Published Date : 21-03-17
135 Views
বিজ্ঞানের কয়েকটি শাখা
বায়োমেটিরিওলজি (Biometeorology ) | জীবন্ত প্রাণীদের ওপর আবহমণ্ডলের প্রভাব সংক্রান্ত বিষয়। |
এথনোলজি (Ethnology ) | অ্যান্থ্রোপোলজির শাখা যাতে মানব জাতির বৈশিষ্ট্য আলোচনা করা যায়। |
বায়োনোমিক্স (Bionomics ) | প্রাণীর সাথে তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান। |
এথনোগ্রাফি (Ethnography ) | অ্যান্থ্রোপোলজির শাখা যাতে ব্যাক্তিগত সংস্কৃতি নিয়ে পড়া। |
বায়োনমি (Bionomy ) | জীবনের আইন সংক্রান্ত বিজ্ঞান। |
এপিডেমাইয়োলজি (Epidemiology ) | চিকিৎসা বিজ্ঞানের শাখা যা সংক্রামক রোগ সংক্রান্ত। |
বায়োফিজিক্স (Biophysics ) | জীবিত প্রাণীদের Vital process এর পদার্থ বিদ্যা। |
এন্টোমলজি (Entomology ) | পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। |
বোটানী (Botany ) | উদ্ভিদবিদ্যা সংক্রান্ত বিজ্ঞান। |
এম্ব্রায়োলজি (Embryology ) | ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। |
সেরামিক্স (Ceramics ) | কাদা থেকে দ্রব্যাদি তৈরির কলা ও প্রযুক্তিবিদ্যা। |
ইলেক্ট্রোস্ট্যাটিক্স (Electrostatics ) | স্থির তড়িৎ সংক্রান্ত বিজ্ঞান। |
কেমোথেরাপি (Chemotherapy ) | রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে চিকিৎসা। |
ইলেকট্রনিক্স (Electronics ) | বৈদ্যুতিক সার্কিট ও ডিভাইস সংক্রান্ত বিজ্ঞান। |
ক্রোনোবায়োলোজি (Chronobiology ) | জীবনকাল সংক্রান্ত বিষয়। |
ইকোনোমিক্স (Economics ) | বস্তুর বিস্তৃতি ,উৎপাদন ,খরচ সংক্রান্ত বিজ্ঞান। |
ক্রনোলজি (Chronology ) | প্রাচীন ঐতিহাসিক ঘটনা গুলি কালভিত্তিক আলোচনা সংক্রান্ত বিজ্ঞান। |
ইকোনোমেট্রিক্স (Econometrics ) | ইকোনোমিক সূত্রগুলিতে গণিতের প্রয়োগ সংক্রান্ত বিজ্ঞান। |
কঞ্চলজি (Conchology ) | জুলোজির শাখা যা মূলতঃ শাঁখ ও ঝিনুক সম্পর্কিত। |
ইকোলজি (Ecology ) | প্রাণী ও উদ্ভিদদের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান। |
কসমোগ্রাফি (Cosmography ) | বিশ্ব ব্রহ্মান্ডের বিভিন্ন বিষয়ের বর্ণনা ও মানচিত্রকরণ বিদ্যা। |
ডার্মাটোলজি (Dermatology ) | চর্ম রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
কসমোলজি (Cosmology ) | প্রকৃতির বিজ্ঞান ও বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ইতিহাস। |
ডাকটাইলোগ্রাফি (Dactylography ) | ফিঙ্গার প্রিন্ট দ্বারা চিহ্নিত করণ। |
ক্রিপ্টোগ্রাফি (Cryptography ) | গোপন লেখা পড়ার বিজ্ঞান। |
সাইটোলজি (Cytology ) | কোশ নিয়ে পড়া ,মূলতঃ তাদের সৃষ্টি ,গঠন এবং কার্য প্রণালী। |
সাইটোকেমিষ্ট্রি (Cytochemistry ) | সাইটোলজির একটি শাখা। কোশের রসায়ন নিয়ে পড়া। |
ইথোলজি (Ethology ) | প্রাণীদের ব্যাবহার সংক্রান্ত বিজ্ঞান। |
হাইড্রোপ্যাথি (Hydropathy ) | জলের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারের সাহেয্যে রজার চিকিৎসা। |
ফ্রাকটোগ্রাফি (Fractography ) | ধাতব পাত্রের চিড় খাওয়া সংক্রান্ত বিজ্ঞান। |
হাইড্রোমেটিরিওলজি (Hydrometeriology ) | বায়ুমন্ডলস্থ জলের বিভিন্ন অবস্থায় পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞান। |
জেনিয়ালজি (Genealogy ) | পরিবেশের সৃষ্টি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান। |
হাইড্রোলজি (Hydrology ) | বারিমণ্ডল ও বায়ুমণ্ডলস্থিত জলের ধর্ম ,অবস্থান সংক্রান্ত বিজ্ঞান। |
জেনিকোলোজি (Genecology ) | বাস্তুস্থানের সাথে সম্পর্কিত উদ্ভিদকূলের বংশ গত গঠন। |
হাইড্রোগ্রাফি (Hydrography ) | প্রধানত নেভিগেশনে ব্যবহৃত পৃথিবীস্থ জলের পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। |
জেনেসিওলজি (Genesiology ) | বংশগতির বিজ্ঞান। |
হাইড্রোডায়নামিক্স (Hidrodynamics ) | প্রবাহিত তরলের চাপ ,শক্তি ,গতি, বেগ প্রভৃতির বিজ্ঞান । |
জিওবায়োলোজি (Geobiology ) | স্থলভাগের প্রাণী দের সংক্রান্ত বিজ্ঞান। |
হর্টিকালচার (Horticulture ) | ফুল ,ফল ,শাকসবজি এবং অলংকারী গাছের চাষ। |
জিওবোটানি (Geobotany ) | পৃথিবী ও উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান। |
হিস্টোলজি (Histology ) | কলা সংক্রান্ত বিদ্যা। |
জিওকেমিস্ট্রি (Geochemistry ) | পৃথিবীর ভূত্বক ও রাসায়নিক গঠন সংক্রান্ত বিজ্ঞান। |
গাইনেকোলজি (Gynecology ) | মহিলাদের জননতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
জিওজেসি (Geodesy ) | ভূতাত্বিক ,মাধ্যাকর্ষণ ও চুম্বকীয় পরিমাপের সাহায্যে ভূ-পৃষ্ঠের জরিপকার্য ও মানচিত্র তৈরির বিজ্ঞান। |
গ্লেসিওলজি (Glaciology ) | তুষার ও বরফ সংক্রান্ত বিজ্ঞান। |
জিওগ্রাফি (Geography ) | ভূ -পৃষ্ঠ বায়ুমণ্ডল ,বারিমণ্ডল মানুষের জীবন সংস্কৃতি সংক্রান্ত বিদ্যা। |
জিওফিজিক্স (Geophysics ) | পৃথিবীর পদার্থবিদ্যা সম্পর্কিত বিজ্ঞান। |
জিওলোজি (Geology ) | পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান। |
জিওমরফোলজি (Geomorphology ) | ভূমিরূপের বৈশিষ্ট্য ,গঠন ,সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞান। |
জিওমেডিসিন (Geomedicine ) | মানুষের স্বাস্থ্যের ওপর জলবায়ু ও পরিবেশের প্রভাব সংক্রান্ত চিকিৎসা বিদ্যা। |