Published Date : 21-03-17
150 Views
বিজ্ঞানের কয়েকটি শাখা
হাইড্রোস্ট্যাটিক (Hydrostatic ) | তরলের চাপ ও বেগ সংক্রান্ত বিজ্ঞান। |
ওডোনটোলজি (Odonology ) | দাঁত সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক পড়াশুনা। |
লিমনোলোজি (Limnology ) | হ্রদ সংক্রান্ত বিজ্ঞান। |
নিউমেরোলজি (Numerology ) | সংখ্যা সংক্রান্ত বিজ্ঞান। |
লিথোলজি (Lithology ) | শিলা সংক্রান্ত বর্ণনা। |
নোসোলজি (Nosology ) | রোগের শ্রেণীবিভাগ। |
ম্যামোগ্রাফি (Mammography ) | দুগ্ধগ্রন্থির রেডিওগ্রাফি করা। |
নিউরোপ্যাথোলজি (Neuropathology ) | স্নায়ু তন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
মেটালোগ্রাফি (Metallography ) | আকরিক থেকে ধাতু নিষ্কাশন। |
নিউরোলজি (Neurology ) | স্নায়ুতন্ত্র ,তার কার্য ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান। |
মেট্রোলজি (Metrology ) | ওজন ও পরিমাপের বিজ্ঞান। |
মাইকোলোজি (Mycology ) | ছত্রাক ও ছত্রাক ঘটিত রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
মাইক্রোবায়োলজি (Microbiology ) | ব্যাক্টেরিয়া ,প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান। |
মরফোলজি (Morphology ) | গঠন ও জৈবিক রূপ সংক্রান্ত বিজ্ঞান। |
মুলিকুলার বায়োলজি (Molecular Biology ) | জীববিদ্যার প্রয়োজনীয় আণবিক গঠন সংক্রান্ত বিজ্ঞান। |
অপটিক্স (Optics ) | আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞান। |
অটোরাইনল্যারিংগোলজি (Otorthnolaringology ) | কান ,নাক ,গলার রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
অরিনথলজি (Orinothology ) | পক্ষী সংক্রান্ত বিজ্ঞান। |
অটোলোজি (Otology ) | কর্ণ সংক্রান্ত বিজ্ঞান। |
অর্থোপেডিক্স (Orthopedics ) | অস্থিপেশি সংক্রান্ত চিকিৎসা ,রোগ নির্ণয় সংক্রান্ত বিজ্ঞান। |
অস্টিওলোজি (Osteology ) | অস্থি সংক্রান্ত পড়াশুনা। |
রেডিওলোজি (Radiology ) | এক্স -রে ও তেজস্ক্রিয়তা বিজ্ঞান। |
রেডিও অ্যাস্ট্রোনমি (Radio Astronomy ) | মহাজাগতিক বস্তু ও রেডিও ফ্রিকোয়েন্সি সংক্রান্ত পড়াশুনা। |
রেডিও বায়োলজি (Radio Biology ) | বিকিরণের প্রাণীদেহের ওপর প্রভাব সংক্রান্ত বিজ্ঞান। |
প্যালিওবোটানি (Paleobotany ) | জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান। |
প্যাথোলোজি (Pathology ) | রোগ সংক্রান্ত বিজ্ঞান। |
প্যালিওন্টোলজি (Paleontology ) | জীবাশ্ম নিয়ে পড়া। |
পোমোলজি (Pomology ) | ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞান। |
প্ল্যানেটোলজি (Planetology ) | সৌরজগতের গ্রহ সংক্রান্ত বিজ্ঞান। |
ফিলোলোজি (Philology ) | লিখিত রেকর্ডসের এবং তাদের সত্যতা নিয়ে পড়া। |
ফাইটোজেনি (Phytogany ) | উদ্ভিদের সৃষ্টি ও বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞান। |
ফনেটিক্স (Phonetics ) | বলা শব্দের প্রোডাকশন ,ট্রান্সমিশন ও রিসেপশন সংক্রান্ত পড়া। |
ফিজিওগ্রাফি (Physiography ) | প্রাকৃতিক ভূগোলের বিজ্ঞান। |
ফটো বায়োলজি (Photo -biology ) | জীববিদ্যার এই শাখায় প্রাণীদের ওপর আলোর প্রভাব সংক্রান্ত বিজ্ঞান। |
ফিজিক্স (Physics ) | বস্তুর ধর্ম সংক্রান্ত বিজ্ঞান। |
ফথিসিওলজি (Phthisiology ) | টিউবারকুলেসিস সংক্রান্ত বিজ্ঞান। |
ফাইকোলোজি (Phycology ) | ছত্রাক সংক্রান্ত বিজ্ঞান। |