🌎 পৃথিবীর ওজন – প্রায় ৬,৬৯৭, ১০, ১৮ টন।
🌎 পৃথিবীর ক্ষেত্রফল – ৫১,০১,০০,৫০০ বর্গ কিমি।
🌎 পৃথিবীর স্থলভাগ – ১৪,৮৯,৫০,৮০০ বর্গ কিমি।
🌎 পৃথিবীর জলভাগ – ৩৬,১১,৪৯,৭০০ বর্গ কিমি।
🌎 পৃথিবীর মেরু বরাবর পরিধি – ৪০,০০০ কিমি।
🌎 পৃথিবীর বিষুব রেখা বরাবর পরিধি – ৪০,০৬৭ কিমি।
🌎 পৃথিবীর মেরু ব্যাস – প্রায় ১২,৭১৪ কিমি।
🌎 পৃথিবীর বিষুব বরাবর ব্যাস – প্রায় ১২,৭৫৭ কিমি।
🌎 পৃথিবীপৃষ্ঠ এর অভিকর্ষ – ৩২.০৪১ ফিট/ সেকেন্ড।
🌎 মিন রেডিয়াস – ৬,৩৭১.০ কিমি।
🌎 পোলার রেডিয়াস – ৬,৩৫৬.৮ কিমি।
🌎 উপরিতলের উষ্ণতা – ৮৮/৫(সর্বনিম্ন/সর্বোচ্চ) সেন্টিগ্রেট|
🌎 ঘূর্ণরের সময় – ২৩,৯৩৪ ঘণ্টা।
🌎 ঘূর্ণের গতি – ১৬৭০ কিমি/ ঘণ্টা।
🌎 নিকটতম গ্রহ থেকে দুরত্ব – ৩৮ মিলিয়ন(শুক্র থেকে দুরত্ব)।
🌎 আয়তন – পৃথিবীর ৭০.৮% ভাগ জল এবং মাত্র ২৯.২% ভূখণ্ড|
🌎 ঘনত্ব – ১০৮০০,০০,০০০,০০০ ঘন কিমি (২৬০০০,০০,০০,০০০ ঘন মাইল)।
🌎 জলবায়ু – পৃথিবীর দুই গোলার্ধের সুবৃহৎ দুই শীতের অঞ্চল্কে মধ্যবর্তী দুই নাতিশীতোষ্ণ অঞ্চল, মধ্যস্থায় উষ্ণ অঞ্চলকে পৃথক করে, পৃথিবীর বিভিন্ন জলবায়ুর মণ্ডল তৈরি করেছে।
🌎 ভু-ত্বক – সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্বত যা ৮,৮৪৮ মি. উচ্চ (২৯,০৩৫ ফিট)সর্বনিম্ন স্থান ডেডসিতে ৪১১মি(১,৩৪৯ ফিট) সাগরপৃষ্ঠ থেকে নিম্নস্থান। সবচেয়ে বৃহৎ খাত হল মারিয়ানা ট্রেঞ্চ ১০,৯২৪ মি(৩৫,৮৪০ ফিট)নিম্নে স্থিত-প্রশান্ত মহা সাগরে।
🌎 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসুর)- ১৫কোটি ২০ লক্ষ কিমি।
🌎 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসর)- ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।
🌎 পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে – ৮ মিনিট ১৯ সেকেন্ড।
🌎 পৃথিবীর আহ্নিক গতির সময় – ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেন্ড।
🌎 পৃথিবীর পরিক্রমন গতির সময় – ৩৫৬ দীন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
🌎 পৃথিবীর বার্ষিক গতির বেগ/ পৃথিবীর সূর্য প্রদিক্ষণ বেগ – ৩০ কিমি./সেকেন্ড।
🌎 পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য – প্রায় ৯৬ কোটি কিমি।
🌎 পৃথিবীতে মহাদেশের সংখ্যা – সাতটি।
🌎 পৃথিবীতে মহাসাগরের সংখ্যা – পাঁচটি।
🌎 পৃথিবীতে মোট সমুদ্রের সংখ্যা – ১৩৭টি।
🌎 পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে – ২০কিমি/ সেকেন্ড।
🌎 পৃথিবীর অক্ষ কক্ষ তলের সাথে হেলার পরিমান-৬৬ পূর্ণ ১ ডিগ্রির ২এর কোণে।
🌎 পৃথিবীর ঋতু বৈচিত্র দেখা যায় না – নিরক্ষীয় মেরু অঞ্চলে।
🌎 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি।
🌎 পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস – ৩,৪৭৫ কিমি।
🌎 পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সাময় – ২৭ দীন ৭ ঘণ্টা ৪৩ মিনিট ১১.৪৭ সেকেন্ড।
🌎 চাঁদের দৈনিক তাপমাত্রা – দিনে ১০০ সেন্টিগ্রেড এবং রাতে ১৮০ সেন্টিগ্রেড।
🌎 চাঁদের সর্বোচ্চ পর্বত – লিবনিৎজ (১০,৬৬০ মিটার)।
🌎 পৃথিবীকে চাঁদের আলো সাতে সময় লাগে – ১.৩ সেকেন্ড।
🌎 পৃথিবীর বৃহত্তম মহাদেশ – এশিয়া (৪,৩৯,৯৮,০০০ বর্গকিমি)।
🌎 পৃথিবীর ক্ষুদতম মহাদেশ – অষ্টেলিয়া (৯০,০৮,৫০০ বর্গকিমি)।
🌎 পৃথিবীর বৃহত্তম দেশ – রাশিয়া (১,৭০,৯৮,২৮২ বর্গকিমি) |
🌎 পৃথিবীর ক্ষুদ্রতম দেশ – ভাটিকান সিটি (০.৪৪ বর্গকিমি)।
🌎 পৃথিবীর বৃহত্তম মহাসাগর – প্রশান্ত মহাসাগর (১৬,৬২,৪১,০০০ বর্গকিমি)।
🌎 পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর – সুমেরু মহাসাগর (১,৪০,৫৬,০০০ বর্গকিমি)।
🌎 পৃথিবীর উচ্চতম পর্বত – মাউন্ট এভারেস্ট (২৯,০২৯ ফুট নেপাল)।
🌎 পৃথিবীর দীর্ঘতম নদী – নীল (৬,৬৫০ কিমি)।
🌎 বৃহত্তম হ্রদ – কাম্পিয়ান সাগর (৩,৭১,০০০ বর্গকিমি)।
🌎 মানুষের গড় আয়ুষ্কাল – ৬৭.২ বছর।
Published Date : 18-12-20
1151 Views
0 Comments