পৃথিবীর সম্বন্ধে কিছু ধারণা(Some Ideas about The World) Part-2
Published Date : 20-08-30
248 Views
  • পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসর)- ১৪ কোটি ৭০ লক্ষ কিমি
  • পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে – ৮ মিনিট ১৯ সেকেন্ড
  • পৃথিবীর আহ্নিক গতির সময় – ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেন্ড
  • পৃথিবীর পরিক্রমন গতির সময় – ৩৫৬ দীন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড
  • পৃথিবীর বার্ষিক গতির বেগ/পৃথিবীর সূর্য প্রদিক্ষণ বেগ – ৩০ কিমি/সেকেন্ড
  • পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য – প্রায় ৯৬ কোটি কিমি
  • পৃথিবীতে মহাদেশের সংখ্যা – সাতটি
  • পৃথিবীতে মহাসাগরের সংখ্যা – পাঁচটি
  • পৃথিবীতে মোট সমুদ্রের সংখ্যা – ১৩৭ টি
  • পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে – ২০ কিমি/সেকেন্ড
  • পৃথিবীর অক্ষ কক্ষ তলের সাথে হেলার পরিমান-৬৬ পূর্ণ ১ ডিগ্রির ২ এর কোণে
  • পৃথিবীর ঋতু বৈচিত্র দেখা যায় না – নিরক্ষীয় মেরু অঞ্চলে
  • পৃথিবী থেকে চাঁদের দূরত্ব – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি
  • পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস – ৩,৪৭৫ কিমি
  • পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সাময় – ২৭ দিন ৭ ঘণ্টা ৪৩ মিনিট ১১.৪৭ সেকেন্ড
  • পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে – ১.৩ সেকেন্ড
  • পৃথিবীর বৃহত্তম মহাদেশ – এশিয়া (৪,৩৯,৯৮,০০০ বর্গকিমি)
  • পৃথিবীর ক্ষুদতম মহাদেশ – অষ্টেলিয়া ( ৯০,০৮,৫০০ বর্গকিমি)

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments