17.ঝিলম ,চন্দ্রভাগা,ইরাবতী ,বিপাশা ,শতদ্রু এই নদী গুলি কোন নদীর উপনদী ?-১.সিন্ধু ২.গঙ্গা ৩.ব্রম্ভপুত্র ৪.দামোদর।
Ans. ১.সিন্ধু।
18.রাইন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠছিলো ?-১.মহেঞ্জোদারো ২.হরপ্পা ৩.মিসরীয় ৪.সেল্টিক সভ্যতা
Ans. ৪.সেল্টিক সভ্যতা।
19.ভারতের কোন নদীর উৎসস্থল ত্রিম্বক পর্বত?-১.গোদাবরী ২.মহানদী ৩.কাবেরী ৪.নর্মদা।
Ans. ১.গোদাবরী।
20.ভারতের কোন নদীর উৎস্থলের নাম অমরকণ্টক শৃঙ্গ?-১.শতদ্রু ২.ইন্দ্রাবতী ৩.নর্মদা ৪.প্রানাহিতা।
Ans. ৩.নর্মদা।
21.ভারতের পশ্চিম বাহিনী নদীটি হলো -১.মহানদী ২.কাবেরী ৩.গোদাবরী ৪.নর্মদা।
Ans. ৪.নর্মদা।
22.সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠছিলো ?-১.রোমান সভ্যতা ২.হরপ্পা ৩.মহেঞ্জোদারো ৪.রংপুর।
Ans. ৩.মহেঞ্জোদারো।
23.তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?-১.নর্মদা ২.কৃস্না ৩.কাবেরী ৪.মহানদী।
Ans. ২.কৃস্না।
24.দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কোন নদীর বদ্বিপকে বলা হয় ?-১.কৃস্না ২.কাবেরী ৩.গোদাবরী ৪.মহানদী।
Ans. ২.কাবেরী।
25.মিজোরাম কোন নদীর উৎসস্থল ?-১.কর্ণফুলী ২.বিপাশা ৩.মুসি ৪.তাপ্তি।
Ans. ১.কর্ণফুলী।
26.শিলাবতী ও দ্বারকেশ্বর কোন নদীর উসস্থল ?-১.সুবর্ণরেখা ২.হলদি ৩.রূপনারায়ণ ৪.দামোদর।
Ans. ৩.রূপনারায়ণ ।
*শতদ্রু ,বিপাশা ,ইরাবতী ,চন্দ্রভাগা এবং বিতস্তা এই পাঁচটি নদীকে একত্রে পঞ্চনদ বলা হয়। এই পাঁচটি নদী থেকেই পাঞ্জাবের (পঞ্চ +অব )নামকরণ করা হয়েছে।
*বিপাশা নদীর তীরে অবস্থিত মানালি এবং শতদ্রু নদীর তীরে অবস্থিত ভাকরা শহর।
*উৎসস্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত এবং গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত।
*যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এবং এলাহাবাদের কাছে গঙ্গার সাথে যমুনা ও সরস্বতী নদী আসে মিলিত হয়েছে। এই তিনটি নদীর মিলন স্থল ‘ত্রিবেণী সঞ্চয় ‘নামে পরিচিত।
*গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। কারণ -গঙ্গা নদীর গতিপথে তিনটি গতি অর্থাৎ ,উচ্চগতি ,মধ্যগতি এবং নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
*ডিহং,দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহ ব্রম্ভপুত্র নামে পরিচিত।
*ভারতের বৃহত্তম নদী -বদ্বীপ টি হলো ‘মাজুলি ।
*ব্রম্ভপুত্র নদ ভারতে প্রবাহিত নদীগুলির মধ্যে সবচেয়ে বেশি জল বহন করে।
*মহানদীর ওপর বিশ্বের দীর্ঘতম বাঁধ ‘হীরাকুঁদ ‘অবস্থিত। ২৭ কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি পৃথিবীর দীর্ঘতম বাঁধ। ১৯৫৭ সালে এই বাঁধটি তৈরী হয়,যেটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা।
*দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো ‘গোদাবরী ‘। এটি দক্ষিণ ভারতের গঙ্গা ও বুড়ি গঙ্গা নামেও পরিচিত। এই গোদাবরী নদীর তীরে ‘নাসিক ‘শহরটি অবস্থিত।
নদী | উৎসস্থল | দৈর্ঘ্য | পতিত হয়েছে |
গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | প্রায় ২,৫২৫ কি.মি . | বঙ্গপোসাগর |
সিন্ধু | সঙ্গীখাবাব হিমবাহ | প্রায় ২,৮৮০ কি .মি . | আরবসাগর। |
লুনি | অনাসাগর হ্রদ | প্রায় ৪৫০ কি .মি . | কচ্ছের রণ । |
নর্মদা | অমরকণ্টক শৃঙ্গ | প্রায় ১,৩০০ কি.মি. | খাম্বাত উপসাগর। |
মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | প্রায় ৮৫৭ কি.মি . | বঙ্গপোসাগর । |
ব্রম্ভপুত্র | চেমায়ুঙ দুং হিমবাহ | প্রায় ২,৯৯০ কি.মি. | বঙ্গপোসাগর। |
সুবর্ণরেখা | ছোটনাগপুর মালভূমি | প্রায় ৪৩০ কি.মি | বঙ্গপোসাগর। |
কৃষ্ণা | মহাবালেশ্বর শৃঙ্গ | প্রায় ১,৪০০ কি.মি. | বঙ্গোপসাগর। |
তাপ্তি | মহাদেব পর্বত | প্রায় ৭২৫ কি.মি | খাম্বাত উপসাগর । |
সবরমতি | আরাবল্লী পর্বত | প্রায় ৪০০ কি.মি . | খাম্বাত উপসাগর । |
কাবেরী | ব্রম্ভগিরি শৃঙ্গ | প্রায় ৮০৫ কি.মি. | বঙ্গোপসাগর।
|
গোদাবরী | ত্রিম্বক উচ্চভূমি | প্রায় ১,৪৬৫ কি.মি. | বঙ্গোপসাগর।
|