Published Date : 21-04-09
215 Views
ফার্ন জাতীয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ঔষধ উৎপাদনে ব্যবহার
বৈজ্ঞানিক নাম | ব্যবহৃত অংশ | ব্যবহার (রোগ প্রতিরোধে ) |
Adiantum capillus – veneris L. | পাতা | কফ এবং গলার সংক্রমণ এ ব্যবহার করা হয়। |
Acrosticum aureum L. | রাইজোম | ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। |
Actinopteris radiata L. | সম্পূর্ণ উদ্ভিদ | কৃমি নাশক ও রক্তস্রাব বিরোধী হিসেবে কাজ করে। |
Asplenium falcatum Lam. | সম্পূর্ণ উদ্ভিদ | ম্যালেরিয়া , জন্ডিস , বৃহৎ প্লীহা প্রভৃতি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। |
Botrychium lunaria L. | পাতা এবং মূল | আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয়। |
Cibotium barometz L. | মূল | কোটিদেশীয় যন্ত্রনা উপশমে ব্যৱহৃত হয়। |
Cephalomanes javanicum (B1) | শুষ্ক উদ্ভিদ | মাথা যন্ত্রনা নিরাময়ে ব্যবহৃত হয়। |
Cheilanthes farinosa Kaulf. | মূল | একজিমা এবং পেটের ব্যথা উপশম কারক । |
Ceterach officinarum Willd. | সম্পূর্ণ উদ্ভিদ | মূত্রবর্ধক এবং রক্ত ক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয়। |
Hemionitis arifolia (Burn ) | পাতার নির্যাস | পোড়া ঘা নিরাময়ে ব্যবহৃত হয়। |
Helminthostachys zeylanica L. | সমগ্র উদ্ভিদ | সাইটিকা (sciatica ) চিকিৎসার কাজে লাগে। |
Lygodium flexuosum L. | পাতা | আলসার ,খোসপাঁজরা, একজিমা, কেটে গিয়ে ক্ষত নিরাময়ের কাজে ব্যবহৃত হয়। |
Lemmaphyllum carnosum | পাতা | মূত্র থলিতে পাথর ও বাথ নিরাময়ে ব্যবহৃত হয়। |
Lygodium japonicum | পাতা | কাশির ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। |
Marsilea minuta L. | পাতা | মৃগী রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। |
Nephrolepis cordifolia | ফ্রন্ড (frond ) | কাশি কমাতে ব্যবহৃত হয়। |
Ophioglossum pendulum | পাতা | চুলের বৃদ্ধি উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। |