ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র
Published Date : 21-01-21
179 Views
  • ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র :-
রাজ্য জলবিদ্যুৎ কেন্দ্র যে নদীর উপর অবস্থিত
কর্ণাটক শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী।
ঝাড়খন্ড সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র সুবর্ণরেখা।
কর্ণাটক সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প সরাবতী।
গুজরাট সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা।
অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্না।
উড়িষ্যা হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদী।
পাঞ্জাব ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু।
ঝাড়খন্ড পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর।
উত্তরপ্রদেশ যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা।
ঝাড়খন্ড ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী।
উত্তরাখণ্ড তেহরী জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী।
গুজরাট উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি।
অন্ধ্রপ্রদেশ শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্না।
উত্তরপ্রদেশ রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ।
হিমাচল প্রদেশ রং টং জলবিদ্যুৎ কেন্দ্র স্পিতি।
কেরল ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার।
মনিপুর লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র লেইমাটাক।
মধ্যপ্রদেশ বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র সন।
জম্মু -কাশ্মীর দালাল জলবিদ্যুৎ কেন্দ্র চন্দ্রভাগা।
মহারাষ্ট্র টাটা জলবিদ্যুৎ কেন্দ্র খোপিলি ও নিলামূল্য।
মহারাষ্ট্র কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কয়না।
উত্তরপ্রদেশ পিপলকোটি জলবিদ্যুৎ কেন্দ্র অলকানন্দা।
হিমাচলপ্রদেশ খাব জলবিদ্যুৎ কেন্দ্র বিপাশা।
রাজস্থান জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল।
অন্ধ্রপ্রদেশ মাচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র মাচকুন্দ ।
কর্ণাটক কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্র কালীনদী।
অরুণাচল প্রদেশ রাঙ্গানদী জলবিদ্যুৎ কেন্দ্র রাঙালি ও ডিকরং।
জম্মু -কাশ্মীর নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র বিতস্তা।
মেঘালয় উমিয়াম জলবিদ্যুৎ কেন্দ্র কোপিলি।
গুজরাট কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি।
হিমাচল প্রদেশ বাইরা সিউল জলবিদ্যুৎ কেন্দ্র রবি।
জম্মু -কাশ্মীর ডালহাস্তি জলবিদ্যুৎ কেন্দ্র চেনাব।
মধ্যপ্রদেশ বর্গী জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা।
উত্তরাখণ্ড ধৌলিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র ধৌলিগঙ্গা।
উত্তরাখণ্ড তানাকপুর জলবিদ্যুৎ কেন্দ্র সারদা।
উত্তরাখণ্ড লোহারিনাগ পালা জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী।

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments