ভারতের কিছু অর্থনৈতিক প্রকল্প ও তার উদ্দেশ্য (Some of India’s Economic Projects and Their Objectives)
Published Date : 19-10-09
438 Views
কর্মসূচির নাম স্থাপিত উদ্দেশ্য
সমষ্টি উন্নয়ন কর্মসূচি ১৯৫২ গ্রামীণ শ্রমসম্পদদের সদব্যবহার ও তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ, আত্মনির্ভরশীলতা এবং সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থ ব্যবস্থার উন্নতিসাধন।
পরিবার পরিকল্পনা নীতি ১৯৫২ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ।
সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কীম ১৯৯৪ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য প্রকল্প উন্নতির জন্য।
নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি ১৯৬০-৬১ কৃষকদের ঋণ, বীজ, সার, এবং আরো অন্যান্য যন্ত্রপাতি প্রদান।
নিবিড় কৃষিক্ষেত্রে কর্মসূচি ১৯৬৪-৬৫ বিশেষ কৃষি প্রকল্প উন্নয়ন।
উচ্চফলনশীল জাতের কর্মসূচি ১৯৬৬-৬৭ উন্নত প্রজাতির বীজ, সার, অন্যান্য কৃষি উপকরণ প্রয়োগ করে খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
মহারাষ্ট্রে নিয়োগ নিশ্চয়তা কর্মসূচি ১৯৭২-৭৩ গ্রামাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
গ্রামীণ জল সরবরাহ প্রকল্প ১৯৭২-৭৩ গ্রামে পানীয় জলের সরবরাহ করা।
গ্রামীণ কর্মসংস্থানের ক্র্যাশ স্কীম ১৯৭২-৭৩ গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রান্তিক কৃষক ও কৃষিশ্রমিক এজেন্সি ১৯৭২-৭৩ প্রান্তিক চাষি ও কৃষিশ্রমিক উন্নয়নের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা।
খরাপ্রবণ ক্ষেত্রে কর্মসূচি ১৯৭৩-৭৪ ভূগর্ভস্থ জলের সংক্ষরণ করে পরিবেশের ভারসম্য রক্ষা করা এবং রক্ষা মোকাবিলা করা।
ক্ষুদ্রচাষী উন্নয়ন এজেন্সি ১৯৭৩ ক্ষুদ্রচাষিদের আর্থিক ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা।
আয়ত্ত ক্ষেত্রে উন্নয়ন কর্মসূচি ১৯৭৪-৭৫ বৃহৎ ও মাধ্যমে প্রকল্পে অপেক্ষাকৃত ভালো ও দ্রুত জলসেচ ক্ষমতা।
২০ দফা কর্মসূচি ১৯৭৫ দরিদ্র দূরীকরণ ও জীবন মানোন্নয়ন।
সুসংহত শিশু বিকাশ পরিষেবা ১৯৭৫ ছয় বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েরদের অপুষ্টি প্রতিরোধ করতে সহায়তা করা।
কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প ১৯৭৭-৭৮ উন্নয়নের কাজ করার জন্য শ্রমিকদের খাদ্যপ্রদান।
অন্তোদয় যোজনা ১৯৭৭-৭৮ শুধুমাত্র রাজস্থান রাজ্যের গরিবতম পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাধীন করা।
স্বনিয়োজিত কর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণের কর্মসূচি ১৯৭৯ গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করা তোলার লক্ষ্যে উপযুক্ত ট্রেনিক প্রদান করা।
সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প ১৯৮০ স্বনিযুক্তির মাধ্যমে গ্রামের গরিবদের সর্বব্যাপী উন্নয়ন।
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি ১৯৮০ গ্রামের গরিবদের লাভজনক কর্মসংস্থান সম্ভাবনা সৃষ্টি করা।
