ফার্ন জাতীয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
Published Date : 21-04-09
215 Views

ফার্ন জাতীয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ঔষধ উৎপাদনে ব্যবহার

বৈজ্ঞানিক নাম ব্যবহৃত অংশ ব্যবহার (রোগ প্রতিরোধে )
Adiantum capillus – veneris L. পাতা কফ এবং গলার সংক্রমণ এ ব্যবহার করা হয়।
Acrosticum aureum L. রাইজোম ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়।
Actinopteris radiata L. সম্পূর্ণ উদ্ভিদ কৃমি নাশক ও রক্তস্রাব বিরোধী হিসেবে কাজ করে।
Asplenium falcatum Lam. সম্পূর্ণ উদ্ভিদ ম্যালেরিয়া , জন্ডিস , বৃহৎ প্লীহা প্রভৃতি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Botrychium lunaria L. পাতা এবং মূল আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয়।
Cibotium barometz L. মূল কোটিদেশীয় যন্ত্রনা উপশমে ব্যৱহৃত হয়।
Cephalomanes javanicum (B1) শুষ্ক উদ্ভিদ মাথা যন্ত্রনা নিরাময়ে ব্যবহৃত হয়।
Cheilanthes farinosa Kaulf. মূল একজিমা এবং পেটের ব্যথা উপশম কারক ।
Ceterach officinarum Willd. সম্পূর্ণ উদ্ভিদ মূত্রবর্ধক এবং রক্ত ক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয়।
Hemionitis arifolia (Burn ) পাতার নির্যাস পোড়া ঘা নিরাময়ে ব্যবহৃত হয়।
Helminthostachys zeylanica L. সমগ্র উদ্ভিদ সাইটিকা (sciatica ) চিকিৎসার কাজে লাগে।
Lygodium flexuosum L. পাতা আলসার ,খোসপাঁজরা, একজিমা, কেটে গিয়ে ক্ষত নিরাময়ের কাজে ব্যবহৃত হয়।
Lemmaphyllum carnosum পাতা মূত্র থলিতে পাথর ও বাথ নিরাময়ে ব্যবহৃত হয়।
Lygodium japonicum পাতা কাশির ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
Marsilea minuta L. পাতা মৃগী রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
Nephrolepis cordifolia ফ্রন্ড (frond ) কাশি কমাতে ব্যবহৃত হয়।
Ophioglossum pendulum পাতা চুলের বৃদ্ধি উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments