Published Date : 19-04-17
204 Views
- ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে হয়েছিল।
- ICC প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে।
- প্রথম অলিম্পিক খেলা শুরু হয় ৭৭৬ খ্রিঃ পূর্বাব্দ।
- আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার হলেন ব্যারন পিয়ের দ্য কুবাত্রিন।
- আলিম্পিকের প্রতীক হল পাঁচটি রঙিন বৃত্ত, জা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয়ে নির্দেশ করে।
- বীরসা মুন্ডা স্টেডিয়াম রাঁচিতে অবস্থিত।
- ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত।
- সর্বপ্রথম রঞ্জিত সিং একজন ভারতীয় ব্যক্তিত্ব হয়ে প্রথম ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন।
- ভিভি রিচার্ডস যিনি একমাত্র খেলোয়াড যে ক্রিকেট ও ফুটবল উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন।
- মিলখা সিংকে ভারতের “উরন্ত শিখ “ বলা হয়।
- প্রথম কমনওয়েলথ গেমস ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
- হকি খেলাটি প্রথমে “কমস” নামে পরিচিত ছিল।
- প্রথম এশিয়ান গেমস দিল্লিতে অনুষ্ঠিত হয়ে ছিল।
- পৃথিবীতে প্রথম আলিম্পক গেমসের আসর বসেছিল গ্রিসে।
- আধুনিক আলিম্পিক গেমস ১৮৯৬ সাল থেকে শুরু হয়েছিল।
- ক্রিকেটের দুটি উইকেটের ব্যাবধান ২২ গজ।
- ফুটবল গোলপোস্টের উচ্চতা ৪ ফুট।
- বিশ্বের প্রথম ফুটবল খেলা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল।
- সর্বপ্রথম ইংল্যান্ডের সাহায্যের দ্বারা হকি খেলার প্রচলন করেছিল।
- সর্বপ্রথম দাবা খেলার প্রচলন করে ভারতবর্ষ।