গ্রামীণ মহিলা ও শিশুদের উন্নয়ন কর্মসূচি ১৯৮২ দরিদ্রসীমার নিচে বসবাসকারী গ্রামের পরিবারের মহিলাদের উপযুক্ত কর্ম নিযুক্তি প্রকল্প চালু করা।
গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থানের নিশ্চয়তা কর্মসূচি ১৯৮৩ ভূমিহীন কৃষকদের কিংবা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
শিক্ষিত বেকার যুবকদর স্বনিযুক্তি ১৯৮৩-৮৪ স্বনির্ভরতার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের আর্থিক ও কারিগরি সহায়তা।
ইন্দিরা আসাস যোজনা ১৯৮৫ গ্রামের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করা।
সুসংহত শস্যবীমা প্রকল্প ১৯৮৫ কৃষি শস্যের বিমাকরন।
শহরের গরিবদের জন্য স্বনিযুক্তি কর্মসূচি ১৯৮৬ শহরের গরীবদের ভর্তুকি ও ব্যাঙ্কের দ্বারা ঋণের ব্যবস্থা।
অপারেশন ব্ল্যাকবোর্ড ১৯৮৭-৮৮ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নসাধন করা।
জাতীয় সাক্ষরতা উন্নয়ন ১৯৮৮ সাক্ষরতার হার বৃদ্ধি।
ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রাম ১৯৮৮ ১৫ থেকে ৩৫ বছরের ৮০ কোটি মানুষকে স্বাক্ষর করা।
জওহর রোজগার যোজনা ১৯৮৯ গ্রামীণ বেকারদের কর্মপ্রদান।
নেহেরু রোজগার যোজনা ১৯৮৯ শহরের বেকার সমস্যার সমাধান করা।
শহরের অতিক্ষুদ্র প্রকল্প ১৯৯০ শহরের গরীব ক্ষুদ্র প্রকল্পে সাহায্য প্রদান করা।
শহরে কর্মমজুরি প্রকল্প ১৯৯০ এক লক্ষ লোকের কম বসবাসকারী শহরের গরিবদের কাজের বিনিময়ে মজুরি ও অন্যান্য ন্যূনতম ব্যবস্থার সংস্থান।
গৃহ ও বাসস্থান উন্নয়ন প্রকল্প ১৯৯০ ১-২০ লক্ষ লোকের বসবাসকারী শহরের গৃহ নির্মাণ ও উন্নতির কাজে কর্মসংস্থান বৃদ্ধি করা।
কর্ম নিশ্চয়তা প্রকল্প ১৯৯৩ গ্রামে বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা।
পার্লামেন্টের সদস্যগণ স্থানীয় ক্ষেত্র উন্নয়ন কর্মসূচি ১৯৯৩ সংসদে প্রত্যেক সদস্যদের প্রতি বছর এক কোটি টাকা করে দেওয়া হয়, জেলার উন্নয়ন প্রকল্প কাজের জন্য।
মহিলা সমৃদ্ধি যোজনা ১৯৯৩ পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পে গ্রামের মহিলাদের কিছু অর্থ জমা করার উৎসাহ দান।
শিশুশ্রমিক দূরীকরণ প্রকল্প ১৯৯৪ শিশুশ্রম ক্ষতিকারক তাই শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা।
জাতীয় সামাজিক সাহায্য প্রকল্প ১৯৯৫ দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের সাহায্য দান।
মিড-ডে-মিল স্কীম  ১৯৯৫ প্রাথমিক শিক্ষা স্তরে পড়ুয়াদের উৎসাহ দান।
জাতীয় বস্তি উন্নয়ন কর্মসূচি ১৯৯৬ শহরের বস্তি উন্নয়ন।
গণবন্টন ব্যবস্থা ১৯৯৭ চাল, গম, চিনি, কেরোসিন ইত্যাদি দ্রব্যকে রেশন দোকানের মাধ্যমে ভারতীয় জনগণের মধ্যে সুষ্ট ভাবে বন্টন করা।
স্বরজয়ন্তী শহরীরোজগার যোজনা ১৯৯৭ শহরের বেকারের স্বনিযুক্তি বা মজুরিভিত্তিক নিযুক্তির দ্বারা লাভজনক কর্মসংস্থান প্রদান করা।
অন্নপূর্ণা যোজনা ১৯৯৯ পেনশনভোগী নয় এরকম বয়স্ক নাগরিকদের প্রতিমাসে ১০ কিলোগ্রাম খাদ্যশষ্য বিতরণ করা হয়।
