Published Date : 19-10-09
438 Views
কর্মসূচির নাম | স্থাপিত | উদ্দেশ্য |
সমষ্টি উন্নয়ন কর্মসূচি | ১৯৫২ | গ্রামীণ শ্রমসম্পদদের সদব্যবহার ও তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ, আত্মনির্ভরশীলতা এবং সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থ ব্যবস্থার উন্নতিসাধন। |
পরিবার পরিকল্পনা নীতি | ১৯৫২ | জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ। |
সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কীম | ১৯৯৪ | সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য প্রকল্প উন্নতির জন্য। |
নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি | ১৯৬০-৬১ | কৃষকদের ঋণ, বীজ, সার, এবং আরো অন্যান্য যন্ত্রপাতি প্রদান। |
নিবিড় কৃষিক্ষেত্রে কর্মসূচি | ১৯৬৪-৬৫ | বিশেষ কৃষি প্রকল্প উন্নয়ন। |
উচ্চফলনশীল জাতের কর্মসূচি | ১৯৬৬-৬৭ | উন্নত প্রজাতির বীজ, সার, অন্যান্য কৃষি উপকরণ প্রয়োগ করে খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। |
মহারাষ্ট্রে নিয়োগ নিশ্চয়তা কর্মসূচি | ১৯৭২-৭৩ | গ্রামাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করা। |
গ্রামীণ জল সরবরাহ প্রকল্প | ১৯৭২-৭৩ | গ্রামে পানীয় জলের সরবরাহ করা। |
গ্রামীণ কর্মসংস্থানের ক্র্যাশ স্কীম | ১৯৭২-৭৩ | গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা করা। |
প্রান্তিক কৃষক ও কৃষিশ্রমিক এজেন্সি | ১৯৭২-৭৩ | প্রান্তিক চাষি ও কৃষিশ্রমিক উন্নয়নের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা। |
খরাপ্রবণ ক্ষেত্রে কর্মসূচি | ১৯৭৩-৭৪ | ভূগর্ভস্থ জলের সংক্ষরণ করে পরিবেশের ভারসম্য রক্ষা করা এবং রক্ষা মোকাবিলা করা। |
ক্ষুদ্রচাষী উন্নয়ন এজেন্সি | ১৯৭৩ | ক্ষুদ্রচাষিদের আর্থিক ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা। |
আয়ত্ত ক্ষেত্রে উন্নয়ন কর্মসূচি | ১৯৭৪-৭৫ | বৃহৎ ও মাধ্যমে প্রকল্পে অপেক্ষাকৃত ভালো ও দ্রুত জলসেচ ক্ষমতা। |
২০ দফা কর্মসূচি | ১৯৭৫ | দরিদ্র দূরীকরণ ও জীবন মানোন্নয়ন। |
সুসংহত শিশু বিকাশ পরিষেবা | ১৯৭৫ | ছয় বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েরদের অপুষ্টি প্রতিরোধ করতে সহায়তা করা। |
কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প | ১৯৭৭-৭৮ | উন্নয়নের কাজ করার জন্য শ্রমিকদের খাদ্যপ্রদান। |
অন্তোদয় যোজনা | ১৯৭৭-৭৮ | শুধুমাত্র রাজস্থান রাজ্যের গরিবতম পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাধীন করা। |
স্বনিয়োজিত কর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণের কর্মসূচি | ১৯৭৯ | গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করা তোলার লক্ষ্যে উপযুক্ত ট্রেনিক প্রদান করা। |
সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প | ১৯৮০ | স্বনিযুক্তির মাধ্যমে গ্রামের গরিবদের সর্বব্যাপী উন্নয়ন। |
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি | ১৯৮০ | গ্রামের গরিবদের লাভজনক কর্মসংস্থান সম্ভাবনা সৃষ্টি করা। |
গ্রামীণ মহিলা ও শিশুদের উন্নয়ন কর্মসূচি | ১৯৮২ | দরিদ্রসীমার নিচে বসবাসকারী গ্রামের পরিবারের মহিলাদের উপযুক্ত কর্ম নিযুক্তি প্রকল্প চালু করা। |
গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থানের নিশ্চয়তা কর্মসূচি | ১৯৮৩ | ভূমিহীন কৃষকদের কিংবা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। |
শিক্ষিত বেকার যুবকদর স্বনিযুক্তি | ১৯৮৩-৮৪ | স্বনির্ভরতার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের আর্থিক ও কারিগরি সহায়তা। |
ইন্দিরা আসাস যোজনা | ১৯৮৫ | গ্রামের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করা। |
সুসংহত শস্যবীমা প্রকল্প | ১৯৮৫ | কৃষি শস্যের বিমাকরন। |
শহরের গরিবদের জন্য স্বনিযুক্তি কর্মসূচি | ১৯৮৬ | শহরের গরীবদের ভর্তুকি ও ব্যাঙ্কের দ্বারা ঋণের ব্যবস্থা। |
অপারেশন ব্ল্যাকবোর্ড | ১৯৮৭-৮৮ | প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নসাধন করা। |
জাতীয় সাক্ষরতা উন্নয়ন | ১৯৮৮ | সাক্ষরতার হার বৃদ্ধি। |
ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রাম | ১৯৮৮ | ১৫ থেকে ৩৫ বছরের ৮০ কোটি মানুষকে স্বাক্ষর করা। |
জওহর রোজগার যোজনা | ১৯৮৯ | গ্রামীণ বেকারদের কর্মপ্রদান। |
নেহেরু রোজগার যোজনা | ১৯৮৯ | শহরের বেকার সমস্যার সমাধান করা। |
শহরের অতিক্ষুদ্র প্রকল্প | ১৯৯০ | শহরের গরীব ক্ষুদ্র প্রকল্পে সাহায্য প্রদান করা। |
শহরে কর্মমজুরি প্রকল্প | ১৯৯০ | এক লক্ষ লোকের কম বসবাসকারী শহরের গরিবদের কাজের বিনিময়ে মজুরি ও অন্যান্য ন্যূনতম ব্যবস্থার সংস্থান। |
গৃহ ও বাসস্থান উন্নয়ন প্রকল্প | ১৯৯০ | ১-২০ লক্ষ লোকের বসবাসকারী শহরের গৃহ নির্মাণ ও উন্নতির কাজে কর্মসংস্থান বৃদ্ধি করা। |
কর্ম নিশ্চয়তা প্রকল্প | ১৯৯৩ | গ্রামে বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা। |
পার্লামেন্টের সদস্যগণ স্থানীয় ক্ষেত্র উন্নয়ন কর্মসূচি | ১৯৯৩ | সংসদে প্রত্যেক সদস্যদের প্রতি বছর এক কোটি টাকা করে দেওয়া হয়, জেলার উন্নয়ন প্রকল্প কাজের জন্য। |
মহিলা সমৃদ্ধি যোজনা | ১৯৯৩ | পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পে গ্রামের মহিলাদের কিছু অর্থ জমা করার উৎসাহ দান। |
শিশুশ্রমিক দূরীকরণ প্রকল্প | ১৯৯৪ | শিশুশ্রম ক্ষতিকারক তাই শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা। |
জাতীয় সামাজিক সাহায্য প্রকল্প | ১৯৯৫ | দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের সাহায্য দান। |
মিড-ডে-মিল স্কীম | ১৯৯৫ | প্রাথমিক শিক্ষা স্তরে পড়ুয়াদের উৎসাহ দান। |
জাতীয় বস্তি উন্নয়ন কর্মসূচি | ১৯৯৬ | শহরের বস্তি উন্নয়ন। |
গণবন্টন ব্যবস্থা | ১৯৯৭ | চাল, গম, চিনি, কেরোসিন ইত্যাদি দ্রব্যকে রেশন দোকানের মাধ্যমে ভারতীয় জনগণের মধ্যে সুষ্ট ভাবে বন্টন করা। |
স্বরজয়ন্তী শহরীরোজগার যোজনা | ১৯৯৭ | শহরের বেকারের স্বনিযুক্তি বা মজুরিভিত্তিক নিযুক্তির দ্বারা লাভজনক কর্মসংস্থান প্রদান করা। |
অন্নপূর্ণা যোজনা | ১৯৯৯ | পেনশনভোগী নয় এরকম বয়স্ক নাগরিকদের প্রতিমাসে ১০ কিলোগ্রাম খাদ্যশষ্য বিতরণ করা হয়। |
স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা | ১৯৯৯ | গ্রামীণ দারিদ্র ও বেকারত্বের দূরীকরণ এবং স্বনিযুক্তি প্রচলন। |
জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা | ১৯৯৯ | গ্রামের চাহিদাভিত্তিক পরিকাঠামো সৃষ্টি করা। |
প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা | ২০০০ | গ্রামে নূন্যতম পরিষেবা প্রদান করা। |
অন্তদোয় অন্নযোজনা | ২০০০ | গরিবদের খাদ্যসুরক্ষা প্রদান করা। |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা | ২০০০ | সমস্ত গ্রামের সংযুক্তিকরণ পাকা রাস্তা দিয়ে তৈরী করা। |
সর্বশিক্ষা অভিযান | ২০০০ | ৬-১৪ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার ৫ বছর পূর্তিকরন। |
সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা | ২০০১ | কর্ম ও খাদ্য সুরক্ষা প্রদান। |
বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা | ২০০১ | শহরের বস্তিঘর নির্মাণ। |
দীনদয়াল ডিসেবল্ড রিহ্যাবিটেশন স্কীম | ২০০৩ | সাধারণ মানুষদের জন্য সমান সুযোগ ও সুবিধা নিরাপদ ও সামাজিক বিচারের ক্ষেত্রে উন্নত প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। |
বন্দমতোরম যোজনা | ২০০৪ | গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষার জন্য সরকারি ও বেসকারি উদ্যোগ। |
কস্তুৰবা গান্ধী বালিকা বিদ্যালয় | ২০০৪ | এস.সি, এস.টি, ও বি.সি ছাড়াও অন্যান্য দারিদ্রসীমার নিচের মানুষের জন্য শিক্ষাগত সুবিধা। |
জাতীয় প্রেনশন প্রকল্প | ২০০৪ | – |
খাদ্যের জন্য কার্য কর্মসূচি | ২০০৪ | মজুরিভিত্তিক কর্মসংস্থানের পরিপূরক হিসেবে কর্মভিত্তিক খাদ্যের যোগানের তীব্রতা আনা। |
জননী সুরক্ষা যোজনা | ২০০৫ | মা হতে চলেছেন এমন মহিলাদের যত্ন। |
ভারত নির্মাণ কর্মসূচি | ২০০৫ | ছয়টি ক্ষেত্র যেমন ( জলসেচ, পানীয় জলের জোগান, বাসস্থান, রাস্তা,টেলিযোগাযোগ,বিদ্যুৎ) সহ গ্রামের পরিকাঠামোর সার্বিক উন্নয়ন। |
জওহরলাল নেহেরু জাতীয় শহর পুনঃনবীকরণ মিশন | ২০০৫ | শহরাঞ্চলে গরিব লোকদের জন্য গৃহনির্মাণ এবং পরিকাঠামোগত উন্নয়ন। |
জাতীয় মহাত্মা গান্ধী গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা কর্মসূচি | ২০০৬ | গ্রামীণ এলাকার কমপক্ষে ১০০ দিনের মজুরভিত্তিক কর্ম নিশ্চয়তা প্রকল্প। |
রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনা | ২০০৭ | কৃষি উন্নয়নের মধ্য দিয়ে ৪% বার্ষিক বৃদ্ধির যোগ্যতা অর্জন করা। |
আম আমাদী বীমা যোজনা | ২০০৭ | গ্রামীণ ভূমিহীন জনগণ ও স্কুল ও শিক্ষার্থীরদের পুড়াশুনার উন্নতি প্রকল্প। |
গ্রামীণ ভান্ডাকর যোজনা | ২০০৭ | কৃষি উৎপাদন, মজুত ও বাণিজ্যিকরণের সুবিধার জন্য। |
রাষ্ট্রীয় স্বাথ্য বীমা যোজনা | ২০০৮ | দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের স্বাস্থ্য বীমার ব্যবস্থা। |
স্বাবলম্বন | ২০১০ | পেনশন প্রকল্প। |
প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা | ২০১০ | ভারতের চারটি রাজ্যের তফশিলী জাতির অধ্যুষিত গ্রামের মানুষদের সুসংহত উন্নয়নের সাহায্য করা। |
ইন্দিরা গান্ধী মাতৃভা সহায়ক যোজনা | ২০১০ | উনিশ বা তার ওপরের প্রথম দুই সন্তানের জন্য ৪০০০ টাকা অনুদান। |
