Published Date : 20-05-07
269 Views
খেলা | সংশ্লিষ্ট ট্রপি |
ফুটবুল | ডুরান্ড কাপ , রোভার্স কাপ , এয়ারলাইন্স কাপ , ফেডারেরেশন কাপ , সুব্রত কাপ , বিশ্বকাপ , স্টাফোর্ড কাপ , উয়েফা কাপ , নেহেরু গোল্ড কাপ , ম্যাকডোয়াল কাপ , মারডেকা কাপ , সন্তোষ ট্রফি, জুলে রিমে ট্রফি কলিংগ কাপ , আই এফ এ লীগ
ইন্দিরা গান্ধী কাপ , ডিসি এম কাপ , সিকিম গভর্নর গোল্ড কাপ , নেশনস কাপ লাল বাহাদুর শাস্ত্রী কাপ , ইন্ডিপেন্ডেন্স ডে কাপ ইউরোপিয়ান কাপ , আফ্ৰিকান নেশনস কাপ |
বাস্কেটবল | বাসলাট ঝাঁ ট্রফি , বিসি গুপ্তা ট্রফি , ফেডারেশন কাপ , টোড মোড়োল ট্রপি , উইলিয়াম জোসন ট্রফি , এস এম অর্জুন রাজা ট্রফি |
বিলিয়ার্ড বা স্নুকার | আর্থার ওয়াকার ট্রফি , থমাস কাপ |
এয়ার রেসিং | জওহরলাল চ্যালেণ্ঞ্জ ট্রফি , কিংস কাপ |
বোট রোয়িং | আমেরিকান কাপ বা ইয়েট রেসিং , ওয়েলিংটন কাপ |
বক্সিং | ফেডাররেশন কাপ , ভাল বাকের ট্রফি , অ্যাস্পি অ্যাডিজাহিয়া ট্রফি |
তাস | বাসাটাল ঝাঁ ট্রফি , হোলকার ট্রফি , রুইয়া গোল্ড কাপ , সিংঘানিয়া ট্রফি |
দাবা | ওয়াল্ড কাপ , লিমকা ট্রফি , লিনারেস সিটি ট্রফি , নাইডু ট্রফি , খৈতান ট্রফি |
ক্রিকেট | বেনসন হেজেন কাপ , চ্যাম্পিয়ান ট্রফি , এশিয়া কাপ , চারমিনার চ্যালেঞ্জ ট্রফি , সিকে নাইডু ট্রফি , কোচবিহার ট্রফি , দিলীপ ট্রফি , রনজি ট্রফি , জিডি বিড়লা ট্রফি , গাভাস্কার বর্ডার ট্রফি , আই সিসি বিশ্বকাপ , উইজডেন ট্রফি , বিষয় হাজারে ট্রফি , বিজয়মাচের্ন্ট ট্রফি , ন্যাটো ওয়েস্ট ট্রফি , মৈনিদৌল্লা ট্রফি , শারজা কাপ , সাহারা কাপ |
গল্ফ | কানাডা ট্রফি, ওয়ার্ল্ড কাপ, ওয়ালকার ট্রফি , প্রিন্স অফ ওয়েলস ইন্টার কন্টিনেন্টাল কাপ , পারালামডি ট্রফি, নোমিউরা ট্রফি , রাইটার কাপ, টোপোলিনো ট্রফি , ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি |
অ্যাথলেটিক | চারমির ট্রফি , ফেডারেশন কাপ , বিশ্বকাপ |
হকি | আগাখান কাপ , আজলান শাহ কাপ , ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ান ট্রফি , গুরুনানক ট্রফি , ইন্দির গান্ধী কাপ , কপ্পুস্বামী নাইডু কাপ , মোদি গোল্ড কাপ , মহারাজ রণজিৎ সিং গোল্ড কাপ , ওলউইন এশিয়া কাপ , বেটন কাপ , বোম্বে গোল্ড কাপ , সিন্ধিয়া গোল্ড কাপ |
তীরন্দাজী | ফেডারেশন কাপ |
ব্যাডমিন্টন | আগরওয়াল ট্রফি , অমৃত দিবান ট্রফি , এশিয়া কাপ , অস্ট্রেলিশিয়ান কাপ , চাধা কাপ , উবের কাপ , ওয়ার্ল্ড কাপ , ইউনেক্স কাপ , হাসান কাপ , কণিকা কাপ , ইউরোপিয়ান কাপ , হ্যারিলেলা কাপ , ইব্রাহিম রহিমাতুল্লা কাপ |
ইয়াট রেসিং | আমেরিকা কাপ |
কবাডি | ফেডারেশন কাপ |
নেটবল | অনন্তরাও ও পাওয়ার ট্রফি |
হর্স রেসিং | বেরেসফোর্ড কাপ , ব্লু রিব্যান্ড গ্র্যান্ড ন্যাশনাল কাপ |
বোয়িং | বিফিয়েটারস গিন |
রাগবি | ব্লেডিসোলাই , ক্যালকাটা কাপ , ওয়েস ইংলিশ ট্রফি |
টেনিস | উইম্বলডন ট্রফি , অস্ট্রেলিয়ান কাপ, ইউ এস কাপ , ডেভিস কাপ , এ টি পি প্রেডিনেন্টস কাপ , এজবাস্টন কাপ , গ্র্যান স্ল্যাম কাপ , লিপটন কাপ |
ভলিবল | সেন্টিনিয়াল কাপ , ফেডারেশন কাপ , ওয়ার্ল্ড কাপ , ওয়ার্ল্ড লিগ কাপ , ইন্দিরা প্রধান কাপ |
টেবিল টেনিস | এশিয়ান কাপ , বার্না বেলাক কাপ , জয়ালক্ষী কাপ , করবিলিয়ন কাপ , ইলেকট্রা গোল্ড কাপ , গ্রা প্রি কামাল রামানুজম কাপ , পিথাপরুম কাপ , ওয়ার্ল্ড কাপ |
কুস্তি | ভারত কেশরী কাপ , ওয়ার্ল্ড কাপ , বার্ডওয়ান শিল্ড |
ভারত্তোলন | ওয়ার্ল্ড কাপ |
খো-খো | ফেডারেশন কাপ |