স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ১৯৯৯ গ্রামীণ দারিদ্র ও বেকারত্বের দূরীকরণ এবং স্বনিযুক্তি প্রচলন।
জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা ১৯৯৯ গ্রামের চাহিদাভিত্তিক পরিকাঠামো সৃষ্টি করা।
প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা ২০০০ গ্রামে নূন্যতম পরিষেবা প্রদান করা।
অন্তদোয় অন্নযোজনা ২০০০ গরিবদের খাদ্যসুরক্ষা প্রদান করা।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ২০০০ সমস্ত গ্রামের সংযুক্তিকরণ পাকা রাস্তা দিয়ে তৈরী করা।
সর্বশিক্ষা অভিযান ২০০০ ৬-১৪ বছর বয়সী শিশুদের প্রাথমিক  শিক্ষার ৫ বছর পূর্তিকরন।
সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ২০০১ কর্ম ও খাদ্য সুরক্ষা প্রদান।
বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা ২০০১ শহরের বস্তিঘর নির্মাণ।
দীনদয়াল ডিসেবল্ড রিহ্যাবিটেশন স্কীম ২০০৩ সাধারণ মানুষদের জন্য সমান সুযোগ ও সুবিধা নিরাপদ ও সামাজিক বিচারের ক্ষেত্রে উন্নত প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বন্দমতোরম যোজনা ২০০৪ গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষার জন্য সরকারি ও বেসকারি উদ্যোগ।
কস্তুৰবা গান্ধী বালিকা বিদ্যালয় ২০০৪ এস.সি, এস.টি, ও বি.সি ছাড়াও অন্যান্য দারিদ্রসীমার নিচের মানুষের জন্য শিক্ষাগত সুবিধা।
জাতীয় প্রেনশন প্রকল্প ২০০৪
খাদ্যের জন্য কার্য কর্মসূচি ২০০৪ মজুরিভিত্তিক কর্মসংস্থানের পরিপূরক হিসেবে কর্মভিত্তিক খাদ্যের যোগানের তীব্রতা আনা।
জননী সুরক্ষা যোজনা ২০০৫ মা হতে চলেছেন এমন মহিলাদের যত্ন।
ভারত নির্মাণ কর্মসূচি ২০০৫ ছয়টি ক্ষেত্র যেমন ( জলসেচ, পানীয় জলের জোগান, বাসস্থান, রাস্তা,টেলিযোগাযোগ,বিদ্যুৎ) সহ  গ্রামের পরিকাঠামোর সার্বিক উন্নয়ন।
জওহরলাল নেহেরু জাতীয় শহর পুনঃনবীকরণ মিশন ২০০৫ শহরাঞ্চলে গরিব লোকদের জন্য গৃহনির্মাণ এবং পরিকাঠামোগত উন্নয়ন।
জাতীয় মহাত্মা গান্ধী গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা কর্মসূচি ২০০৬ গ্রামীণ এলাকার কমপক্ষে ১০০ দিনের মজুরভিত্তিক কর্ম নিশ্চয়তা প্রকল্প।
রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনা ২০০৭ কৃষি উন্নয়নের মধ্য দিয়ে ৪% বার্ষিক বৃদ্ধির যোগ্যতা অর্জন করা।
আম আমাদী বীমা যোজনা ২০০৭ গ্রামীণ ভূমিহীন জনগণ ও স্কুল ও শিক্ষার্থীরদের পুড়াশুনার উন্নতি প্রকল্প।
গ্রামীণ ভান্ডাকর যোজনা ২০০৭ কৃষি উৎপাদন, মজুত ও বাণিজ্যিকরণের সুবিধার জন্য।
রাষ্ট্রীয় স্বাথ্য বীমা যোজনা ২০০৮ দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের স্বাস্থ্য বীমার ব্যবস্থা।
স্বাবলম্বন ২০১০ পেনশন প্রকল্প।
প্রধানমন্ত্রী আদর্শ  গ্রাম যোজনা ২০১০ ভারতের চারটি রাজ্যের তফশিলী জাতির অধ্যুষিত গ্রামের মানুষদের সুসংহত উন্নয়নের সাহায্য করা।
ইন্দিরা গান্ধী মাতৃভা সহায়ক যোজনা ২০১০ উনিশ বা তার ওপরের প্রথম দুই সন্তানের জন্য ৪০০০ টাকা অনুদান।