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট | ২০১০ | গ্রামীণ প্রাপ্ত বয়স্ক মানুষের একশো দিনের কাজের উন্নতির প্রকল্প গ্রহণ। |
স্বাভিমান | ২০১১ | সমস্ত নাগরিকদের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা প্রদান করা এবং ১০১২ সালের মার্চ মাসের মধ্যে ৫ কোটি আকাউন্ট খোলা। |
সবলা বা রাজীব গান্ধী স্কীম ফর এমপাওয়ারমেন্ট গার্লস | ২০১১ | বয়ঃসন্ধির মেয়েদের উন্নতি ও সাবলম্বী করা। এবং তাদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি ঘটানো। |
জাতীয় গ্রামীণ জীবিকা মিশন | ২০১১ | দরিদ্র মানুষদের স্বনিযুক্তি প্রকল্প অন্তর্ভুক্তিকরণ এবং তাদের স্বরোজগারের সক্ষম করে তোলা। |
রাজীব আবাস যোজনা | ২০১৩ | শহরের গৃহ প্রকল্প। |
সক্ষম বা রাজীব গান্ধী স্কীম ফর এমপাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট বয়েজ | ২০১৪ | বয়ঃসন্ধি ছেলেদের উন্নতি ও সাবলম্বী করা। এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো। |
প্রধানমন্ত্রী জনধন যোজনা | ২০১৪ | ব্যাঙ্কিং ক্ষেত্র আর্থিক সুযোগ সুবিধা ও নিশ্চয়তা জাতীয় লক্ষ্যে। |
স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন | ২০১৫ | ৪০ লক্ষ মানুষের দক্ষতার উন্নতি প্রকল্প। |
উদিসা | – | শিশু যত্নে আই.সি.ডি.এস কর্মীদের ট্রেনিক প্রকল্প। |
সুকন্যা সমৃদ্ধি যোজনা | ২০১৫ | শিশুকন্যা জন্মে সচেতনতা বৃদ্ধি। |
স্মার্ট সিটি মিশন | ২০১৫ | শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক প্রকল্প। |
অটল পেনশন যোজন | ২০১৫ | পেনশন ক্ষেত্র। |
দীনদয়াল উপ্যাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা | ২০১৫ | গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রকল্প। |
ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম | ২০১৫ | তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় মানুষের দ্রুত সরকারি সুযোগ ও সুবিধা সরবরাহ প্রকল্প। |
লাইভস্টক ইন্সিওরেন্স স্কীম | ২০১৫ | গবাদি পশু ও গবাধি পশুজাত অন্যান্য উৎপাদিত দ্রব্যের উন্নতি সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প। |
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা | ২০১৫ | সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প। |
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা | ২০১৫ | শহরের মানুষের বাসস্থান ও আর্থিক উন্নতি প্রকল্প। |
অটল মিশন ফর রেজুভানেশন এন্ড আরবন ট্রান্সফরমেশন | ২০১৫ | শহরের মানুষের বাসস্থান ও আর্থিক উন্নতি প্রকল্প। |
প্রধানমন্ত্রী আবাস যোজনা | ২০১৫ | শহরের মানুষের বাসস্থান ও আর্থিক প্রকল্প। |
কুসুম যোজনা | ২০১৮ | চাষিদের সৌরশক্তি উৎপাদনে উৎসাহিত করা। |
L.P.G পঞ্চায়েত যোজনা | ২০১৮ | গরীব মানুষদের জন্য বিনামূল্যে রান্নার জ্বালানি প্রদান করা। |
অটল ভূ-জল যোজনা | ২০১৮ | ভূগর্ভস্থ থেকে জলের হ্রাসকে নিয়ন্ত্রণ করা। |
কৃষাণ সম্নান যোজনা | ২০১৮ | ভারতের বৃহৎ থেকে অতিক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা। |
কৃষক বন্ধু যোজনা | ২০১৮ | কৃষিকার্যের জন্য কৃষকদের আর্থিক অনুদান প্রদান করা। |