Published Date : 19-01-02
311 Views
সীমানা | কোন কোন দেশের মধ্যে অবস্থিত |
র্যডক্লিল লাইন | ভারত ও পাকিস্থান মধ্যে |
ম্যাকমোহন লাইন | ভারত ও চিনের মধ্যে |
সমব্রেরো চ্যালেন | আন্দামান ও নিকোবর মধ্যে |
গ্রেট চ্যালেন | ভারত ও সুমাত্রা মধ্যে |
ম্যাগিনট লাইন | ইতালি, জার্মানি ও ফ্রান্স মধ্যে |
তিন বিঘা করিডর | ভারত ও বাংলাদেশ মধ্যে |
ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স মধ্যে |
মালাক্কা প্রানালি | মালশিয়া ও সুমাত্রা |
জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকার মধ্যে |
পক প্রণালী | ভারত ও শীলংকার মধ্যে |
লোহিত সাগর | এশিয়া ও আফ্রিকার মধ্যে |
হিনডেন বার্গ লাইন | জার্মানি ও পোল্যান্ডের মধ্যে |
লাইন অফ কন্ট্রোল | ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে |
ওডার নাইসে লাইন | পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে |
সেগফ্রেড লাইন | জার্মান ও ফ্রান্সের মধ্যে |
ম্যাগিটন লাইন | জার্মান ও ফ্রান্সের মধ্যে |
১৬ তম প্যারালাল | নামিবিয়া ও অ্যাঙ্গলার মধ্যে |
১৭ তম প্যরালাল | উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে |
২৪ তম প্যরালাল | ভারত ও পাকিস্তান (কচ্ছের কাছে) |
২৮ তম প্যরালাল | ভারত ও পাকিস্তান |
৩৭ তম প্যরালাল | ভারত ও মায়ানমানের মধ্যে |
৩৮ তম প্যরালাল | উত্তর ও দক্ষিণ করিয়ার মধ্যে |
৪৯ তম প্যরালাল | কানাতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে |
ডুরান্ড লাইন | ভারত , পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে |
হট লাইন | ক্রেমলিন হোয়াইট হাউসের মধ্যে |
ম্যানারহেম লাইন | রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে |
ডানকান প্যাকেজ | সাউথ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে |
৮° চ্যানেল | ভারত ও মালদ্বিপের মধ্যে |
৯° চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে |
১০° চ্যানেল | আন্দামান ও নিকবোরের মধ্যে |
সাত-এল আরব | ইরান ও ইরাকের মধ্যে |
ডুরান্ড লাইন:- ১৮৯৬ সালে স্যার মতিমার ডুরান্ড ভারর ও আফগানিস্তানের মধ্যে এই সীমানা অঙ্কন করেন বর্তমানে
পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা। আফগানিস্তান রেখাটি মানে না।
হট লাইন:- হঠাৎ দুর্ঘটনা এড়াতে ক্রেমলিন (রাশিয়া) ও হোয়াইট হাউস-এর মধ্যে সরাসরি টেলিফোন লাইন।
cloudquiz