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট ২০১০ গ্রামীণ প্রাপ্ত বয়স্ক মানুষের একশো দিনের কাজের উন্নতির প্রকল্প গ্রহণ।
স্বাভিমান ২০১১ সমস্ত নাগরিকদের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা প্রদান করা এবং ১০১২ সালের মার্চ মাসের মধ্যে ৫ কোটি আকাউন্ট খোলা।
সবলা বা রাজীব গান্ধী স্কীম ফর এমপাওয়ারমেন্ট গার্লস ২০১১ বয়ঃসন্ধির মেয়েদের উন্নতি ও সাবলম্বী করা। এবং তাদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি ঘটানো।
জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ২০১১ দরিদ্র মানুষদের স্বনিযুক্তি প্রকল্প অন্তর্ভুক্তিকরণ এবং তাদের স্বরোজগারের সক্ষম করে তোলা।
রাজীব আবাস যোজনা ২০১৩ শহরের গৃহ প্রকল্প।
সক্ষম বা রাজীব গান্ধী স্কীম ফর এমপাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট বয়েজ ২০১৪ বয়ঃসন্ধি ছেলেদের উন্নতি ও সাবলম্বী করা। এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো।
প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ ব্যাঙ্কিং ক্ষেত্র আর্থিক সুযোগ সুবিধা ও নিশ্চয়তা জাতীয় লক্ষ্যে।
স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন ২০১৫ ৪০ লক্ষ মানুষের দক্ষতার উন্নতি প্রকল্প।
উদিসা শিশু যত্নে আই.সি.ডি.এস কর্মীদের ট্রেনিক প্রকল্প।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০১৫ শিশুকন্যা জন্মে সচেতনতা বৃদ্ধি।
স্মার্ট সিটি মিশন ২০১৫ শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক প্রকল্প।
অটল পেনশন যোজন ২০১৫ পেনশন ক্ষেত্র।
দীনদয়াল উপ্যাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ২০১৫ গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রকল্প।
ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম ২০১৫ তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় মানুষের দ্রুত সরকারি সুযোগ ও সুবিধা সরবরাহ প্রকল্প।
লাইভস্টক ইন্সিওরেন্স স্কীম ২০১৫ গবাদি পশু ও গবাধি পশুজাত অন্যান্য উৎপাদিত দ্রব্যের উন্নতি সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ২০১৫ সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ২০১৫ শহরের মানুষের বাসস্থান ও আর্থিক উন্নতি প্রকল্প।
অটল মিশন ফর রেজুভানেশন এন্ড আরবন ট্রান্সফরমেশন ২০১৫ শহরের মানুষের বাসস্থান ও আর্থিক উন্নতি প্রকল্প।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০১৫ শহরের মানুষের বাসস্থান ও আর্থিক প্রকল্প।
কুসুম যোজনা ২০১৮ চাষিদের সৌরশক্তি উৎপাদনে উৎসাহিত করা।
L.P.G পঞ্চায়েত যোজনা ২০১৮ গরীব মানুষদের জন্য বিনামূল্যে  রান্নার জ্বালানি প্রদান করা।
অটল ভূ-জল যোজনা ২০১৮ ভূগর্ভস্থ থেকে জলের হ্রাসকে নিয়ন্ত্রণ করা।
কৃষাণ সম্নান যোজনা ২০১৮ ভারতের বৃহৎ থেকে অতিক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা।
কৃষক বন্ধু যোজনা ২০১৮ কৃষিকার্যের জন্য কৃষকদের আর্থিক অনুদান প্রদান করা।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments