পৃথিবীর বৃহত্তম/দীর্ঘতম/উচ্চতম কয়েকটি বিষয়বস্তু
Published Date : 21-01-21
437 Views

পৃথিবীর বৃহত্তম/দীর্ঘতম/উচ্চতম কয়েকটি বিষয়বস্তু   :-

 

     পৃথিবীর বৃহত্তম             বিষয়বস্তু
পৃথিবীর বৃহত্তম জলাধার  টালার ট্যাঙ্ক।
পৃথিবীর বৃহত্তম ঘনবসতি শহর টোকিও (জাপান )।
পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান।
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন।
পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা।
পৃথিবীর বৃহত্তম প্রাচীর চীনের প্রাচীর।
পৃথিবীর বৃহত্তম শহর লন্ডন ।
পৃথিবীর বৃহত্তম রাজপথ ব্রডওয়ে।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর।
.পৃথিবীর বৃহত্তম সেতু কুইবেক।
পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম উত্তর প্রদেশের গোরক্ষপুর।
পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ব্রাজিলের গুয়েইরা।
পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার।
পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্করভাট মন্দির।
পৃথিবীর বৃহত্তম পার্ক ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক।
পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনা।
পৃথিবীর বৃহত্তম অফিস গৃহ পেন্টাগন (আমেরিকা )।
পৃথিবীর বৃহত্তম মসজিদ জুম্মা মসজিদ।
পৃথিবীরবৃহত্তম মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম।
পৃথিবীর বৃহত্তম অভিধান জার্মান অভিধান।
পৃথিবীর বৃহত্তম প্রাসাদ রোমের ভ্যাটিকান।
পৃথিবীর বৃহত্তম উপকূল হাডসন উপকূল

 

পৃথিবীর বৃহত্তম মঠ তিব্বতের ভুবুঙ্গ।
বিশ্বের বৃহত্তম বাঁধ নিউরেক বাঁধ (কাজাকিস্তান )।
পৃথিবীর বৃহত্তম মিষ্টিজলের হ্রদ সুপিরিয়র হ্রদ।
পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর।
পৃথিবীর বৃহত্তম প্রাণী নীল তিমি।
পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
পৃথিবীর বৃহত্তম হোটেল ক্যাসিনো (আমেরিকা )।
পৃথিবীর বৃহত্তম  সমাধি সৌধ মিশরের পিরামিড।
পৃথিবীর বৃহত্তম অরণ্য উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য।
পৃথিবীর বৃহত্তম প্রশস্ত নদী আমাজন (দক্ষিণ আমেরিকা )।
পৃথিবীর বৃহত্তম হীরক কুল্লিনান।
পৃথিবীর বৃহত্তম ফোয়ারা গ্র্যান্ড পার্ক।
পৃথিবীর বৃহত্তম হীরক খনি কিম্বারলি(দক্ষিণ আফ্রিকা )।
পৃথিবীর বৃহত্তম বন্দর নিউইয়র্ক বন্দর।
পৃথিবীর বৃহত্তম রাজপ্রাসাদ গু গং রাজ্ প্রাসাদ।

 

       পৃথিবীর দীর্ঘতম             বিষয়বস্তু
পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ।
পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা।
পৃথিবীর দীর্ঘতম রাজপথ গি.টি রোড(ভারত ) ।
পৃথিবীর দীর্ঘতম বারান্দা রামেশ্বরম মন্দিরের বারান্দা।
পৃথিবীর দীর্ঘতম খাল ভলগা বাল্টিক খাল।
পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েজ খাল।
পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে সেতু লোয়ার জাম্বেসি (মোজাম্বিক )।
পৃথিবীর দীর্ঘতম বন্দর নিউইয়র্ক হারবার।
পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ।
পৃথিবীর দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ।
পৃথিবীর দীর্ঘতম নদ আমাজন।
পৃথিবীর উচ্চতম বিষয়বস্তু
পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হিমালয়।
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
পৃথিবীর উচ্চতম গির্জা উলম ক্যাথিড্রাল চার্চ।
পৃথিবীর উচ্চতম বাঁধ জিনপিং বাঁধ (চীন )।
পৃথিবীর উচ্চতম পর্বত হিমালয়।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত।
পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি।
পৃথিবীর উচ্চতম স্মৃতি সৌধ স্ট্যাচু অব লিবার্টি।
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেলসালাডো।
পৃথিবীর উচ্চতম মিনার কুতুব মিনার।
পৃথিবীর উচ্চতম সড়ক লেহনোবরা রোড (ভারত )।
পৃথিবীর উচ্চতম বাড়ি বুরজ খলিফা (দুবাই )
পৃথিবীর উচ্চতম মূর্তি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ।
পৃথিবীর উচ্চতম গাছ রেড উড।
পৃথিবীর উচ্চতম ঝুলন্ত সেতু রয়্যাল গির্জা।
পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা (দক্ষিণ আমেরিকা )।
পৃথিবীর উচ্চতম বিমান বন্দর বাংদা (তিব্বত )।
পৃথিবীর উচ্চতম রেলস্টেশন কনডোর।
পৃথিবীর উচ্চতম রাজধানী লাপারজ(বলিভিয়া)।
পৃথিবীর উচ্চতম বাঁধ বোল্ডার ড্যাম।
পৃথিবীর উচ্চতম টাওয়ার আইফেল টাওয়ার।

 

পৃথিবীর সর্বাপেক্ষা বেশি :—

পৃথিবীর সর্বাপেক্ষা বিষয়বস্তু
পৃথিবীর সবচেয়ে বড়ো দেশের নাম রাশিয়া।
পৃথিবীর যে দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি চীন।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি বজ্রপাত হয় তেরোবা ,উগান্ডা।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি উষ্ণস্থান ইনসাহালাহা ,আলজিরিয়া।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি দ্রুতগামী পাখি ফ্যালকন।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি ফুলের চাষ হয় নেদারল্যান্ড ও দক্ষিণ ফ্রান্স।

 

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments