বিজ্ঞানের শাখা (Part- 3)
Published Date : 21-03-18
138 Views

বিজ্ঞানের কয়েকটি শাখা

সাইকোলজি (Psychology ) মানুষ ও প্রাণী ব্যবহার সংক্রান্ত বিদ্যা।
সিসমোলোজি (Seismology ) ভূমিকম্প ও তথসংক্রান্ত পড়াশুনা।
স্ট্যাটিসাটিক্স (Statistics ) সংখ্যাত্বিক তথ্য দিয়ে পড়াশুনা।
সেলেনোলোজি (Selenology ) চাঁদ এর প্রকৃতি ,সৃষ্টি ,পরিক্রমণ সংক্রান্ত বিদ্যা।
স্পেক্ট্রোস্কপি (Spectroscopy ) স্পেক্ট্রোকপি দ্বারা বিষয় ও শক্তি সংক্রান্ত বিদ্যা।
সেরিকালচার (Sericulture ) রেশম মথ উৎপাদন সংক্রান্ত বিদ্যা।
সোসিওলজি (Sociology ) মানব সমাজ সংক্রান্ত বিদ্যা।
টেকটনিক্স (Tectonics ) ভূ-ত্বকের গাঠনিক বিষয় নিয়ে পড়াশুনা।
টক্সিকোলজি (Toxicology ) বিষ নিয়ে পড়াশুনা।
টেলিওলজি (Teleology ) প্রকৃতির বিভিন্ন বিষয়ে প্রমাণাদি সংক্রান্ত বিদ্যা।
টোপোগ্রাফি (Topography ) কোনো অঞ্চলের বিশেষ বর্ণনা।
টেলিপ্যাথি (Telepathy ) মন সংক্রান্ত বিদ্যা।
ভাইরোলজি (Virology ) ভাইরাস সংক্রান্ত বিদ্যা।
জুট্যাক্সি (Zootaxy ) প্রাণীদের শ্রেণীবিভাগ।
জুলোজি (Zoology ) প্রাণীদের জীবন নিয়ে পড়াশুনা।
বায়োমেট্রি (Biometry ) জীবন্ত প্রাণীদের ওপর গণিতের প্রভাব সংক্রান্ত বিজ্ঞান।
ব্যাক্টেরিওলজি (Bacteriology ) ব্যাক্টেরিয়া সংক্রান্ত বিজ্ঞান।
বায়োলজি (Biology ) জীবন্ত বস্তু সংক্রান্ত বিজ্ঞান।
বায়োকেমিস্ট্রি (Biochemistry ) জীবন্ত বস্তুদের রাসায়নিক পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞান।
বায়োক্লাইমেটোলজি (Bioclimetology ) জীবন্ত প্রাণীদের ওপর জলবায়ুর প্রভাব সংক্রান্ত বিজ্ঞান।
এরোনটিক্স (Aeronautics ) উড়ার বিজ্ঞান ও কলা।
এরোনমি (Aeronomy ) ভূপৃষ্ঠের উপরিস্থিত বায়ুমণ্ডল ,তার গঠন ,ঘনত্ব ,উষ্ণতা প্রভৃতি উপগ্রহ ও রকেটের সাহায্যে জানার বিদ্যা।
এলকেমি (Alchemy ) প্রাচীন যুগের রসায়ন।
এশিয়লজি (Aetiology ) The Science of Cansation .
এগ্রোস্টোলজি (Agrostology ) ঘাস সংক্রান্ত বিজ্ঞান।
এগ্রোবায়োলোজি (Agrobiology ) উদ্ভিদ জীবন ও উদ্ভিদ পুষ্টি জানার বিজ্ঞান।
এগ্রোনোমি (Agronomy ) মৃত্তিকা management এবং মাঠে শস্য উৎপাদনের বিজ্ঞান।
অ্যানাটমি (Anatomy ) প্রাণী ,উদ্ভিদ ও মানুষের গঠন সংক্রান্ত বিজ্ঞান।
অটোইকোলোজি (Autoecology ) প্রজাতির বাস্তুতন্ত্র সংক্রান্ত বিজ্ঞান।
অ্যানথ্রোপোলজি (Anthropology ) মানুষের সৃষ্টি ,প্রাকৃতিক ও সংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞান।
অ্যাস্ট্রোফিজিক্স (Astrophysics ) স্বর্গীয় বস্তুর প্রাকৃতিক প্রকৃতি নিয়ে বিজ্ঞান।
আরবরিকালচার (Arboriculture ) গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিজ্ঞান।
অ্যাস্ট্রোনমি (Astronomy ) স্বর্গীয় বস্তু (Heavenly bodies ) সংক্রান্ত বিজ্ঞান।
আর্কিওলজি (Archelogy ) প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞান।
অ্যাস্ট্রোনাটিক্স (Astronautics ) মহাকাশ ভ্রমণ সক্রান্ত বিজ্ঞান।
অ্যাস্ট্রোকেমেস্ট্রি (Astrochemistry ) মহাজাগতিক ব্যাপার ,ব্রহ্মান্ডের সৃষ্টি সংক্রান্ত বিষয়।
অ্যাস্ট্রোলজি (Astrology ) স্বর্গীয় বিষয়ের সাহায্যে মানুষের ভবিষৎ গণনা সংক্রান্ত বিজ্ঞান।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments