Published Date : 19-11-30
359 Views
- পনেরো শতকের প্রথম অক্ষর সাজিয়ে ছাপার পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন – গুটেনবার্গ
- কোন যুদ্ধে ১৭৫৯ সালে ওলন্দাজরা ইংরেজদের কাছে পরাজয় বরণ করেছিল – বিদারের যুদ্ধ
- ইংল্যান্ড কবে গৌরবময় বিল্পব সংঘটিত হয়েছিল – ১৬৮৮ সালে
- চিনে ‘খোলা দরজা ‘ নীতিকে কোন দেশ প্রয়োগ করেছিল – আমেরিকা
- কোন বছর থেকে ইংল্যান্ডের দাস প্রথা বন্ধ করা হয়েছিল – ১৮০৬ সালে
- কত সালে চীন জাপান যুদ্ধ সংগঠিত হয়েছিল – ১৮৯৪ সালে
- রাজতন্ত্রের আমলে জাপানের প্রধানমন্ত্রীকে কি নাম ডাকা হত – শোগুন
- চীনের বিল্পবীরাকি নাম পরিচিত – তরুণ চীন
- চীন কমিউনিস্টরা কবে দুঃসাহসিক লং মার্চ করেছিল – ১৯৩৪ সালে
- কত সালে ভিয়েতনামের সন্ধি স্বাক্ষরিত করা হয় – ১৮৫৮ সালে
- কত খ্রিস্টাব্দে থেকে হিজরি সন গগনাকরা হয়েছিল – ৬২২ খ্রিস্টাব্দ
- নামকিংয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল – ১৮৪২ সালে
- ১৯১৭ সালে রাশিয়ার অক্টোবর বিল্পব কতদিন স্থায়ী ছিল – দশ দিন
- একাদশ শতকে ‘ বুর্জোয়া ‘ নামে পরিচিত – ধনী ব্যাবসায়ী নাগরিক
- কত সালে চিনের সাংহাই শহরে কমিউনিস্ট দলের পত্তন হয় – ১৯২১ সালে
- জলপথে প্রথম ভূ-প্রদিক্ষন করেন কে – ম্যাগেলান
- কত সালে তেরোটি উপনিবেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিষ্টিত হয়েছিল – ১৭৮৯ সালে